ETV Bharat / state

ICDS Workers Protest: গ্রামবাসীদের সঙ্গে ঝামেলায় কান কাটল আইসিডিএস কর্মীর, চলল প্রতিবাদ বিক্ষোভ - আইসিডিএস কর্মীরা

আইসিডিএস সেন্টারে রান্নার খাবার না-পাওয়াকে কেন্দ্র করে গ্রামবাসীদের সঙ্গে তুমুল ঝামলা আইসিডিএস কর্মীদের। ঘটনায় কান ছিঁড়ে গেল এক আইসিডিএস কর্মীর। গতকালের এই ঘটনার প্রতিবাদে আজ এলাকার সমস্ত আইসিডিএস সেন্টারে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হলেন আইসিডিএস কর্মীরা (ICDS Workers Protest in Purulia)।

ICDS Workers Protest
গ্রামবাসীদের সঙ্গে ঝামেলায় কান কাটল আইসিডিএস কর্মীর
author img

By

Published : Mar 15, 2023, 10:24 PM IST

পুরুলিয়া, 15 মার্চ: আইসিডিএস সেন্টারে রান্নার খাবার না-পাওয়াকে কেন্দ্র করে গ্রামবাসীদের সঙ্গে আইসিডিএস কর্মীদের ঝামেলা। ঘটনায় কান ছিঁড়ে গেল এক আইসিডিএস কর্মীর। মঙ্গলবার এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় পুরুলিয়ার পাড়া ব্লকের কাকডিহা আইসিডিএস সেন্টারে। ঘটনার প্রতিবাদে বুধবার পাড়া ব্লক এলাকার সমস্ত আইসিডিএস সেন্টারে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হলেন আইসিডিএস কর্মীরা (ICDS Workers Protest over Villagers Agitation) ।

ফলত এদিন আইসিডিএস সেন্টার থেকে পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত থাকলেন পাড়া ব্লকের উপভোক্তা শিশু ও প্রসূতিরা। একইসঙ্গে পাড়া ব্লকের শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের দফতর এবং পাড়া থানায় বিক্ষোভ দেখান আইসিডিএস কর্মীরা। আহত আইসিডিএস কর্মী কুন্তি মাহাতোর অভিযোগ, কাকডিহা আইসিডিএস সেন্টারে উপভোক্তার তুলনায় খাবারের বরাদ্দ কম থাকায় সকল উপভোক্তাকে খাবার দিতে সমস্যায় পড়েন তাঁরা। এরপরই ঝামেলা বাঁধে গ্রামবাসী মহিলাদের সঙ্গে। ঘটনায় কান ছিঁড়ে যায় এক আইসিডিএস কর্মীর।

এরপরই হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ওই আইসিডিএস কর্মীকে। যদিও এই ঘটনায় পাড়া থানা এবং ব্লকের শিশু বিকাশ প্রকল্প আধিকারিকরা অভিযুক্তের বিরুদ্ধে কোনও উপযুক্ত ব্যবস্থা না-নেওয়ায় আজ বুধবার পাড়া ব্লকের সমস্ত আইসিডিএস সেন্টার বন্ধ করে প্রতিবাদ বিক্ষোভে সামিল হন তাঁরা। ঘেরাও করা হয় পাড়া ব্লকের শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের দফতর। একইসঙ্গে পাড়া থানাতেও বিক্ষোভে সামিল হন আইসিডিএস কর্মীরা। যদিও বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন শিশু বিকাশ প্রকল্প আধিকারিক শিব প্রসাদ দত্ত।

আরও পড়ুন: আবাস যোজনার কাজ থেকে অব্যাহতি চেয়ে শিলিগুড়িতে বিক্ষোভ আশা-আইসিডিএস কর্মীদের

