ETV Bharat / state

আগেও টোল ফ্রি নম্বর ছিল, কেউ ফোন তুলত না : মুকুল - Purulia

"আগেও টোল ফ্রি নম্বর ছিল, কেউ ফোন তুলত না । আর এখনও কেউ ফোন তুলবে না ।" মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘দিদিকে বলো’-কে কটাক্ষ BJP নেতা মুকুল রায়ের ।

মুকুল রায়
author img

By

Published : Jul 30, 2019, 5:42 AM IST

পুরুলিয়া, 30 জুলাই : মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘দিদিকে বলো’-কে কটাক্ষ করলেন BJP নেতা মুকুল রায় । গতকাল পুরুলিয়ার হরিপদ সাহিত্য মন্দিরের প্রেক্ষাগৃহে আয়োজিত সদস্যতা অভিযান অনুষ্ঠানে যোগ দেন তিনি । সেখানে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন । বলেন, "এতদিন ক্ষমতায় থেকে মানুষের সঙ্গে জনসংযোগ রাখেননি মমতা ব্যানার্জি । তাই, এখন টোল ফ্রি নম্বর দিয়ে জনসংযোগ করতে চাইছেন । আগেও টোল ফ্রি নম্বর ছিল, কেউ ফোন তুলত না । কেউ জবাব দিত না । আর এখনও কেউ ফোন তুলবে না ।"

গতকাল কলকাতার নজরুল মঞ্চে দলের জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৈঠকে তিনি চালু করেন টোল ফ্রি নম্বর ৷ যেখানে ফোন করে সাধারণ মানুষ জানাতে পারেন কোনও অভিযোগ বা সমস্যার কথা ৷ বিষয়টি নিয়ে মুকুল রায় মমতাকে কটাক্ষ করেন ।

এরপর কাটমানি ইশু টেনে তিনি বলেন, "মমতা ব্যানার্জি এখন কাটমানি ফেরতে জোর দিয়েছেন । কিন্তু যে 75 শতাংশ ব্ল্যাকমানি তাঁর কাছে রয়েছে তা ফেরত দিক । "

2011 সালে বামফ্রন্টকে হারিয়ে তৃণমূল সরকারের সূচনা প্রসঙ্গ তুলে মুকুলবাবু বলেন, "বাংলায় গণতন্ত্রকে ফিরিয়ে আনতে যে কয়েকজন সাথ দিয়েছিলেন তাঁদের মধ্যে আমি একজন ।" উত্তর প্রদেশে ধর্ষণের অভিযোগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় CBI তদন্তের দাবি জানিয়েছেন । সেই প্রসঙ্গে মুকুল রায় বলেন, "উনি তো জাতীয় দলেও নেই । উনি রাজ্য দলের নেত্রী । আগামী দিনে তাও থাকবেন না । আসলে ওঁর কথায় কেউ গুরুত্বই দেয় না । মমতা ব্যানার্জি নিজে ফ্যাসিস্ট । তিনি ফ্যাসিবাদে বিশ্বাস করেন । তাই সেইভাবেই বাংলায় সরকার চালিয়ে যাচ্ছেন ।"

মুকুল রায়ের বিরুদ্ধে গতকালই জামিনযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ব‍্যাঙ্কশাল কোর্ট । বিষয়টি উল্লেখ করে মুকুল বলেন, "2018 সালে একজনের কাছ থেকে 90 লাখ টাকা উদ্ধারের ঘটনায় সাক্ষী হিসেবে ডাকা হয়েছে আমাকে । আবার সেই মামলায় আদালতে সাক্ষী দিতে হাজির হচ্ছি না বলে আমার বিরুদ্ধে একটা মামলা হয়েছে । গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে । আমি যদি আদালতে হাজির হই তাহলে আমার বিরুদ্ধে মামলা হবে না । আসলে কলকাতা পুলিশ এখন মমতা ব্যানার্জির পদলেহন করছে । তাই আমাকে হেনস্থা করার জন্য মমতা ব্যানার্জির নির্দেশে কলকাতা পুলিশ দু'টো কাজ একসঙ্গে করে গুলিয়ে ফেলেছে । আসলে কোন কাজটা করা উচিত আর কোনটা নয় কলকাতা পুলিশ তা গুলিয়ে ফেলেছে ।" কথা শেষ করেই তিনি জানান, দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন তিনি ।

