ETV Bharat / state

কোরোনা সচেতনতার প্রচারে এবার কন্যাশ্রীর পড়ুয়ারা - পুরুলিয়ার খবর

মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার বার্তা দেবে কন্যাশ্রী পড়ুয়ারা ৷ জানালেন পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার l

COVID 19
কোরোনার খবর
author img

By

Published : Aug 14, 2020, 9:58 PM IST

পুরুলিয়া, 14 অগাস্ট : কোরোনা নিয়ে সচেতনতামূলক প্রচারে এবার সামনের সারিতে থাকবেন কন্যাশ্রী প্রকল্পের পড়ুয়ারা l আজ জেলার প্রতিটি ব্লকে কন্যাশ্রী দিবস উদযাপনের মধ্য দিয়ে কোরোনা সংক্ৰমণ এড়াতে সচেতনতার পাঠ পড়ানো হয় কন্যাশ্রী প্রকল্পের মেয়েদের l পুরুলিয়ার ঝালদা 1 নম্বর ব্লকেও কোরোনা বিষয়ে নানা তথ্য তুলে ধরেন জেলাশাসক রাহুল মজুমদার l সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক(জেলাপরিষদ) আকাঙ্খা ভাস্কর সহ জেলা প্রশাসনের অন্য আধিকারিকরা l

একইসঙ্গে কন্যাশ্রী দিবস উদযাপন শেষে উপস্থিত কিশোরীদের কোরোনা পরীক্ষা করা হয় l আগামীদিনে এই কিশোরীরাই সাধারণ মানুষকে কোরোনার বিষয়ে সচেতনতার বার্তা দেওয়ার পাশাপাশি মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার বার্তা দেবে বলে জানান জেলাশাসক রাহুল মজুমদার l

কোরোনা সচেতনতা বাড়াতে এবার প্রচারে আনা হবে কন্যাশ্রীর পড়ুয়াদের

জেলাশাসক জানান, "জেলার বিভিন্ন প্রান্তে কন্যাশ্রী প্রকল্পের কিশোরীদের ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কোরোনার বিষয়ে নানান সচেতনতার পাঠ পড়ানো হয় l কারণ আগামী দিনে কন্যাশ্রী মেয়েরাই সচেতন করবে সাধারণ মানুষকে l এরা যদি সজাগ থাকে তাহলে পরবর্তী প্রজন্মও সচেতন হবে l তা ছাড়া আগামীদিনে যদি স্কুল খোলে তাহলে কন্যাশ্রী প্রকল্পের কিশোরীরাই বড়দির ভূমিকা নেবে l তাই আজ জেলার প্রতিটি ব্লকে এই কন্যাশ্রী দিবস উদযাপনের মধ্য দিয়ে কোরোনা সচেতনতার পাঠ পড়ানো হয় l"

এদিকে কন্যাশ্রী লাভলি মুখোপাধ্যায় বলেন, "আজ পুরুলিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে কন্যাশ্রী দিবস উদযাপন হয় l সেই সঙ্গে কোরোনা বিষয়ে নানা তথ্য তুলে ধরে জেলা প্রশাসন l আমাদের সকলের কোরোনা পরীক্ষাও করানো হয় l জেলা প্রশাসনের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই l"

পুরুলিয়া, 14 অগাস্ট : কোরোনা নিয়ে সচেতনতামূলক প্রচারে এবার সামনের সারিতে থাকবেন কন্যাশ্রী প্রকল্পের পড়ুয়ারা l আজ জেলার প্রতিটি ব্লকে কন্যাশ্রী দিবস উদযাপনের মধ্য দিয়ে কোরোনা সংক্ৰমণ এড়াতে সচেতনতার পাঠ পড়ানো হয় কন্যাশ্রী প্রকল্পের মেয়েদের l পুরুলিয়ার ঝালদা 1 নম্বর ব্লকেও কোরোনা বিষয়ে নানা তথ্য তুলে ধরেন জেলাশাসক রাহুল মজুমদার l সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক(জেলাপরিষদ) আকাঙ্খা ভাস্কর সহ জেলা প্রশাসনের অন্য আধিকারিকরা l

একইসঙ্গে কন্যাশ্রী দিবস উদযাপন শেষে উপস্থিত কিশোরীদের কোরোনা পরীক্ষা করা হয় l আগামীদিনে এই কিশোরীরাই সাধারণ মানুষকে কোরোনার বিষয়ে সচেতনতার বার্তা দেওয়ার পাশাপাশি মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার বার্তা দেবে বলে জানান জেলাশাসক রাহুল মজুমদার l

কোরোনা সচেতনতা বাড়াতে এবার প্রচারে আনা হবে কন্যাশ্রীর পড়ুয়াদের

জেলাশাসক জানান, "জেলার বিভিন্ন প্রান্তে কন্যাশ্রী প্রকল্পের কিশোরীদের ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কোরোনার বিষয়ে নানান সচেতনতার পাঠ পড়ানো হয় l কারণ আগামী দিনে কন্যাশ্রী মেয়েরাই সচেতন করবে সাধারণ মানুষকে l এরা যদি সজাগ থাকে তাহলে পরবর্তী প্রজন্মও সচেতন হবে l তা ছাড়া আগামীদিনে যদি স্কুল খোলে তাহলে কন্যাশ্রী প্রকল্পের কিশোরীরাই বড়দির ভূমিকা নেবে l তাই আজ জেলার প্রতিটি ব্লকে এই কন্যাশ্রী দিবস উদযাপনের মধ্য দিয়ে কোরোনা সচেতনতার পাঠ পড়ানো হয় l"

এদিকে কন্যাশ্রী লাভলি মুখোপাধ্যায় বলেন, "আজ পুরুলিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে কন্যাশ্রী দিবস উদযাপন হয় l সেই সঙ্গে কোরোনা বিষয়ে নানা তথ্য তুলে ধরে জেলা প্রশাসন l আমাদের সকলের কোরোনা পরীক্ষাও করানো হয় l জেলা প্রশাসনের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই l"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.