একইসঙ্গে আইসিডিএস কর্মীদের আরও অভিযোগ, পাড়া ব্লক এলাকায় 272টি আইসিডিএস সেন্টারে প্রায় 220 জন আইসিডিএস কর্মী রয়েছেন। সেক্ষেত্রে রান্নার কাজেও সমস্যায় পড়তে হয় তাঁদের। প্রায় প্রতিটি সেন্টারে উপভোক্তা তুলনায় খাবারের বরাদ্দ কমও রয়েছে। কোথাও আবার পানীয় জলের সমস্যা, কোথাও রান্নার ঘরের সমস্যা রয়েছে। সমস্ত সমস্যার সমাধান করার দাবি জানিয়েছেন আইসিডিএস কর্মীরা ৷

পুরুলিয়া, 15 মার্চ: আইসিডিএস সেন্টারে রান্নার খাবার না-পাওয়াকে কেন্দ্র করে গ্রামবাসীদের সঙ্গে আইসিডিএস কর্মীদের ঝামেলা। ঘটনায় কান ছিঁড়ে গেল এক আইসিডিএস কর্মীর। মঙ্গলবার এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় পুরুলিয়ার পাড়া ব্লকের কাকডিহা আইসিডিএস সেন্টারে। ঘটনার প্রতিবাদে বুধবার পাড়া ব্লক এলাকার সমস্ত আইসিডিএস সেন্টারে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হলেন আইসিডিএস কর্মীরা (ICDS Workers Protest over Villagers Agitation) ।

ফলত এদিন আইসিডিএস সেন্টার থেকে পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত থাকলেন পাড়া ব্লকের উপভোক্তা শিশু ও প্রসূতিরা। একইসঙ্গে পাড়া ব্লকের শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের দফতর এবং পাড়া থানায় বিক্ষোভ দেখান আইসিডিএস কর্মীরা। আহত আইসিডিএস কর্মী কুন্তি মাহাতোর অভিযোগ, কাকডিহা আইসিডিএস সেন্টারে উপভোক্তার তুলনায় খাবারের বরাদ্দ কম থাকায় সকল উপভোক্তাকে খাবার দিতে সমস্যায় পড়েন তাঁরা। এরপরই ঝামেলা বাঁধে গ্রামবাসী মহিলাদের সঙ্গে। ঘটনায় কান ছিঁড়ে যায় এক আইসিডিএস কর্মীর।

এরপরই হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ওই আইসিডিএস কর্মীকে। যদিও এই ঘটনায় পাড়া থানা এবং ব্লকের শিশু বিকাশ প্রকল্প আধিকারিকরা অভিযুক্তের বিরুদ্ধে কোনও উপযুক্ত ব্যবস্থা না-নেওয়ায় আজ বুধবার পাড়া ব্লকের সমস্ত আইসিডিএস সেন্টার বন্ধ করে প্রতিবাদ বিক্ষোভে সামিল হন তাঁরা। ঘেরাও করা হয় পাড়া ব্লকের শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের দফতর। একইসঙ্গে পাড়া থানাতেও বিক্ষোভে সামিল হন আইসিডিএস কর্মীরা। যদিও বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন শিশু বিকাশ প্রকল্প আধিকারিক শিব প্রসাদ দত্ত।

আরও পড়ুন: আবাস যোজনার কাজ থেকে অব্যাহতি চেয়ে শিলিগুড়িতে বিক্ষোভ আশা-আইসিডিএস কর্মীদের

একইসঙ্গে আইসিডিএস কর্মীদের আরও অভিযোগ, পাড়া ব্লক এলাকায় 272টি আইসিডিএস সেন্টারে প্রায় 220 জন আইসিডিএস কর্মী রয়েছেন। সেক্ষেত্রে রান্নার কাজেও সমস্যায় পড়তে হয় তাঁদের। প্রায় প্রতিটি সেন্টারে উপভোক্তা তুলনায় খাবারের বরাদ্দ কমও রয়েছে। কোথাও আবার পানীয় জলের সমস্যা, কোথাও রান্নার ঘরের সমস্যা রয়েছে। সমস্ত সমস্যার সমাধান করার দাবি জানিয়েছেন আইসিডিএস কর্মীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.