রাজ্যের 107 বিধায়ক BJP-তে যোগ দিতে চাইছেন বলে ফের বললেন মুকুল রায় । তাঁর কথায়, ওই 107 জনের কথা কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছেন তাঁরা । কেন্দ্রীয় নেতৃত্ব খতিয়ে দেখছে সবকিছু ।

পুরুলিয়া, 30 জুলাই : মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘দিদিকে বলো’-কে কটাক্ষ করলেন BJP নেতা মুকুল রায় । গতকাল পুরুলিয়ার হরিপদ সাহিত্য মন্দিরের প্রেক্ষাগৃহে আয়োজিত সদস্যতা অভিযান অনুষ্ঠানে যোগ দেন তিনি । সেখানে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন । বলেন, "এতদিন ক্ষমতায় থেকে মানুষের সঙ্গে জনসংযোগ রাখেননি মমতা ব্যানার্জি । তাই, এখন টোল ফ্রি নম্বর দিয়ে জনসংযোগ করতে চাইছেন । আগেও টোল ফ্রি নম্বর ছিল, কেউ ফোন তুলত না । কেউ জবাব দিত না । আর এখনও কেউ ফোন তুলবে না ।"

গতকাল কলকাতার নজরুল মঞ্চে দলের জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৈঠকে তিনি চালু করেন টোল ফ্রি নম্বর ৷ যেখানে ফোন করে সাধারণ মানুষ জানাতে পারেন কোনও অভিযোগ বা সমস্যার কথা ৷ বিষয়টি নিয়ে মুকুল রায় মমতাকে কটাক্ষ করেন ।

এরপর কাটমানি ইশু টেনে তিনি বলেন, "মমতা ব্যানার্জি এখন কাটমানি ফেরতে জোর দিয়েছেন । কিন্তু যে 75 শতাংশ ব্ল্যাকমানি তাঁর কাছে রয়েছে তা ফেরত দিক । "

2011 সালে বামফ্রন্টকে হারিয়ে তৃণমূল সরকারের সূচনা প্রসঙ্গ তুলে মুকুলবাবু বলেন, "বাংলায় গণতন্ত্রকে ফিরিয়ে আনতে যে কয়েকজন সাথ দিয়েছিলেন তাঁদের মধ্যে আমি একজন ।" উত্তর প্রদেশে ধর্ষণের অভিযোগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় CBI তদন্তের দাবি জানিয়েছেন । সেই প্রসঙ্গে মুকুল রায় বলেন, "উনি তো জাতীয় দলেও নেই । উনি রাজ্য দলের নেত্রী । আগামী দিনে তাও থাকবেন না । আসলে ওঁর কথায় কেউ গুরুত্বই দেয় না । মমতা ব্যানার্জি নিজে ফ্যাসিস্ট । তিনি ফ্যাসিবাদে বিশ্বাস করেন । তাই সেইভাবেই বাংলায় সরকার চালিয়ে যাচ্ছেন ।"

মুকুল রায়ের বিরুদ্ধে গতকালই জামিনযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ব‍্যাঙ্কশাল কোর্ট । বিষয়টি উল্লেখ করে মুকুল বলেন, "2018 সালে একজনের কাছ থেকে 90 লাখ টাকা উদ্ধারের ঘটনায় সাক্ষী হিসেবে ডাকা হয়েছে আমাকে । আবার সেই মামলায় আদালতে সাক্ষী দিতে হাজির হচ্ছি না বলে আমার বিরুদ্ধে একটা মামলা হয়েছে । গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে । আমি যদি আদালতে হাজির হই তাহলে আমার বিরুদ্ধে মামলা হবে না । আসলে কলকাতা পুলিশ এখন মমতা ব্যানার্জির পদলেহন করছে । তাই আমাকে হেনস্থা করার জন্য মমতা ব্যানার্জির নির্দেশে কলকাতা পুলিশ দু'টো কাজ একসঙ্গে করে গুলিয়ে ফেলেছে । আসলে কোন কাজটা করা উচিত আর কোনটা নয় কলকাতা পুলিশ তা গুলিয়ে ফেলেছে ।" কথা শেষ করেই তিনি জানান, দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন তিনি ।

রাজ্যের 107 বিধায়ক BJP-তে যোগ দিতে চাইছেন বলে ফের বললেন মুকুল রায় । তাঁর কথায়, ওই 107 জনের কথা কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছেন তাঁরা । কেন্দ্রীয় নেতৃত্ব খতিয়ে দেখছে সবকিছু ।

