ETV Bharat / state

Rain in Purulia : পুরুলিয়ায় কুমারী নদীর জলস্তর বাড়ায় বিচ্ছিন্ন জাতীয় সড়ক - বৃষ্টি

পুরুলিয়ায় কুমারী নদীর জলস্তর বাড়ায় বিচ্ছিন্ন 32 নম্বর জাতীয় সড়ক ৷ বিপাকে এলাকার বাসিন্দারা ৷ বসত এলাকায় নদীর জল ঢোকায় বাড়ছে আতঙ্ক ৷ দ্রুত সড়ক মেরামতি এবং নদীর উপর নতুন সেতু তৈরির কাজ শেষ করার দাবি আমজনতার ৷

Kumari river of Purulia overflowing due to heavy rain, disconnecting NH 32
Rain in Purulia : পুরুলিয়ায় কুমারী নদীর জলস্তর বাড়ায় বিচ্ছিন্ন জাতীয় সড়ক
author img

By

Published : Jul 31, 2021, 4:53 PM IST

Updated : Jul 31, 2021, 5:23 PM IST

পুরুলিয়া, 31 জুলাই : লাগাতার বৃষ্টিতে ফুঁসছে পুরুলিয়ার কুমারী নদী ৷ জলস্তর বাড়ায় ধসে গিয়েছে রাস্তা ৷ ক্ষতিগ্রস্ত হয়েছে 32 নম্বর জাতীয় সড়ক ৷ ফলে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে রোজের সড়ক যোগাযোগ ৷ যাতায়াত করতে হচ্ছে ঘুরপথে ৷ তার থেকেও বড় সমস্য়া হল, যে কোনও সময় ঘটে যেতে পারে বড় কোনও দুর্ঘটনা ৷ এই পরিস্থিতিতে অবিলম্বে সড়ক সারাইয়ের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা ৷

আরও পড়ুন : belur water logging : টানা বৃষ্টিতে বেলুড়ের রাস্তায় চলল নৌকা

পুরুলিয়ার বলরামপুর ও আড়ষা থানা এলাকার মাঝ বরাবর বয়ে গিয়েছে কুমারী নদী ৷ নিম্নচাপের বর্ষণে নদীর জল দু-কূল ছাপিয়ে ঢুকে পড়েছে চাষের জমিতে ৷ ফলে ক্ষতি হচ্ছে ফসলের ৷ বাসিন্দাদের অভিযোগ, প্রায় দু’বছর ধরে এখানে জাতীয় সড়ক মেরামতির কাজ চলছে ৷ তৈরি হচ্ছে নতুন একটি সেতুও ৷ ফলে যানজটের সমস্যা নিত্যদিন পোহাতে হয় তাঁদের ৷ নদী ফুলে-ফেঁপে ওঠায় সেই পরিস্থিতি আরও জটিল হয়েছে ৷ রাস্তার দু’ধারে ক্রমশ লম্বা হচ্ছে যানবাহনের সারি ৷

আরও পড়ুন : নাগাড়ে বৃষ্টিতে জলমগ্ন আসানসোল

স্থানীয় বাসিন্দা জয়দেব মাহাত, নিমাই মাহাতরা বলছেন, নদীর যা অবস্থা, তাতে যেকোনও সময় গবাদি পশু ভেসে যেতে পারে ৷ একটু অসাবধান হলে মানুষেরও একই দশা হবে ৷ অঘটন ঠেকাতে তাই আগেভাগেই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ কিন্তু সমস্যা মেটেনি ৷ বিশেষ করে এলাকার কেউ অসুস্থ হয়ে পড়লে তাঁকে চিকিৎসকের কাছে বা হাসপাতালে নিয়ে যাওয়াটা কার্যত অসম্ভব হয়ে উঠেছে ৷ আতঙ্কিত এলাকালাবাসী দ্রুত রাস্তা মেরামতির পাশাপাশি নদীর উপর নতুন সেতু তৈরির কাজ অবিলম্বে শেষ করার দাবি জানিয়েছেন ৷ কিন্তু লাগাতার বৃষ্টিতে ব্যাহত হচ্ছে সেই কাজও ৷

পুরুলিয়া, 31 জুলাই : লাগাতার বৃষ্টিতে ফুঁসছে পুরুলিয়ার কুমারী নদী ৷ জলস্তর বাড়ায় ধসে গিয়েছে রাস্তা ৷ ক্ষতিগ্রস্ত হয়েছে 32 নম্বর জাতীয় সড়ক ৷ ফলে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে রোজের সড়ক যোগাযোগ ৷ যাতায়াত করতে হচ্ছে ঘুরপথে ৷ তার থেকেও বড় সমস্য়া হল, যে কোনও সময় ঘটে যেতে পারে বড় কোনও দুর্ঘটনা ৷ এই পরিস্থিতিতে অবিলম্বে সড়ক সারাইয়ের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা ৷

আরও পড়ুন : belur water logging : টানা বৃষ্টিতে বেলুড়ের রাস্তায় চলল নৌকা

পুরুলিয়ার বলরামপুর ও আড়ষা থানা এলাকার মাঝ বরাবর বয়ে গিয়েছে কুমারী নদী ৷ নিম্নচাপের বর্ষণে নদীর জল দু-কূল ছাপিয়ে ঢুকে পড়েছে চাষের জমিতে ৷ ফলে ক্ষতি হচ্ছে ফসলের ৷ বাসিন্দাদের অভিযোগ, প্রায় দু’বছর ধরে এখানে জাতীয় সড়ক মেরামতির কাজ চলছে ৷ তৈরি হচ্ছে নতুন একটি সেতুও ৷ ফলে যানজটের সমস্যা নিত্যদিন পোহাতে হয় তাঁদের ৷ নদী ফুলে-ফেঁপে ওঠায় সেই পরিস্থিতি আরও জটিল হয়েছে ৷ রাস্তার দু’ধারে ক্রমশ লম্বা হচ্ছে যানবাহনের সারি ৷

আরও পড়ুন : নাগাড়ে বৃষ্টিতে জলমগ্ন আসানসোল

স্থানীয় বাসিন্দা জয়দেব মাহাত, নিমাই মাহাতরা বলছেন, নদীর যা অবস্থা, তাতে যেকোনও সময় গবাদি পশু ভেসে যেতে পারে ৷ একটু অসাবধান হলে মানুষেরও একই দশা হবে ৷ অঘটন ঠেকাতে তাই আগেভাগেই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ কিন্তু সমস্যা মেটেনি ৷ বিশেষ করে এলাকার কেউ অসুস্থ হয়ে পড়লে তাঁকে চিকিৎসকের কাছে বা হাসপাতালে নিয়ে যাওয়াটা কার্যত অসম্ভব হয়ে উঠেছে ৷ আতঙ্কিত এলাকালাবাসী দ্রুত রাস্তা মেরামতির পাশাপাশি নদীর উপর নতুন সেতু তৈরির কাজ অবিলম্বে শেষ করার দাবি জানিয়েছেন ৷ কিন্তু লাগাতার বৃষ্টিতে ব্যাহত হচ্ছে সেই কাজও ৷

Last Updated : Jul 31, 2021, 5:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.