ETV Bharat / state

পুরুলিয়া সদর হাসপাতালের প্রসূতি বিভাগে নেই পর্যাপ্ত বেড, সমস্যায় প্রসূতিরা - no enough bed in Purulia District hospital

জেলার একমাত্র সরকারি প্রসূতি হাসপাতাল পুরুলিয়া সদর হাসপাতাল । সদর হাসপাতালের প্রসূতি বিভাগে পর্যাপ্ত বেড নেই বলে অভিযোগ ।

purulia
purulia
author img

By

Published : Oct 1, 2020, 10:30 PM IST

পুরুলিয়া, 1 অক্টোবর : জেলার একমাত্র সরকারি প্রসূতি হাসপাতাল পুরুলিয়া সদর হাসপাতাল । জেলার বিভিন্নপ্রান্ত থেকে প্রসূতিরা এই হাসপাতালে আসেন । পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্য থেকেও অনেকেই আসেন চিকিৎসার জন্য । কিন্ত সদর হাসপাতালের প্রসূতি বিভাগে পর্যাপ্ত বেড নেই বলে অভিযোগ । প্রসূতি বিভাগে একটি বেডেই কখনও দু'জন, আবার তিনজনকেও থাকতে হয় । যদিও কোরোনা আবহে প্রসূতি বিভাগে এই বেডের সমস্যা ততটা নেই । জানিয়েছেন পুরুলিয়া সদর হাসপাতালের সুপার ।

পুরুলিয়া সদর হাসপাতালে 569টি বেড রয়েছে । রয়েছে প্রসূতি বিভাগ । নবজাত শিশুদের চিকিৎসার জন্য রয়েছে বিশেষ বিভাগ । রয়েছে মহিলা ও পুরুষদের জন্য এমারজেন্সি বেড । আউটডোর পরিষেবা রয়েছে । সম্প্রতি খোলা হয়েছে কোভিড বিভাগ । তবে হাসপাতালে যেমন পর্যাপ্ত বেডের ঘাটতি রয়েছে । এমনকী হাসপাতাল চত্ত্বরে জায়গাও খুব কম । বিশেষ সমস্যায় পড়তে হয় প্রসূতিদের ।

ফরিনা বিবি অন্তঃসত্ত্বা । তিনি এই হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন । এসেছেন পদ্মাবতী মাহাতোও । তাঁরা বলেন, "হাসপাতালের প্রসূতি বিভাগে বেড সংখ্যা খুব কম । একটি বেডের মধ্যেই দু'জন করে থাকতে হয় । হাসপাতালের বেডগুলিও খুবই অপরিষ্কার । ফলে নবজাতকে নিয়ে কষ্টের মধ্যেই থাকতে হয় । কখনও দুপুরের দিকে বেডের নিচে বসে সময় কাটাই । কোনও উপায় না থাকায় রাতে একটি বেডেই দুইজন প্রসূতি ও সন্তানদের থাকতে হয় ।"

পুরুলিয়া সদর হাসপাতালের প্রসূতি বিভাগে নেই পর্যাপ্ত বেড

একজন প্রসূতির আত্মীয় সৈফুল বিবি । তিনি জানান, হাসপাতালের মূল সমস্যা হল পর্যাপ্ত বেড নেই । প্রসূতি বিভাগে মা ও সন্তানদের দেখাশোনা করার জন্য পরিবারের একজনকে সেখানে থাকতে হয় । কারও শরীর অসুস্থ হলে নার্স বা চিকিৎসকদের ডেকে দিতে হয় । কিন্তু সেখানেই প্রসূতি মায়েদেরই থাকার জায়গা নেই । পরিবারেরা লোকেরা থাকবে কীভাবে ? বাচ্চাদের বেডের উপরে শুয়ে দিয়ে প্রসূতি মা'কে নিয়ে বেডের নিচে বসে সময় কাটাই ।"

এ বিষয়ে পুরুলিয়া সদর হাসপাতালের MSVP সুকমল বিষয়ি বলেন, "কখনও কখনও একটি বেডের মধ্যে তিনজন প্রসূতিকেও থাকতে হয়েছে । কিন্তু বর্তমান কোরোনা আবহে পরিস্থিতি সামান্য পালটিয়েছে । এখন বেডের সমস্যা ততটা নেই । এর আগে সমস্যা ভালোই ছিল । আসলে সদর হাসপাতালে বেড সংখ্যা 569 । হাসপাতালের জায়গাও খুবই কম । রোগী বা রোগীর আত্মীয়দের বসাওঠা, থাকার ক্ষেত্রে সমস্যা রয়েছে । তবে এই সমস্যা দূর করার জন্য চেষ্টা চলছে । আউটডোর পরিষেবাকে হাতুয়াড়া মেডিকেল কলেজে স্থানান্তর করার পরিকল্পনা হয়েছে । আউটডোর পরিষেবা সেখানে শুরু হলে হাসপাতালে জায়গা বেশি পাওয়া । তখন আর কোনও সমস্যা থাকবে না ।"

