ETV Bharat / state

Panchayat Elections 2023: বিরোধীদের মনোনয়ন প্রত্যাহার, পুরুলিয়ার গ্রাম পঞ্চায়েতে জয়ের পথে কুড়মি সমর্থিত নির্দল প্রার্থী

পুরুলিয়া জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে কুড়মি সমাজ সমর্থিত দুই নির্দল প্রার্থী ৷ বিনা প্রতিদ্বন্ধীতায় এগিয়ে কুড়মি সমাজ সমর্থিত নির্দল প্রার্থী রঘুনাথ মাহাতো ও শিবানী রাজোয়াড় ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 22, 2023, 10:18 PM IST

পুরুলিয়া, 22 জুন: বিজেপির শক্ত ঘাঁটি হলেও পুরুলিয়ায় এগিয়ে নির্দল প্রার্থীরা ৷ এই জেলার 2 নম্বর ব্লকের অর্ন্তগত আগয়া নড়রা গ্রামপঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে কুড়মি সমর্থিত নির্দল প্রার্থী রঘুনাথ মাহাতো ৷ আগেই কুড়মি সমাজের পক্ষ থেকে জানানো হয়েছিল, পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবে না কুড়মি সমাজ ৷ এবার তার প্রভাব পড়তে শুরু করেছে । পুরুলিয়ায় ইতিমধ্যে দু'জন কুড়মি সমর্থিত নির্দল প্রার্থী জয়ের পথে ৷ তাঁদের বিরুদ্ধে কোনও বিরোধী প্রার্থী নেই ৷

পুরুলিয়া 2 নম্বর ব্লকের আগয়া নড়রা গ্রামপঞ্চায়েতের ডুমুরি সংসদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন দুই নির্দল প্রার্থী ৷ শেষে তাঁরা মনোনয়ন তুলে নেন ৷ তাই কোনও ভোটযুদ্ধ ছাড়াই জয়ী হয়েছেন কুড়মি সমাজ সমর্থিত নির্দল প্রার্থী রঘুনাথ মাহাতো ৷ অন্যদিকে, বান্দোয়ান গ্রামপঞ্চায়েতের গঙ্গামান্না গ্রামের 2 নম্বর সংসদে কুড়মি সমাজ সমর্থিত নির্দল প্রার্থী শিবাণী রাজোয়াড়। এই কেন্দ্রে কালিন্দী নামের আরেক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েও তা প্রত্যাহার করে নেন ৷ ফলত শিবাণী রাজোয়াড় জয়ের পথে ৷

এই প্রসঙ্গে আদিবাসী কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো বলেন, "এই নির্বাচনে কোনও প্রতীকের রাজনৈতিক দলকেই সমর্থন করবে না কুড়মি সমাজ ৷ আর তৃণমূলকে তো কোনওভাবেই নয় ৷" তবে কোনও নির্দল প্রার্থী তাদের সমর্থন চাইলে, সেটা ভেবে দেখা হবে বলে জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন: নির্দল প্রার্থীর হাত কেটে নেওয়ার হুমকি তৃণমূল নেতার

তফসিলি উপজাতির স্বীকৃতির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে কুড়মি সমাজ ৷ পুরুলিয়ায় শক্তিশালী কুড়মি সমাজ । এবার পঞ্চায়েত নির্বাচনের আগে তাদের দাবি নিয়ে রাজ্য সরকারের কাছে সহযোগিতা না পেয়ে হুংকার দিয়েছিলেন কুড়মি নেতা অজিত প্রসাদ মাহাতো ৷ রাজনৈতিক মহলের একাংশের মতে, তফসিলি উপজাতির স্বীকৃতি না-পাওয়ায় দিনে দিনে ক্ষোভ বাড়ছে কুড়মিদের মধ্যে ৷ তারা ঘোষণা করেছে, পঞ্চায়েত নির্বাচনে কোনও রাজনৈতিক দলকেই কুড়মি সমাজের দেওয়াল রাজনৈতিক প্রচারে ব্যবহার করতে দেবে না ৷ তাই এবারের পঞ্চায়েত ভোটে পুরুলিয়ায় কুড়মি ভোট বড় ভূমিকা নিতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না ৷

পুরুলিয়া, 22 জুন: বিজেপির শক্ত ঘাঁটি হলেও পুরুলিয়ায় এগিয়ে নির্দল প্রার্থীরা ৷ এই জেলার 2 নম্বর ব্লকের অর্ন্তগত আগয়া নড়রা গ্রামপঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে কুড়মি সমর্থিত নির্দল প্রার্থী রঘুনাথ মাহাতো ৷ আগেই কুড়মি সমাজের পক্ষ থেকে জানানো হয়েছিল, পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবে না কুড়মি সমাজ ৷ এবার তার প্রভাব পড়তে শুরু করেছে । পুরুলিয়ায় ইতিমধ্যে দু'জন কুড়মি সমর্থিত নির্দল প্রার্থী জয়ের পথে ৷ তাঁদের বিরুদ্ধে কোনও বিরোধী প্রার্থী নেই ৷

পুরুলিয়া 2 নম্বর ব্লকের আগয়া নড়রা গ্রামপঞ্চায়েতের ডুমুরি সংসদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন দুই নির্দল প্রার্থী ৷ শেষে তাঁরা মনোনয়ন তুলে নেন ৷ তাই কোনও ভোটযুদ্ধ ছাড়াই জয়ী হয়েছেন কুড়মি সমাজ সমর্থিত নির্দল প্রার্থী রঘুনাথ মাহাতো ৷ অন্যদিকে, বান্দোয়ান গ্রামপঞ্চায়েতের গঙ্গামান্না গ্রামের 2 নম্বর সংসদে কুড়মি সমাজ সমর্থিত নির্দল প্রার্থী শিবাণী রাজোয়াড়। এই কেন্দ্রে কালিন্দী নামের আরেক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েও তা প্রত্যাহার করে নেন ৷ ফলত শিবাণী রাজোয়াড় জয়ের পথে ৷

এই প্রসঙ্গে আদিবাসী কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো বলেন, "এই নির্বাচনে কোনও প্রতীকের রাজনৈতিক দলকেই সমর্থন করবে না কুড়মি সমাজ ৷ আর তৃণমূলকে তো কোনওভাবেই নয় ৷" তবে কোনও নির্দল প্রার্থী তাদের সমর্থন চাইলে, সেটা ভেবে দেখা হবে বলে জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন: নির্দল প্রার্থীর হাত কেটে নেওয়ার হুমকি তৃণমূল নেতার

তফসিলি উপজাতির স্বীকৃতির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে কুড়মি সমাজ ৷ পুরুলিয়ায় শক্তিশালী কুড়মি সমাজ । এবার পঞ্চায়েত নির্বাচনের আগে তাদের দাবি নিয়ে রাজ্য সরকারের কাছে সহযোগিতা না পেয়ে হুংকার দিয়েছিলেন কুড়মি নেতা অজিত প্রসাদ মাহাতো ৷ রাজনৈতিক মহলের একাংশের মতে, তফসিলি উপজাতির স্বীকৃতি না-পাওয়ায় দিনে দিনে ক্ষোভ বাড়ছে কুড়মিদের মধ্যে ৷ তারা ঘোষণা করেছে, পঞ্চায়েত নির্বাচনে কোনও রাজনৈতিক দলকেই কুড়মি সমাজের দেওয়াল রাজনৈতিক প্রচারে ব্যবহার করতে দেবে না ৷ তাই এবারের পঞ্চায়েত ভোটে পুরুলিয়ায় কুড়মি ভোট বড় ভূমিকা নিতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.