ETV Bharat / state

"আপনি 405 বছর বাঁচুন", মোদির সুস্বাস্থ্য কামনা মমতার - loksabha election

আজ পুরুলিয়ার শিমুলিয়ার ব্যাটারি ময়দানে প্রার্থী মৃগাঙ্ক মাহাতর সমর্থনে জনসভায় উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও BJP-কে আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি ।

মমতা ব্যানার্জি (ফাইল ফোটো)
author img

By

Published : May 9, 2019, 8:07 PM IST

Updated : May 9, 2019, 9:06 PM IST

পুরুলিয়া, 9 মে : "আরে ওটা গণতন্ত্রের থাপ্পড় । ভাষাটা ভালো করে বুঝুন । আপনাকে থাপ্পড় আমি কেন মারতে যাব ?" আজ পুরুলিয়ার শিমুলিয়ার ব্যাটারি ময়দানে প্রার্থী মৃগাঙ্ক মাহাতর সমর্থনে জনসভায় উপস্থিত হয়ে একথা বলেন মমতা ব্যানার্জি ।

মঙ্গলবার পুরুলিয়ার নির্বাচনী জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "নরেন্দ্র মোদি যখন বাংলায় এসে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তোলাবাজ, তখন শুনলে আমার মনে হয় দিই ঠাসিয়ে এক গণতন্ত্রের থাপ্পড় ।" অনেকেই এই বক্তব্যের সমালোচনায় সরব হন । এতদিন বিষয়টি নিয়ে মুখ খোলেননি নরেন্দ্র মোদি । আজ পুরুলিয়ার সভা থেকেই তিনি বলেন, " আমাকে বলা হয়েছে যে, দিদি মোদিকে থাপ্পড় মারতে চান । দিদি, ও দিদি আমি তো আপনাকে দিদি বলি । আপনাকে সম্মান করি । আপনার থাপ্পড়ও আমার জন্য আশীর্বাদ হয়ে যাবে । সেটাও খেয়ে নেব ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

থাপ্পড় বলতে আদতে কী বোঝাতে চেয়েছেন তা খোলসা করেন মমতা । তিনি বলেন," আমি থাপ্পড় মারার লোক নই । গণতন্ত্রের থাপ্পড় মানে, ভোটে লোকজন দেবে । লোকে যে ভোটটা দেয় ওটাই থাপ্পড় । ভালো করে বুঝুন । আর আমি আপনাকে পাথর মারব কেন ? আমি তো মিষ্টি খাওয়াব । মাটির মিষ্টি খাওয়াব । তার মধ্যে কাজু, কিসমিস দেব না । পাথর দিয়ে দেব । খেলেই দাঁত ভেঙে যাবে । আপনাকে তো 5 কোটি লোক আর SPG ঘিরে বসে আছে । আমি আপনাকে মারতে যাব কেন ? আপনি দীর্ঘদিন বাঁচুন । 405 বছর বাঁচুন । আমি আপনার সুস্বাস্থ্য কামনা করি ।"

লোকসভা নির্বাচনের আসন্ন ফলাফল সম্পর্কে তাঁর বক্তব্য, ঝাড়খণ্ড ও ওড়িশায় BJP জিতবে না । বাংলায় লাড্ডু খাবে । উত্তরপ্রদেশে গাড্ডা হবে । গো হারা হারবে BJP ।

