পুরুলিয়া, 19 অগাস্ট : মনে পড়ে আমির খানের 'গুলাম' সিনেমার সেই দৃশ্য ৷ যেখানে ট্রেনের সঙ্গে দৌঁড় লাগিয়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছোতে হয়েছিল আমিরকে ৷ পুরোটা তেমন না হলেও এই দৃশ্যের সঙ্গে খানিকটা একাত্ম করতে চেয়েছিলেন বছর 17-র এক কিশোর ৷ চলন্ত ট্রেনের সঙ্গে পা মিলিয়ে ভিডিয়ো তৈরি করেছিলেন ৷ পোস্ট করেছিলেন সোশাল মিডিয়ায় ৷ তাতে প্রচুর লাইক পান তিনি ৷ জনপ্রিয় হয়ে ওঠেন বন্ধুদের মধ্যে ৷ তারপর থেকেই এই ভিডিয়ো করা নেশা হয়ে দাঁড়ায় 17 বছরের নূর আনসারির৷
এই নেশার বশে প্রায়ই চলে যেতেন রেল গেটের কাছে ৷ ট্রেন আসার সিগন্যাল পেলেই প্রস্তুতি নিতেন ভিডিয়ো করার ৷ এই নেশাই যে একদিন প্রাণ কেড়ে নেবে বুঝতে পারেননি বছর 17-র ওই কিশোর ৷ ঘটনাটি পুরুলিয়ার চুনাভাটি এলাকার ৷ বছর 17-র নূর আনসারি ৷ নিজের বন্ধুদের নিয়ে প্রায়ই পুরুলিয়ার কাটিন রেল গেটের কাছে যেতেন ৷ উদ্দেশ্য ছিল একটাই৷ চলন্ত ট্রেনের সামনে ভিডিয়ো করে তা সোশাল মিডিয়ায় পোস্ট করা ৷ গতকাল এই একই কারণে কাটিন রেল গেটের কাছে যান নূর ৷ তাঁর সঙ্গে ছিল চার জন বন্ধু ৷ অন্যান্য বারের মতো চলন্ত ট্রেনের সামনে ভিডিয়ো করছিল ৷ কিন্তু অসাবধানতাবশত পা পিছলে পড়ে যান নূর ৷ ধাক্কা মারে ট্রেন ৷ নূরকে বাঁচাতে গিয়ে আহত হয় বন্ধু সাদাফও ৷ স্থানীয়রা নূর ও সাদাফকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে নূরকে মৃত বলে ঘোষণা করা হয় ৷ সাদাফের অবস্থা গুরুতর ৷ হাসপাতালে চিকিৎসাধীন ৷ আজ ময়নাতদন্তের জন্য নূরের দেহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হবে ৷