Intro:পুরুলিয়া : তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধন করা ‘দিদিকে বলো’-কে কটাক্ষ করলেন বিজেপি নেতা মুকুল রায় l সোমবার পুরুলিয়া শহরের হরিপদ সাহিত্য মন্দিরের প্রেক্ষাগৃহে আয়োজিত সদস্যতা অভিযান সম্পর্কিত বিশেষ বৈঠকে যোগ দিয়ে তৃণমূল এবং দলীয় নেত্রীকে তীব্র আক্রমণও করলেন মুকুল রায় l এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "11 বছর ক্ষমতায় থেকে মানুষের সঙ্গে জনসংযোগ রাখেননি মমতা ব্যানার্জি l তাই, এখন টোল ফ্রি নম্বর দিয়ে জনসংযোগ করতে চাইছেন তিনি l আগেও টোল ফ্রি নম্বর ছিল, আগেও কেউ ফোন তুলতো না, কেও জবাব দিত না আর এখনও কেউ ফোন তুলবে না, জবাবও দেবে  না l"Body:এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে আগাগোড়া তৃণমূল নেত্রীর কঠোর সমালোচনা মুকুল রায় l তিনি বলেন, "মমতা ব্যানার্জী এখন কাটমানি ফেরতে জোর দিয়েছেন l কিন্তু যে ৭৫ শতাংশ ব্ল্যাকমানি তাঁর কাছে রয়েছে তা ফেরত দিক l তা যদি ফেরত দিতে পারেন তাহলে আমরাও হাতে হাত মিলিয়ে গলায় গামছা বেঁধে সেই লোকগুলোর সমস্ত টাকা ফেরত দেওয়াবো l"

এদিন তৃণমূল সরকারের সূচনা প্রসঙ্গ তুলে মুকুলবাবু বলেন, "বাংলায় গণতন্ত্রকে ফিরিয়ে আনতে যে কয়েকজন সাথ দিয়েছিলেন তাঁদের মধ্যে আমি একজন l" উত্তর প্রদেশে সেনাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিবিআই তদন্তের দাবি প্রসঙ্গে মুকুল রায় বলেন, "উনি কিসের নেত্রী, উনি তো জাতীয় দলেও নেই, উনি তো রাজ্য দলের নেত্রী l আগামী দিনে তাও থাকবে না l আসলে ওনার কথা কেউ গুরুত্বই দেয় না l আসলে মমতা ব্যানার্জী নিজে ফ্যাসিস্ট l  তিনি ফ্যাসিবাদে বিশ্বাস করেন, তাই সেইভাবেই বাংলায় সরকার চালিয়ে যাচ্ছেন l"Conclusion:এদিন কলকাতা পুলিশের নোটিশ পাঠানো নিয়ে এক প্রশ্নের উত্তরে মুকুল বলেন, ‘আমাকে একটা 2018 সালে একজনের কাছে ৯০ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় সাক্ষী হিসেবে ডাকা হয়েছে l আবার সেই মামলাতে আদালতে সাক্ষী দিতে হাজির হচ্ছি না বলে আমার বিরুদ্ধে একটা মামলা হয়েছে l গ্রেফতারি পরোয়ানা হয়েছে l আমি যদি আদালতে হাজির হই তাহলে আমার বিরুদ্ধে মামলা হবে না l আসলে কলকাতা পুলিশ এখন মমতা ব্যানার্জীকে পদলোহন করছে l তাই আমাকে হেনস্থা করার জন্য মমতা ব্যানার্জীর নির্দেশে কলকাতা পুলিশ দুটো কাজ একসঙ্গে করে গুলিয়ে ফেলেছে l আসলে কোন কাজটা করা উচিত আর কোনটা নয় কলকাতা পুলিশ গুলিয়ে ফেলেছে l" মুকুলবাবু জানান, মঙ্গলবার দিল্লির হাই কোর্টে এই মামলার শুনানি হবে হবে l

এছাড়াও শাসক দলের বিধায়কদের বিজেপিতে যোগদানের প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন " 107 জন বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ার তালিকা তৈরী করে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে l এবার তারা কেন্দ্রীয় নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবেন তাই হবে বলে l এদিনের সভায় উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা বিজেপি সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী, জেলা সাধারণ সম্পাদক বিবেক রাঙা সহ অন্যান্যরা l
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.