ঝালদা, 29 জুন: ঝালদা 2 নম্বর ওয়ার্ডের (Jhalda By-poll) উপনির্বাচনে জয়ী হলেন নিহত কাউন্সিলার তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু (Mithun Kandu wins)। 778 ভোটে তৃণমূল কংগ্রেসের জগন্নাথ রজককে হারিয়েছেন কংগ্রেস প্রার্থী । জেতার পর মিঠুনের প্রতিক্রিয়া, "এটা এই ওয়ার্ডের মানুষের জয় ৷ এই জয় কাকুর জয় ৷"
মাস চারেক আগে মিঠুনের কাকু তপন কান্দু পৌরভোটে এই ঝালদা দু'নম্বর ওয়ার্ড থেকেই কংগ্রেস প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন ৷ তখনও সে ভাবে সক্রিয় রাজনীতিতে যোগ দেননি প্রয়াত কংগ্রেস নেতার ভাইপো মিঠুন । তবে কাকুর সঙ্গে মাঝে মধ্যে ভোট প্রচারে বা ভোটের কাজে ঘোরাঘুরি করতেন । কিন্তু গত 13 মার্চ দুষ্কৃতীদের গুলিতে খুন হন তপন কান্দু । কাকুর মৃত্যুর কারণেই এই ওয়ার্ডে হয় উপনির্বাচন ৷ এ বার কাকুর জায়গায় প্রার্থী হয়েছিলেন মিঠুন ।
ভোটে দাঁড়িয়ে মিঠুন কান্দু বলেছিলেন, "ভাল তো লাগছে না । কারণ এটা তো খুশির ভোট নয় । আমি তো চাইনি এই ভাবে প্রার্থী হতে । আজ বাধ্য হয়ে এলাকার মানুষের জন্য আমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে । কারণ এই এলাকার মানুষের জন্য প্রচুর কাজ করার ইচ্ছা ছিল কাকুর ৷ কিন্তু দুষ্কৃতীরা তাঁকে সেই সুযোগ দিল না । তবে এই নির্বাচনের সুবাদে মানুষজনের সঙ্গে কথা বলতে পারছি, তাঁদের সঙ্গে থাকতে পারছি এটাতে কিছুটা ভাল লাগছে । তবে কাকুকে খুব মনে পড়ছে ৷ আগের ভোটে আমি বাইরে ছিলাম আর কাকু ভিতরে আর আজ আমি ভিতরে কাকু কোথাও নেই ।"
আরও পড়ুন: Mithun Kandu : 'কাকুর বাকি থাকা কাজ করব', উপনির্বাচনে তপন কান্দুর স্মৃতিচারণায় ভাইপো মিঠুন
তপন কান্দুর নিহত হওয়ার আবেগ ও রাগই ভোটবাক্সে মিঠুন কান্দুকে এগিয়ে দিয়েছে বলে ধারণা রাজনৈতিক মহলের ৷ 2 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে শাসক দলের প্রার্থী জগন্নাথ রজককে 778 ভোটে হারিয়ে জয়লাভ করেছেন কংগ্রেস প্রার্থী মিঠুন ৷