তৃণমূল সুপ্রিমো বলেন, "নাম না করে চ্যালেঞ্জ করে বলছি, তিনটি জিনিস মজবুত হলে গণতন্ত্র মজবুত হয় । এক, সাংবাদিক । সেটা আর মোদির নেই। দুই, সঠিক জুডিসিয়াল বিচার । যেটা মোদির জমানায় পাওয়া যায় না । তিন, সংবিধান । গুজরাত, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র কোথাও কেন্দ্রীয় বাহিনী পাঠায়নি । শুধু বাংলায় 100 শতাংশ কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছে । বাংলাকে এত অসম্মান কেন ? আপনি বাংলার পুলিশকে বিশ্বাস করেন না ? কেন্দ্রীয় বাহিনীর পাশেই রাজ্য পুলিশকে চেয়ার ছুঁড়ে মারল । এটা আপনার মিটিং-এ শোভা পায়? একটা মিটিং সুষ্ঠুভাবে করতে পারেন না, দেশ কী করে চালাবেন? " তিনি আরও বলেন, "BJP ইচ্ছা করে নিজেদের রাজ্যে কেন্দ্রীয় বাহিনী না পাঠিয়ে ভোট লুট করছে । নিজেদের রাজ্যগুলো লুটে নিয়ে আমাদের রাজ্যে ডিসটার্ব করবে বলে প্রচণ্ড গরমেও ভোটের ডেট দিয়েছে । যাতে নরেন্দ্র মোদি আরাম করে ঘুরে বেড়াতে পারেন । আর দিনে এক-আধটা মিটিং করে ওঁর সময়টা কাটাতে পারেন । জানে তো হারবে । BJP আর আসবে না । যদি বাংলায় দু'একটা আসন পায় । সেই আশা করছে ।"

পুরুলিয়া, 9 মে : "আরে ওটা গণতন্ত্রের থাপ্পড় । ভাষাটা ভালো করে বুঝুন । আপনাকে থাপ্পড় আমি কেন মারতে যাব ?" আজ পুরুলিয়ার শিমুলিয়ার ব্যাটারি ময়দানে প্রার্থী মৃগাঙ্ক মাহাতর সমর্থনে জনসভায় উপস্থিত হয়ে একথা বলেন মমতা ব্যানার্জি ।

মঙ্গলবার পুরুলিয়ার নির্বাচনী জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "নরেন্দ্র মোদি যখন বাংলায় এসে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তোলাবাজ, তখন শুনলে আমার মনে হয় দিই ঠাসিয়ে এক গণতন্ত্রের থাপ্পড় ।" অনেকেই এই বক্তব্যের সমালোচনায় সরব হন । এতদিন বিষয়টি নিয়ে মুখ খোলেননি নরেন্দ্র মোদি । আজ পুরুলিয়ার সভা থেকেই তিনি বলেন, " আমাকে বলা হয়েছে যে, দিদি মোদিকে থাপ্পড় মারতে চান । দিদি, ও দিদি আমি তো আপনাকে দিদি বলি । আপনাকে সম্মান করি । আপনার থাপ্পড়ও আমার জন্য আশীর্বাদ হয়ে যাবে । সেটাও খেয়ে নেব ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

থাপ্পড় বলতে আদতে কী বোঝাতে চেয়েছেন তা খোলসা করেন মমতা । তিনি বলেন," আমি থাপ্পড় মারার লোক নই । গণতন্ত্রের থাপ্পড় মানে, ভোটে লোকজন দেবে । লোকে যে ভোটটা দেয় ওটাই থাপ্পড় । ভালো করে বুঝুন । আর আমি আপনাকে পাথর মারব কেন ? আমি তো মিষ্টি খাওয়াব । মাটির মিষ্টি খাওয়াব । তার মধ্যে কাজু, কিসমিস দেব না । পাথর দিয়ে দেব । খেলেই দাঁত ভেঙে যাবে । আপনাকে তো 5 কোটি লোক আর SPG ঘিরে বসে আছে । আমি আপনাকে মারতে যাব কেন ? আপনি দীর্ঘদিন বাঁচুন । 405 বছর বাঁচুন । আমি আপনার সুস্বাস্থ্য কামনা করি ।"

লোকসভা নির্বাচনের আসন্ন ফলাফল সম্পর্কে তাঁর বক্তব্য, ঝাড়খণ্ড ও ওড়িশায় BJP জিতবে না । বাংলায় লাড্ডু খাবে । উত্তরপ্রদেশে গাড্ডা হবে । গো হারা হারবে BJP ।

