পুরুলিয়া, 9 মে : "আরে ওটা গণতন্ত্রের থাপ্পড় । ভাষাটা ভালো করে বুঝুন । আপনাকে থাপ্পড় আমি কেন মারতে যাব ?" আজ পুরুলিয়ার শিমুলিয়ার ব্যাটারি ময়দানে প্রার্থী মৃগাঙ্ক মাহাতর সমর্থনে জনসভায় উপস্থিত হয়ে একথা বলেন মমতা ব্যানার্জি ।
মঙ্গলবার পুরুলিয়ার নির্বাচনী জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "নরেন্দ্র মোদি যখন বাংলায় এসে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তোলাবাজ, তখন শুনলে আমার মনে হয় দিই ঠাসিয়ে এক গণতন্ত্রের থাপ্পড় ।" অনেকেই এই বক্তব্যের সমালোচনায় সরব হন । এতদিন বিষয়টি নিয়ে মুখ খোলেননি নরেন্দ্র মোদি । আজ পুরুলিয়ার সভা থেকেই তিনি বলেন, " আমাকে বলা হয়েছে যে, দিদি মোদিকে থাপ্পড় মারতে চান । দিদি, ও দিদি আমি তো আপনাকে দিদি বলি । আপনাকে সম্মান করি । আপনার থাপ্পড়ও আমার জন্য আশীর্বাদ হয়ে যাবে । সেটাও খেয়ে নেব ।"
থাপ্পড় বলতে আদতে কী বোঝাতে চেয়েছেন তা খোলসা করেন মমতা । তিনি বলেন," আমি থাপ্পড় মারার লোক নই । গণতন্ত্রের থাপ্পড় মানে, ভোটে লোকজন দেবে । লোকে যে ভোটটা দেয় ওটাই থাপ্পড় । ভালো করে বুঝুন । আর আমি আপনাকে পাথর মারব কেন ? আমি তো মিষ্টি খাওয়াব । মাটির মিষ্টি খাওয়াব । তার মধ্যে কাজু, কিসমিস দেব না । পাথর দিয়ে দেব । খেলেই দাঁত ভেঙে যাবে । আপনাকে তো 5 কোটি লোক আর SPG ঘিরে বসে আছে । আমি আপনাকে মারতে যাব কেন ? আপনি দীর্ঘদিন বাঁচুন । 405 বছর বাঁচুন । আমি আপনার সুস্বাস্থ্য কামনা করি ।"
লোকসভা নির্বাচনের আসন্ন ফলাফল সম্পর্কে তাঁর বক্তব্য, ঝাড়খণ্ড ও ওড়িশায় BJP জিতবে না । বাংলায় লাড্ডু খাবে । উত্তরপ্রদেশে গাড্ডা হবে । গো হারা হারবে BJP ।
তৃণমূল সুপ্রিমো বলেন, "নাম না করে চ্যালেঞ্জ করে বলছি, তিনটি জিনিস মজবুত হলে গণতন্ত্র মজবুত হয় । এক, সাংবাদিক । সেটা আর মোদির নেই। দুই, সঠিক জুডিসিয়াল বিচার । যেটা মোদির জমানায় পাওয়া যায় না । তিন, সংবিধান । গুজরাত, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র কোথাও কেন্দ্রীয় বাহিনী পাঠায়নি । শুধু বাংলায় 100 শতাংশ কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছে । বাংলাকে এত অসম্মান কেন ? আপনি বাংলার পুলিশকে বিশ্বাস করেন না ? কেন্দ্রীয় বাহিনীর পাশেই রাজ্য পুলিশকে চেয়ার ছুঁড়ে মারল । এটা আপনার মিটিং-এ শোভা পায়? একটা মিটিং সুষ্ঠুভাবে করতে পারেন না, দেশ কী করে চালাবেন? " তিনি আরও বলেন, "BJP ইচ্ছা করে নিজেদের রাজ্যে কেন্দ্রীয় বাহিনী না পাঠিয়ে ভোট লুট করছে । নিজেদের রাজ্যগুলো লুটে নিয়ে আমাদের রাজ্যে ডিসটার্ব করবে বলে প্রচণ্ড গরমেও ভোটের ডেট দিয়েছে । যাতে নরেন্দ্র মোদি আরাম করে ঘুরে বেড়াতে পারেন । আর দিনে এক-আধটা মিটিং করে ওঁর সময়টা কাটাতে পারেন । জানে তো হারবে । BJP আর আসবে না । যদি বাংলায় দু'একটা আসন পায় । সেই আশা করছে ।"