পুরুলিয়া, ৩ সেপ্টেম্বর : লরির ধাক্কায় মৃত্যু হল এক কিশোরের । পুরুলিয়া-বাঁকুড়া 60 নম্বর জাতীয় সড়কে আজ সকালে প্রীতম প্রামাণিক (12) নামে ওই কিশোরকে একটি লরি ধাক্কা দেয় । ঘটনাস্থানেই তার মৃত্যু হয় । বিক্ষুব্ধ এলাকাবাসী এক ঘণ্টা পথ অবরোধ করে । পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
পুলিশ সূত্রে খবর, এক পরিচিতের সঙ্গে বাইকে যাচ্ছিল প্রীতম । রাজোয়ারপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি তাদের ধাক্কা মারে । ঘটনাস্থানে মৃত্যু হয় প্রীতমের । গুরুতর আহত হয়েছেন তার সঙ্গে থাকা যুবক । আহতকে উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে ভরতি করা হয় ।
ঘটনার পর উত্তেজিত জনতা 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে । স্থানীয়দের অভিযোগ, এলাকায় বেপরোয়া গতিতে যান চলাচল করে । প্রায় এক ঘণ্টা পর পুলিশ এসে বিক্ষোভ তুলে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ । লরির চালক ও খালাসি পলাতক ।