ETV Bharat / state

মমতা ব্যানার্জি দেশদ্রোহী : মুকুল রায় - mamata banerjee is anti national

370 ধারা প্রত্যাহারের বিরোধিতা করা নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন BJP নেতা মুকুল রায় ৷ বললেন, পুলওয়ামা ঘটনার সময় তিনি সরাসরি ভারতীয় সেনার দিকে আঙুল তুলেছিলেন ৷ আর 370 ধারা প্রত্যাহারের পর তিনি যে ভূমিকা নিয়েছেন তাতে তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ উঠেছে ৷

ফাইল ফোটো
author img

By

Published : Aug 10, 2019, 1:55 AM IST

পুরুলিয়া, 10 অগাস্ট : কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের বিরোধিতা করা নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন BJP নেতা মুকুল রায় ৷ বললেন, মমতা ব্যানার্জি দেশদ্রোহী ৷

5 অগাস্ট জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করা হয়েছে । 370 ধারার 1 নম্বর উপধারার প্রয়োগ করে রাষ্ট্রপতি 1954 সালে জম্মু ও কাশ্মীরে প্রয়োগ হওয়া 370 ধারা প্রত্যাহারের নির্দেশিকায় সই করেন । পরে রাজ্যসভায় জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ জম্মু-কাশ্মীর ও লাদাখকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রস্তাব দেওয়া হয় ৷ সেই বিলও পাশ হয় ৷ কেন্দ্রের এই পদক্ষেপকে বেশিরভাগ রাজনৈতিক দলই স্বাগত জানায় ৷ তবে, কয়েকটি দল এর বিরোধিতাও করে ৷ ব্যতিক্রম যাননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ 370 ধারা প্রত্যাহারের পদ্ধতিগত দিক নিয়ে প্রশ্ন তোলেন মমতা ৷ গতকাল পুরুলিয়ার একটি বেসরকারি হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারই কড়া জবাব দেন মুকুল রায় ৷ তুলে আনেন পুলওয়ামা ঘটনার প্রসঙ্গও ৷

BJP নেতা বলেন, "মমতা ব্যানার্জি দেশদ্রোহী ৷ পুলওয়ামা ঘটনার সময় সরাসরি ভারতীয় সেনার দিকে আঙুল তুলেছিলেন ৷ আর 370 ধারা প্রত্যাহারের পর তিনি যে ভূমিকা নিয়েছেন তাতে তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ উঠেছে ৷ উনি বলছেন পদ্ধতি ভুল হয়েছে ৷ কীসের ভুল? যা হয়েছে সংবিধান মেনে হয়েছে ৷ ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল এটাকে সমর্থন করেছে ৷ আর উনি বলছেন পদ্ধতিগত ভুল হয়েছে ৷ উনি সংবিধান বিশেষজ্ঞ না কি? ওঁর এখন জলে নামব বেনি ভেজাব না অবস্থা ৷ অর্থাৎ BJP-র পায়ে ধরব, কিন্তু লোকে জানবে না ৷"

তৃণমূলের বনগাঁ পৌরসভা দখল নিয়ে প্রশ্ন করা হলে মুকুল রায় বলেন, "ওই পৌরসভাতেই 27 হাজার ভোটে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস ৷ আর পাঁচ মাসে ভোট ৷ বনগাঁ পৌরসভায় মানুষের রায় ইতিমধ্যে প্রতিফলিত হয়ে গেছে ৷ আগামীদিনে পুরো পৌরসভাটাই BJP পরিচালিত হবে ৷"

পুরুলিয়া, 10 অগাস্ট : কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের বিরোধিতা করা নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন BJP নেতা মুকুল রায় ৷ বললেন, মমতা ব্যানার্জি দেশদ্রোহী ৷

