ETV Bharat / state

Love Triangle : প্রেমিকাকে ফিরে পেতে চেয়েছিলেন, পুরুলিয়ায় যুবক খুনে গ্রেফতার দুই - পুরুলিয়ায় ক্রিকোণ প্রেমের জেরে খুন

গ্রামের বাসিন্দা দয়াল রাজোয়ারের (35) সঙ্গে ভালবাসার সম্পর্ক ছিল কলাবতী রাজোয়ারের ৷ পরে কোনও এক কারণে দয়ালকে ছেড়ে চলে যায় কলাবতী ৷ মুক্তিপদ কুমার নামে এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে সে ৷

Love Triangle
Love Triangle
author img

By

Published : Aug 29, 2021, 5:47 PM IST

Updated : Aug 29, 2021, 6:25 PM IST

পুরুলিয়া, 29 অগস্ট : ছেড়ে চলে গিয়েছিল প্রেমিকা কলাবতী ৷ অন্য এক পুরুষের সঙ্গে সম্পর্কেও জড়িয়ে পড়েছিল ৷ কিন্তু প্রেমিকাকে অন্য কারও সঙ্গে দেখাটা মন থেকে মেনে নিতে পারেননি পেশায় রাজমিস্ত্রি দয়াল রাজোয়ার ৷ পুরানো প্রেম কলাবতীকে ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন ৷ সেটাই কাল হল ৷ অভিযোগ, পুরানো প্রেমিকা ও তার বর্তমান প্রেমিক মিলে খুন করেছে দয়ালকে ৷ ত্রিকোণ প্রেমের ফাঁদে পড়ে জীবনটাই দিতে হল দয়ালকে ৷

ঘটনাস্থল পুরুলিয়ার বলরামপুর থানার তিলাই গ্রামের ৷ গ্রামের বাসিন্দা দয়াল রাজোয়ারের (35) সঙ্গে ভালবাসার সম্পর্ক ছিল কলাবতী রাজোয়ারের ৷ পরে কোনও এক কারণে দয়ালকে ছেড়ে চলে যায় কলাবতী ৷ মুক্তিপদ কুমার নামে এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে সে ৷ মুক্তিপদ পেশায় হোমগার্ড ৷ স্টেট আইবিতে কর্মরত ৷ জানা গিয়েছে, কলাবতীর নতুন সম্পর্কের কথা জানতে পেরে তার সঙ্গে যোগাযোগ করে দয়াল রাজোয়ার ৷ প্রেমিকাকে ফিরে আসার অনুরোধ করেন ৷ কিন্তু কলাবতী তাতে রাজি ছিল না ৷ পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার পথের কাঁটা সরাতে ফোন করে দয়াল রাজোয়ারকে একটি নির্জন জায়গায় ডেকে পাঠায় কলাবতী ৷ এরপর খুনের উদ্দেশে দু‘জনে মিলে ধারালো অস্ত্র দিয়ে দয়াল রাজোয়ারকে ক্ষতবিক্ষত করে পালিয়ে যায় ৷

আরও পড়ুন : Deganga : রাস্তায় অবরুদ্ধ করে হাট, পুলিশের ধরপাকড়, লাঠিচার্জে উত্তপ্ত দেগঙ্গা

গুরুতর আহত ওই রাজমিস্ত্রিকে বাঁশগড় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় ৷ পরে তার মৃত্যু হয় ৷ তদন্তে নেমে ত্রিকোণ প্রেমের সম্পর্কে জানতে পারে পুলিশ ৷ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কলাবতী ও তার প্রেমিক মুক্তিপদকে গ্রেফতার করা হয়েছে ৷ আপাতত তিনদিনের পুলিশ হেফাজতে রয়েছে তারা ৷

পুরুলিয়া, 29 অগস্ট : ছেড়ে চলে গিয়েছিল প্রেমিকা কলাবতী ৷ অন্য এক পুরুষের সঙ্গে সম্পর্কেও জড়িয়ে পড়েছিল ৷ কিন্তু প্রেমিকাকে অন্য কারও সঙ্গে দেখাটা মন থেকে মেনে নিতে পারেননি পেশায় রাজমিস্ত্রি দয়াল রাজোয়ার ৷ পুরানো প্রেম কলাবতীকে ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন ৷ সেটাই কাল হল ৷ অভিযোগ, পুরানো প্রেমিকা ও তার বর্তমান প্রেমিক মিলে খুন করেছে দয়ালকে ৷ ত্রিকোণ প্রেমের ফাঁদে পড়ে জীবনটাই দিতে হল দয়ালকে ৷

ঘটনাস্থল পুরুলিয়ার বলরামপুর থানার তিলাই গ্রামের ৷ গ্রামের বাসিন্দা দয়াল রাজোয়ারের (35) সঙ্গে ভালবাসার সম্পর্ক ছিল কলাবতী রাজোয়ারের ৷ পরে কোনও এক কারণে দয়ালকে ছেড়ে চলে যায় কলাবতী ৷ মুক্তিপদ কুমার নামে এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে সে ৷ মুক্তিপদ পেশায় হোমগার্ড ৷ স্টেট আইবিতে কর্মরত ৷ জানা গিয়েছে, কলাবতীর নতুন সম্পর্কের কথা জানতে পেরে তার সঙ্গে যোগাযোগ করে দয়াল রাজোয়ার ৷ প্রেমিকাকে ফিরে আসার অনুরোধ করেন ৷ কিন্তু কলাবতী তাতে রাজি ছিল না ৷ পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার পথের কাঁটা সরাতে ফোন করে দয়াল রাজোয়ারকে একটি নির্জন জায়গায় ডেকে পাঠায় কলাবতী ৷ এরপর খুনের উদ্দেশে দু‘জনে মিলে ধারালো অস্ত্র দিয়ে দয়াল রাজোয়ারকে ক্ষতবিক্ষত করে পালিয়ে যায় ৷

আরও পড়ুন : Deganga : রাস্তায় অবরুদ্ধ করে হাট, পুলিশের ধরপাকড়, লাঠিচার্জে উত্তপ্ত দেগঙ্গা

গুরুতর আহত ওই রাজমিস্ত্রিকে বাঁশগড় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় ৷ পরে তার মৃত্যু হয় ৷ তদন্তে নেমে ত্রিকোণ প্রেমের সম্পর্কে জানতে পারে পুলিশ ৷ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কলাবতী ও তার প্রেমিক মুক্তিপদকে গ্রেফতার করা হয়েছে ৷ আপাতত তিনদিনের পুলিশ হেফাজতে রয়েছে তারা ৷

Last Updated : Aug 29, 2021, 6:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.