ETV Bharat / state

Teacher Problem in School: নিয়মিত স্কুলে আসেন না 3 শিক্ষক, অভিভাকদের বিক্ষোভ

author img

By

Published : Mar 25, 2023, 10:06 AM IST

পুরুলিয়ার শিক্ষা ব্যবস্থায় অব্যবস্থার ছবি বারবার ধরা পড়েছে (Parents Protest for Irregular Presence of Teachers) ৷ কোনও স্কুলে শিক্ষক নেই তো, কোনও স্কুলে শিক্ষক থাকলেও তিনি নিয়মিত স্কুলে আসেন না ৷ অভিভাবকরা তার প্রতিবাদ করতেই, বিপত্তি ৷ অভিভাবকদের তেড়ে গেলেন শিক্ষক ৷

Etv Bharat
Etv Bharat

পুরুলিয়া, 25 মার্চ: আবারও পুরুলিয়ার শিক্ষা ক্ষেত্রে চূড়ান্ত অব্যবস্থার ছবি প্রকাশ্যে এল (Parents Prostest in Purulia) ৷ এবার পড়ুয়াদের অভিভাবকদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়লেন শিক্ষক ৷ সেই বিতর্ক পৌঁছল হাতাহাতিতে ৷ অভিযোগ, প্রধান শিক্ষকের উপর চড়াও হন অভিভাবকরা ৷ পালটা প্রধান শিক্ষক চড়াও হলেন অভিভাবকদের উপর ৷ শুক্রবার পুরুলিয়ার পাড়া থানার সরবেড়িয়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনাটি ঘটেছে ৷

এই ঘটনার প্রতিবাদে সরবেড়িয়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে স্কুলে তালা দিলেন স্থানীয় বাসিন্দারা (Irregular presence of teachers in school in purulia) ৷ বিক্ষোভকারীরা জানান, নিয়মিত আসেন না স্কুলের তিন শিক্ষক ৷ মিড -ডে-মিল রান্নাও হয় না ৷ অভিভাবকদের পক্ষ থেকে একাধিকবার প্রধান শিক্ষককে মৌখিক ভাবে বিষয়টি জানানো হলেওনতিনি কর্ণপাত করেননি । তাই গত বৃহস্পতিবার দুপুরের পর স্কুলের ছাত্র-ছাত্রীরা উপস্থিতি থাকলেও শিক্ষকের অনুপস্থিতির কারণে প্রাথমিক স্কুলটিতে তালা দিয়ে দেন গ্রামের মানুষজন । শুক্রবারও সময় মতো বিদ্যালয়ে পৌঁছায়নি শিক্ষকরা । তবে একজন শিক্ষক শুক্রবার স্কুল এলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় ৷

সমস্ত ঘটনাটি অস্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক কমল কর্মকার ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পাড়া ব্লকের জয়েন্ট বিডিও এবং পুলিশ। প্রায় 3 ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে স্থানীয় প্রশাসনের সহযোগিতা স্কুলের গেটের তালা খুলে দেন অভিভাবকরা ৷ জয়েন্ট বিডিও অর্ঘ্য ভট্টাচার্য বলেন, "আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হয়েছে । গ্রামবাসীদের অভিযোগগুলো পেয়েছি । সেগুলি খতিয়ে দেখা হচ্ছে।"

আরও পড়ুন: নেই শিক্ষক, রান্না হয় না মিড-ডে মিলও ! অনিশ্চয়তায় 92 খুদে পড়ুয়ার ভবিষ্যৎ

প্রসঙ্গত, সম্প্রতি সামনে এসেছে পুরুলিয়ার তেলডি জুনিয়র স্কুলের উচ্চ বিদ্যালয়ের একটি ঘটনা ৷ শিক্ষক না থাকায় ওই স্কুলের 92 জন পড়ুয়ার ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠেছে ৷ বর্তমানে এক জন মাত্র অতিথি আছেন এই স্কুলে ৷ তাঁকে দিয়ে কোনওরকমে চলে স্কুল ৷ তবে সেই অতিথি শিক্ষকও প্রতিদিন স্কুলে আসেন না ৷

পুরুলিয়া, 25 মার্চ: আবারও পুরুলিয়ার শিক্ষা ক্ষেত্রে চূড়ান্ত অব্যবস্থার ছবি প্রকাশ্যে এল (Parents Prostest in Purulia) ৷ এবার পড়ুয়াদের অভিভাবকদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়লেন শিক্ষক ৷ সেই বিতর্ক পৌঁছল হাতাহাতিতে ৷ অভিযোগ, প্রধান শিক্ষকের উপর চড়াও হন অভিভাবকরা ৷ পালটা প্রধান শিক্ষক চড়াও হলেন অভিভাবকদের উপর ৷ শুক্রবার পুরুলিয়ার পাড়া থানার সরবেড়িয়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনাটি ঘটেছে ৷

এই ঘটনার প্রতিবাদে সরবেড়িয়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে স্কুলে তালা দিলেন স্থানীয় বাসিন্দারা (Irregular presence of teachers in school in purulia) ৷ বিক্ষোভকারীরা জানান, নিয়মিত আসেন না স্কুলের তিন শিক্ষক ৷ মিড -ডে-মিল রান্নাও হয় না ৷ অভিভাবকদের পক্ষ থেকে একাধিকবার প্রধান শিক্ষককে মৌখিক ভাবে বিষয়টি জানানো হলেওনতিনি কর্ণপাত করেননি । তাই গত বৃহস্পতিবার দুপুরের পর স্কুলের ছাত্র-ছাত্রীরা উপস্থিতি থাকলেও শিক্ষকের অনুপস্থিতির কারণে প্রাথমিক স্কুলটিতে তালা দিয়ে দেন গ্রামের মানুষজন । শুক্রবারও সময় মতো বিদ্যালয়ে পৌঁছায়নি শিক্ষকরা । তবে একজন শিক্ষক শুক্রবার স্কুল এলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় ৷

সমস্ত ঘটনাটি অস্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক কমল কর্মকার ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পাড়া ব্লকের জয়েন্ট বিডিও এবং পুলিশ। প্রায় 3 ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে স্থানীয় প্রশাসনের সহযোগিতা স্কুলের গেটের তালা খুলে দেন অভিভাবকরা ৷ জয়েন্ট বিডিও অর্ঘ্য ভট্টাচার্য বলেন, "আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হয়েছে । গ্রামবাসীদের অভিযোগগুলো পেয়েছি । সেগুলি খতিয়ে দেখা হচ্ছে।"

আরও পড়ুন: নেই শিক্ষক, রান্না হয় না মিড-ডে মিলও ! অনিশ্চয়তায় 92 খুদে পড়ুয়ার ভবিষ্যৎ

প্রসঙ্গত, সম্প্রতি সামনে এসেছে পুরুলিয়ার তেলডি জুনিয়র স্কুলের উচ্চ বিদ্যালয়ের একটি ঘটনা ৷ শিক্ষক না থাকায় ওই স্কুলের 92 জন পড়ুয়ার ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠেছে ৷ বর্তমানে এক জন মাত্র অতিথি আছেন এই স্কুলে ৷ তাঁকে দিয়ে কোনওরকমে চলে স্কুল ৷ তবে সেই অতিথি শিক্ষকও প্রতিদিন স্কুলে আসেন না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.