5 অগাস্ট জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করা হয়েছে । 370 ধারার 1 নম্বর উপধারার প্রয়োগ করে রাষ্ট্রপতি 1954 সালে জম্মু ও কাশ্মীরে প্রয়োগ হওয়া 370 ধারা প্রত্যাহারের নির্দেশিকায় সই করেন । পরে রাজ্যসভায় জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ জম্মু-কাশ্মীর ও লাদাখকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রস্তাব দেওয়া হয় ৷ সেই বিলও পাশ হয় ৷ কেন্দ্রের এই পদক্ষেপকে বেশিরভাগ রাজনৈতিক দলই স্বাগত জানায় ৷ তবে, কয়েকটি দল এর বিরোধিতাও করে ৷ ব্যতিক্রম যাননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ 370 ধারা প্রত্যাহারের পদ্ধতিগত দিক নিয়ে প্রশ্ন তোলেন মমতা ৷ গতকাল পুরুলিয়ার একটি বেসরকারি হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারই কড়া জবাব দেন মুকুল রায় ৷ তুলে আনেন পুলওয়ামা ঘটনার প্রসঙ্গও ৷

BJP নেতা বলেন, "মমতা ব্যানার্জি দেশদ্রোহী ৷ পুলওয়ামা ঘটনার সময় সরাসরি ভারতীয় সেনার দিকে আঙুল তুলেছিলেন ৷ আর 370 ধারা প্রত্যাহারের পর তিনি যে ভূমিকা নিয়েছেন তাতে তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ উঠেছে ৷ উনি বলছেন পদ্ধতি ভুল হয়েছে ৷ কীসের ভুল? যা হয়েছে সংবিধান মেনে হয়েছে ৷ ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল এটাকে সমর্থন করেছে ৷ আর উনি বলছেন পদ্ধতিগত ভুল হয়েছে ৷ উনি সংবিধান বিশেষজ্ঞ না কি? ওঁর এখন জলে নামব বেনি ভেজাব না অবস্থা ৷ অর্থাৎ BJP-র পায়ে ধরব, কিন্তু লোকে জানবে না ৷"

তৃণমূলের বনগাঁ পৌরসভা দখল নিয়ে প্রশ্ন করা হলে মুকুল রায় বলেন, "ওই পৌরসভাতেই 27 হাজার ভোটে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস ৷ আর পাঁচ মাসে ভোট ৷ বনগাঁ পৌরসভায় মানুষের রায় ইতিমধ্যে প্রতিফলিত হয়ে গেছে ৷ আগামীদিনে পুরো পৌরসভাটাই BJP পরিচালিত হবে ৷"

Intro:পুরুলিয়া : মমতা ব্যানার্জী দেশদ্রোহী l পুরুলিয়ার একটি বেসরকারি হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে এভাবেই তোপ দাগলেন বিজেপি নেতা মুকুল রায় l Body:এদিন মুকুলবাবু বলেন, "মমতা ব্যানার্জী রাষ্ট্রদোহী l কারণ পুলওয়ামা ঘটনার পর তিনি সরাসরি কেন্দ্রীয় বাহিনীর দিকেই আঙ্গুল তুলেছিলেন l আর 370 ধারা বিলুপের পর তিনি যে ভূমিকায় নেমেছেন তাকে রাষ্ট্রদোহী বলা উচিত l উনি বলছেন পদ্ধতি ভুল হয়েছে l কিসের ভুল? যা হয়েছে সংবিধান মেনে হয়েছে l ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল এটাকে সমর্থন করেছে l আর উনি বলছেন পদ্ধতি ভুল হয়েছে l উনি কি সংবিধান বিশেষজ্ঞ নাকি? ওনার এখন জলে নামবো বেনি ভেজাবো না অবস্থা l অর্থাৎ বিজেপির পায়ে ধরবো, লোকে জানবে না l"Conclusion:তৃণমূলের বনগাঁ পুরসভা দখল করাকে নিয়ে মুকুল রায় বলেন, "মানি পাওয়ার, মাসল পাওয়ার, পুলিশ পাওয়ার এবং জুডিসিয়ালকে ইন্ফ্লুইজ করে এই ধরণের কাজ মমতা ব্যানার্জী করে চলেছে l এই পুরসভাতে 27 হাজার ভোটে তৃণমূল পরাজিত l আর পাঁচ মাসে ভোট l বনগাঁ পুরসভায় মানুষের রায় ইতিমধ্যেই প্রতিফলিত হয়ে গিয়েছে l আগামী দিনে পুরো পুরসভাটাই বিজেপি পরিচালিত হবে l"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.