পুরুলিয়া, 15 এপ্রিল : মাওবাদীদের নামাঙ্কিত পোস্টার উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ার বাঘমুণ্ডিতে ৷ জেলাশাসক, পুলিশ সুপার-সহ পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের তাতে কার্যত হুঁশিয়ারি দেওয়া হয়েছে ৷
লাল কালিতে হিন্দিতে লেখা ওই পোস্টারে ছত্রধর মাহাতর প্রসঙ্গও রয়েছে ৷ পোস্টারে হিন্দিতে লেখা রয়েছে ‘‘ছত্রধর মাহাত ঘর থেকে বেরোলেই খেলা শুরু হয়ে যাবে ৷’’ সবশেষে নীচে লেখা রয়েছে ‘‘সিপিআই মাওবাদী’’ ৷ অন্যান্য পোস্টারগুলিতে কাঠ চুরির উল্লেখ করা হয়েছে ৷ এ নিয়ে সাবধান করা হয়েছে বন দফতরের আধিকারিকদের ।
আরও পড়ুন : ভোট মিটতেই ফের মাওবাদী পোস্টার উদ্ধার পুরুলিয়ায়
বৃহস্পতিবার বাঘমুণ্ডি থানার লিংকরোড-সহ একাধিক জায়গায় বেশ কিছু মাওবাদী নামাঙ্কিত পোস্টার দেখতে পান এলাকাবাসী ৷ এদিনের এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পোস্টারগুলি উদ্ধার করে নিয়ে গিয়েছে ৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তারা ৷
প্রসঙ্গত, এর আগেও বাঘমুণ্ডি বিধানসভার একাধিক জায়গা থেকে বার বার মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধারের ঘটনা ঘটেছে ৷ যা নিয়ে আতঙ্কিত এলাকার মানুষ ৷