পুরুলিয়া, 2 এপ্রিল : বর্তমানে যখন কেন্দ্র ও রাজ্য সরকার ফ্রি রেশন দেওয়ার প্রতিযোগিতায় নেমেছে, তখনও অনাহারে দিন কাটাচ্ছেন একসময় আসর কাঁপানো নাচনী শিল্পী কালো সোনা কালিন্দী (Kalo Sona Kalindi)। পুরুলিয়া 1 নম্বর ব্লকের সোনাইজুড়ি গ্রাম পঞ্চায়েতের মাগুরিয়া গ্রামে বাড়ি কালো সোনাদেবীর। বয়স প্রায় আশি ৷ পরিবারে কেউ নেই ৷ দৃষ্টি শক্তিও হারিয়েছেন।
নাচের আসরে একসময় মানুষকে প্রচুর মনোরঞ্জন দান করতেন এই শিল্পী। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় পাননি কোনও আর্থিক সহায়তা। তিনি জানান, প্রতিবেশীদের দয়ায় তাঁর দু‘ মুঠো খাবার জোটে। প্রতিবেশী রিতা কালিন্দীর দয়ার দানে বেঁচে আছেন কালো সোনাদেবী। এক চিলতে ঘরের মেঝে বালি দিয়ে ভর্তি। পরনের কাপড় ময়লা। দেখে মনে হতে পারে ভিক্ষুক।
আরও পড়ুন : সাপ ধরা ও খেলায় নিষেধাজ্ঞা, অনাহারে দিন কাটছে সাপুড়েদের
এই বিষয়ে প্রতিক্রিয়া নিতে পুরুলিয়া 1 নং ব্লকের বিডিও অনিরুদ্ধ ঘোষের কাছে গেলে তিনি ঘটনার কথা শুনে সঙ্গে সঙ্গে তাঁর বাড়ি গিয়ে তাঁকে একটি কাপড় ও কিছু চাল দিয়ে সাহায্য করে আসেন ৷ এবং পরবর্তীতে তাঁকে কিভাবে সাহায্য করা যায় তা তাঁরা দেখবেন বলে জানান।