তৃণমূল সুপ্রিমো বলেন, "নাম না করে চ্যালেঞ্জ করে বলছি, তিনটি জিনিস মজবুত হলে গণতন্ত্র মজবুত হয় । এক, সাংবাদিক । সেটা আর মোদির নেই। দুই, সঠিক জুডিসিয়াল বিচার । যেটা মোদির জমানায় পাওয়া যায় না । তিন, সংবিধান । গুজরাত, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র কোথাও কেন্দ্রীয় বাহিনী পাঠায়নি । শুধু বাংলায় 100 শতাংশ কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছে । বাংলাকে এত অসম্মান কেন ? আপনি বাংলার পুলিশকে বিশ্বাস করেন না ? কেন্দ্রীয় বাহিনীর পাশেই রাজ্য পুলিশকে চেয়ার ছুঁড়ে মারল । এটা আপনার মিটিং-এ শোভা পায়? একটা মিটিং সুষ্ঠুভাবে করতে পারেন না, দেশ কী করে চালাবেন? " তিনি আরও বলেন, "BJP ইচ্ছা করে নিজেদের রাজ্যে কেন্দ্রীয় বাহিনী না পাঠিয়ে ভোট লুট করছে । নিজেদের রাজ্যগুলো লুটে নিয়ে আমাদের রাজ্যে ডিসটার্ব করবে বলে প্রচণ্ড গরমেও ভোটের ডেট দিয়েছে । যাতে নরেন্দ্র মোদি আরাম করে ঘুরে বেড়াতে পারেন । আর দিনে এক-আধটা মিটিং করে ওঁর সময়টা কাটাতে পারেন । জানে তো হারবে । BJP আর আসবে না । যদি বাংলায় দু'একটা আসন পায় । সেই আশা করছে ।"