পুরুলিয়া, 1 অক্টোবর : জেলার একমাত্র সরকারি প্রসূতি হাসপাতাল পুরুলিয়া সদর হাসপাতাল । জেলার বিভিন্নপ্রান্ত থেকে প্রসূতিরা এই হাসপাতালে আসেন । পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্য থেকেও অনেকেই আসেন চিকিৎসার জন্য । কিন্ত সদর হাসপাতালের প্রসূতি বিভাগে পর্যাপ্ত বেড নেই বলে অভিযোগ । প্রসূতি বিভাগে একটি বেডেই কখনও দু'জন, আবার তিনজনকেও থাকতে হয় । যদিও কোরোনা আবহে প্রসূতি বিভাগে এই বেডের সমস্যা ততটা নেই । জানিয়েছেন পুরুলিয়া সদর হাসপাতালের সুপার ।

পুরুলিয়া সদর হাসপাতালে 569টি বেড রয়েছে । রয়েছে প্রসূতি বিভাগ । নবজাত শিশুদের চিকিৎসার জন্য রয়েছে বিশেষ বিভাগ । রয়েছে মহিলা ও পুরুষদের জন্য এমারজেন্সি বেড । আউটডোর পরিষেবা রয়েছে । সম্প্রতি খোলা হয়েছে কোভিড বিভাগ । তবে হাসপাতালে যেমন পর্যাপ্ত বেডের ঘাটতি রয়েছে । এমনকী হাসপাতাল চত্ত্বরে জায়গাও খুব কম । বিশেষ সমস্যায় পড়তে হয় প্রসূতিদের ।

ফরিনা বিবি অন্তঃসত্ত্বা । তিনি এই হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন । এসেছেন পদ্মাবতী মাহাতোও । তাঁরা বলেন, "হাসপাতালের প্রসূতি বিভাগে বেড সংখ্যা খুব কম । একটি বেডের মধ্যেই দু'জন করে থাকতে হয় । হাসপাতালের বেডগুলিও খুবই অপরিষ্কার । ফলে নবজাতকে নিয়ে কষ্টের মধ্যেই থাকতে হয় । কখনও দুপুরের দিকে বেডের নিচে বসে সময় কাটাই । কোনও উপায় না থাকায় রাতে একটি বেডেই দুইজন প্রসূতি ও সন্তানদের থাকতে হয় ।"

পুরুলিয়া সদর হাসপাতালের প্রসূতি বিভাগে নেই পর্যাপ্ত বেড

একজন প্রসূতির আত্মীয় সৈফুল বিবি । তিনি জানান, হাসপাতালের মূল সমস্যা হল পর্যাপ্ত বেড নেই । প্রসূতি বিভাগে মা ও সন্তানদের দেখাশোনা করার জন্য পরিবারের একজনকে সেখানে থাকতে হয় । কারও শরীর অসুস্থ হলে নার্স বা চিকিৎসকদের ডেকে দিতে হয় । কিন্তু সেখানেই প্রসূতি মায়েদেরই থাকার জায়গা নেই । পরিবারেরা লোকেরা থাকবে কীভাবে ? বাচ্চাদের বেডের উপরে শুয়ে দিয়ে প্রসূতি মা'কে নিয়ে বেডের নিচে বসে সময় কাটাই ।"

এ বিষয়ে পুরুলিয়া সদর হাসপাতালের MSVP সুকমল বিষয়ি বলেন, "কখনও কখনও একটি বেডের মধ্যে তিনজন প্রসূতিকেও থাকতে হয়েছে । কিন্তু বর্তমান কোরোনা আবহে পরিস্থিতি সামান্য পালটিয়েছে । এখন বেডের সমস্যা ততটা নেই । এর আগে সমস্যা ভালোই ছিল । আসলে সদর হাসপাতালে বেড সংখ্যা 569 । হাসপাতালের জায়গাও খুবই কম । রোগী বা রোগীর আত্মীয়দের বসাওঠা, থাকার ক্ষেত্রে সমস্যা রয়েছে । তবে এই সমস্যা দূর করার জন্য চেষ্টা চলছে । আউটডোর পরিষেবাকে হাতুয়াড়া মেডিকেল কলেজে স্থানান্তর করার পরিকল্পনা হয়েছে । আউটডোর পরিষেবা সেখানে শুরু হলে হাসপাতালে জায়গা বেশি পাওয়া । তখন আর কোনও সমস্যা থাকবে না ।"

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.