পুরুলিয়া, 16 ফেব্রুয়ারি: ভোটমুখী নয়, প্রকৃত উন্নয়নে বিশ্বাস করে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ পুরুলিয়া থেকে সেই বার্তাই দিতে চাইলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ বোঝাতে চাইলেন যে ভোট না পেলে তাঁর সরকার মানুষের জন্য কাজ করা বন্ধ করে দেয় না ৷
বৃহস্পতিবার পুরুলিয়ায় একটি সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান ছিল ৷ ওই অনুষ্ঠান মঞ্চ থেকে পুরুলিয়ার মানুষ তথা আদিবাসীদের জন্য তাঁর সরকার কী কী করেছে, তার খতিয়ান তুলে ধরেন মমতা ৷ সেই প্রসঙ্গ টেনে নিশানা করেন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে (BJP) ৷ তোলেন 2019 সালের লোকসভা নির্বাচন (LS Polls 2019) ও 2021 সালের বিধানসভা ভোটের (Bengal Assembly Elections 2021) প্রসঙ্গ ৷
তিনি বলেন, ‘‘পুরুলিয়া জেলায় আমরা সাংসদও পাইনি ৷ বিধায়কও পেয়েছি মাত্র দু’জন ৷ কিন্তু আমরা পুরুলিয়া জেলাকে ভালোবাসি ৷ তাই যারা একদিন বলেছিল বিজেপিকে ভোট দিন, তারা সব করে দেবে ৷ একটা কাজও করেনি ৷ আজও পর্যন্ত মানুষকে সাহায্য সবটাই আমরা করে যাচ্ছি ৷ সবটাই আমরা করব ৷ এটা আমাদের দায়বদ্ধতা ৷’’
এখানে উল্লেখ করা প্রয়োজন, পুরুলিয়ায় একটি মাত্র লোকসভা আসন ৷ ওই আসনে 2019 সালে জেতেন বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো ৷ আর জঙ্গলমহলের এই জেলায় 9টি বিধানসভা কেন্দ্র রয়েছে ৷ সেখানে একুশের বিধানসভা ভোটে বিজেপি 6টি আসনে জিতেছে ৷ আর তৃণমূল কংগ্রেস জিতেছে 3টি আসনে ৷
রাজনৈতিক মহলের মতে, সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023) ৷ তার পর 2024 সালে লোকসভা নির্বাচন ৷ ফলে মমতা বন্দ্যোপাধ্য়ায় চান না যে পুরুলিয়ায় গেরুয়া শিবিরই আবার জিতুক ৷ সেই কারণে মানুষের কাছে তাঁর সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে বোঝাতে চাইলেন যে ওই জেলার মানুষ তৃণমূলকে ভোট না দিলেও তাঁদের বঞ্চিত করা হয় না ৷ এদিন উন্নয়নের খতিয়ান তুলে ধরতে গিয়ে মমতা জানিয়েছেন, পুরুলিয়ার 1 লক্ষ 55 হাজার মানুষ এদিন বিভিন্ন প্রকল্পের সুবিধা পেলেন ৷ উদ্বোধন ও শিলান্যাস মিলিয়ে রাজ্যের এই প্রান্তিক জেলার জন্য 375 কোটি টাকা খরচ করল সরকার ৷
একই সঙ্গে বিজেপির বিরুদ্ধেও তোপ দেগেছেন মমতা ৷ ভোটে জিতেও মানুষের জন্য বিজেপি কিছু করে না বলেও তিনি দাবি করেছেন ৷ বরং বিজেপি এলাকায় অশান্তি ছড়ানোর কাজ করছে বলে তিনি অভিযোগ করেন ৷ এদিনের সভামঞ্চ থেকে মমতা দাবি করেন, বিজেপির কিছু ভাড়া করা লোক আছে ৷ গ্রামে গ্রামে গিয়ে উস্কানি দেয় ৷ হিংসা ছড়ায় ৷ আদিবাসীদেরও উস্কানি দেয় ৷ তাই মানুষকে তিনি বলেন, ‘‘তাদের (বিজেপি) জিজ্ঞাসা করুন, তুমি কী দিয়েছ ?’’ একই সঙ্গে মমতার দাবি, তাঁর সরকারই আদিবাসীদের জন্য সব কাজ করেছে ৷
অন্যদিকে আরও একবার ওবিসিদের বৃত্তি বন্ধ করে দেওয়া নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন মমতা ৷ তাঁর দাবি, ওবিসির জন্য তাঁর সরকার 17 শতাংশ সংরক্ষণ করেছিল ৷ তার মধ্যে 97 শতাংশ সংখ্যালঘু ৷ তাদের বৃত্তি বন্ধ করে দিয়েছে কেন্দ্র ৷ কিন্তু পশ্চিমবঙ্গ সরকার মেধাশ্রী চালু করেছে ৷ আবাস যোজনার টাকা না দেওয়া নিয়েও তিনি আবার কেন্দ্রকে নিশানা করেন ৷ ওই প্রকল্প রাজ্য সাধ্যমত বাড়ি করে দিচ্ছে ৷ এর জন্য মানুষকে অপেক্ষা করতে বলেন তিনি ৷
আরও পড়ুন: 'একশো দিনের টাকা দিচ্ছে না, কেন্দ্রীয় সরকার জীবনটাই অনলাইন করতে বলছে', মেদিনীপুরে তোপ মমতার