Intro:পুরুলিয়া : "বিজেপির শাসিত রাজ্য ঝাড়খণ্ডে-ওড়িষ্যাই বিজেপি জিতবে না l আর বাংলায় তো লাড্ডু খাবে l উত্তরপ্রদেশে গাড্ডা হবে l গোহারা হারবে বিজেপি l হারের ভয়ে নরেন্দ্র মোদী বেচারা দিশাহারা হয়ে কখন কি বলছে, কখন কি করছে, মুখ দিয়ে কি বেরোচ্ছে বুঝতেই পারছে না l" বৃহস্পতিবার পুরুলিয়া মফস্বল থানার শিমুলিয়ার ব্যাটারি ময়দানে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী মৃগাঙ্ক মাহাতোর সমর্থনে জনসভায় উপস্থিত হয়ে আগাগোড়া এভাবেই নরেন্দ্র মোদি ও বিজেপিকে কটাক্ষ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী l Body:এদিন সভায় উপস্থিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের 158 তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ফুলের মালা পরিয়ে শ্রদ্ধা জানান মমতা ব্যানার্জী l বক্তব্যের শুরুতেই রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরে l তারপরই নির্বাচনের সময় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার প্রসঙ্গ টেনে নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে বলেন, "বিজেপি ইচ্ছা করে নিজেদের রাজ্যে কেন্দ্রীয় বাহিনী না পাঠিয়ে ভোট লুঠ করেছে l নিজেদের রাজ্য গুলো লুটে নিয়ে আমাদের রাজ্যে ডিসটার্ব করবে বলে আমাদের রাজ্যে এই প্রচন্ড গরমে ভোটের ডেট দিয়েছে l যাতে নরেন্দ্র মোদী আরাম করে ঘুরে বেড়াতে পারেন l আর দিনে এক-আধটা মিটিং করে ওনার সময়টা কাটাতে পারেন l জানে তো হার l বিজেপি আর আসবে না l যদি বাংলায় দুএকটা সিট্ পায় সেই আসা করছে l" সাঁতুড়ির জনসভায় মোদীকে থাপ্পড় মারার প্রসঙ্গ টেনে তিনি বলেন, "এমন প্রধানমন্ত্রী, লজ্জ্যা, ঘৃন্যা বলে কিছুই নেই l শুধু বড়ো বড়ো কথা বলছে l আরে আপনাকে থাপ্পড় আমি মারতে যাব কেন? ওটা গণতন্ত্রের থাপ্পড় l ভাষাটা আগে ভালোকরে বুঝুন l আমি থাপ্পড় মারার লোক নই l আর আমি আপনাকে পাথর মারার কথাও বলিনি l আমি বলেছিলাম আমি আপনাকে মাটির মিষ্টি খাওয়াবো l তবে তার মধ্যে কাজু, কিচমিচ দেবো না, তার মধ্যে পাথর দেবো l খেলেই দাঁত ভেঙে যাবে l আপনাকে তো 5 কোটি লোক আর এসপিজি ঘিরে বসে আছে l আমি আপনাকে মারতে যাবো কেন? আপনি দীর্ঘদিন বাঁচুন l আপনি 405 বছর বাঁচুন l আমি আপনার দীর্ঘয়ু কামনা করি l"Conclusion:বিজেপির দিকে আঙ্গুল তুলে বলেন, "কোন মাফিয়ারা তৃণমূল কংগ্রেস করে l মন্ত্রী কেন্দ্রীয় সরকারের, বন পাহারা দেয় CISF l আপনার দপ্তর, তোমার পুলিশ পাহারা দেয়, তোমার ক্যাডাররা করে খায়, আর তুমি বলে যাচ্ছ তৃণমূল কংগ্রেস করে খায় ! বাহ্ বাহ l ভুতের মুখে রাম নাম l" ঝাড়খণ্ডে, ওড়িষ্যায় বিজেপি জিতবে না l বাংলায় লাড্ডু খাবে l উত্তরপ্রদেশে গাড্ডা হবে l গোহারা হারবে বিজেপি l নরেন্দ্র মোদী বেচারা দিশাহারা হয়ে কখন কি বলছে, কখন কি করছে, মুখ দিয়ে কি বেরোচ্ছে বুঝতেই পারছে না l আজকে আমার দুই জেলায় মিটিংয়ের সিদ্ধান্ত আগেই হয়েছিল l উনি আমার আগে মিটিং করবে বলে অফিসারদের ধমকিয়ে চমকিয়ে মিটিং করছে l পুরুলিয়ার মিটিংএ চেয়ার ছোড়াছুড়ি, বোতল ছোড়াছুড়ি, পুলিশকে ধরে ধরে মেরেছে l"

এছাড়াও বক্তব্যের শেষ দিকেও মোদীকে কটাক্ষ করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন বিষয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, "নাম না করে চ্যালেঞ্জ করে বলছি, তিনটি জিনিস মজবুত হলে গণতন্ত্র মজবুত হয় l এক হচ্ছে সাংবাদিক l সেটা আর মোদীর নেই l দুই হচ্ছে সঠিক জুডিশিয়ান বিচার l যেটা মোদীর জমানায় পাওয়া যায় না l তৃতীয় হচ্ছে সংবিধান l গুজরাত, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র কোথাও কেন্দ্র্রীয় বাহিনী পাঠায়নি l শুধু বাংলায় 100 শতাংশ কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছে l বাংলাকে এতো অসম্মান কেন? আপনি বাংলার পুলিশকে বিশ্বাস করেন না? কেন্দ্রীয় বাহিনীর পাশেই রাজ্য পুলিশকে চেয়ার ছুঁড়ে মারলো l এটা আপনার মিটিংএ শোভা পায়? একটা মিটিং করতে পারেন না, দেশ কি করে চালাবেন? মোদিবাবু কালচার ঠিক করে শিখুন l

এদিনের সভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি তথা মন্ত্রী শান্তিরাম মাহাতো, মন্ত্রী মলয় ঘটক, পুরুলিয়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী মৃগাঙ্ক মাহাতো, জেলা পরিষদ সভাধিপতি সুজয় ব্যানার্জী সহ অন্যান্যরা l
Last Updated : May 9, 2019, 9:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.