পুরুলিয়া, 3 মার্চ: আদালতের নির্দেশে ঝালদা পৌরসভার তৃণমূলের চার কাউন্সিলরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিল ঝালদা থানা। ভারতীয় দণ্ডবিধির 379/506/34 ধারায় এফআইআর রুজু হয়েছে (Police Takes Step Against 4 TMC Councillors)। তৃণমূল কাউন্সিলরদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা না-নেওয়া হলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস কাউন্সিলর বিপ্লব কয়াল।
উল্লেখ্য, চলতি বছরের 16 জানুয়ারি ঝালদা পৌরসভায় পৌরপ্রধান নির্বাচনের দিন ভোট দান না-করেই ব্যালট পেপার হাতে নিয়ে পৌরসভা থেকে বাইরে বেরিয়ে যান তৃণমূল কংগ্রেসের ওই চারজন কাউন্সিলর। বিষয়টি নিয়ে কংগ্রেস কাউন্সিলর বিপ্লব কয়াল সেইদিনই ঝালদা থানাযর দ্বারস্থ হন । থানা লিখিত অভিযোগ নিতে অস্বীকার করলে ইমেল মারফৎ অভিযোগ জানানো হয় ঝালদা থানায় ৷ ঝালদা মহকুমা পুলিশ আধিকারিক এবং পুলিশ সুপারের সামনে এই মামলা দায়ের করা হয় ।
দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে জানুয়ারি মাসে ঝালদা পৌরসভার চেয়ারম্যান নির্বাচন হয় কলকাতা হাইকোর্টের নির্দেশে। 12টি আসনের ঝালদা পৌরসভার নতুন কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন শীলা চট্টোপাধ্যায়। 6 কংগ্রেস কাউন্সিলর ও 1 নির্দল কাউন্সিলর-সহ মোট 7 জন তাঁকে সমর্থন করেছেন। সেই নির্বাচনে অবশ্য তৃণমূলের পাঁচ কাউন্সিলর অংশ নেননি। আর ওইদিনের চেয়ারম্যান নির্বাচনেরই ব্যালট পেপার নিয়ে চলে যাওয়ার অভিযোগ উঠেছে চার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে।
আরও পড়ুন: ঝালদা পৌরসভার চেয়ারপার্সন থাকবেন শীলা চট্টোপাধ্যায়, নির্দেশ হাইকোর্টের
এতদিন কেটে গেলেও ঝালদা থানার পুলিশ কোনও আইনি ব্যবস্থা না-নেওয়ায় 14 ফেব্রুয়ারি পুরুলিয়া জেলা আদালতের দ্বারস্থ হয় কংগ্রেস নেতৃত্ব। অবশেষে আদালতের নির্দেশেই 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ কর্মকার, 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রিজুয়ানা খাতুন, 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জবা মাছোয়ার, 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পূর্ণিমা বাগতির বিরুদ্ধে মামলা রুজু করেছে ঝালদা থানা ।
বিষয়টি নিয়ে জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, "আদালত সবার জন্য। বিষয়টি বিচারাধীন। ঘটনার তদন্ত হবে। ওরা অভিযোগ জানিয়েছে। পুলিশ আইন অনুযায়ী পদক্ষেপ নেবে।" অন্যদিকে, পুরুলিয়া জেলার কংগ্রেস নেতা গৌতম মুখোপাধ্যায় বলেন, "আইন ভাঙা তৃণমূল নেতাদের অভ্যাস হয়ে গিয়েছে। এবার আদালতের নির্দেশেই সব হবে। ভোট দান না-করে কী করে তৃণমূল কাউন্সিলররা পৌরসভা থেকে ব্যালট পেপার নিয়ে বেরিয়ে গেলেন ? ঘটনায় আইন অনুযায়ী পদক্ষেপ দাবি জানাচ্ছি ।"