ETV Bharat / state

অঙ্গনওয়াড়ির ডালে পোকা, অভিযোগ পেয়ে পদক্ষেপ প্রশাসনের - wb_prl_02_21april_ICDS_center_giving_low_quality_Food_7204369

পোকা ধরা নিম্নমানের ডাল দেওয়া হয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তরফে ৷ এই অভিযোগ তুলেছিলেন কাশিপুর থানার পাড়াশোল গ্রামের বাসিন্দারা ৷ এরপরই নড়েচড়ে বসল প্রশাসন ৷

ICDS_center_giving_low_quality_Food , Purulia
পোকা ধরা ডাল দিচ্ছে ICDS কেন্দ্র, খবর পেয়ে নতুন ডাল দেওয়ার ব্যবস্থা নিল CDPO
author img

By

Published : Apr 21, 2020, 5:59 PM IST

পুরুলিয়া, 21 এপ্রিল : পোকা ধরা নিম্নমানের ডাল দেওয়া হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে ৷ এই অভিযোগ তুলেছিলেন কাশিপুর থানার পাড়াশোল গ্রামের বাসিন্দারা ৷ আর সেই অভিযোগ পেয়ে পদক্ষেপ করল প্রশাসন ৷

আজ পুরুলিয়া জেলা ব্লক প্রশাসনের তরফে প্রত্যেক উপভোক্তার বাড়ি গিয়ে সেই ডাল খতিয়ে দেখা হয় ৷ ঘটনার সত্যতা প্রমাণিত হতেই স্থানীয় CDPO নতুন ডাল দেওয়ার ব্যবস্থা করেন ৷

গতকাল কাশিপুর থানার পাড়াশোল গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে ডাল দেওয়া হয় ৷ অভিযোগ, সেই ডাল পোকা ধরে নষ্ট হয়ে গেছে ৷ এরপরই ওই কেন্দ্রের কর্মীদের বিরুদ্ধে পুরোনো ডাল দেওয়ার অভিযোগ তোলা হয় ৷ অভিযোগ পেয়ে আজ ব্লক প্রশাসনের তরফে গ্রামের প্রত্যেক উপভোক্তার গিয়ে অভিযোগ খতিয়ে দেখা হয় ৷ দেখা যায়, ডালে পোকা ধরা ৷ এরপরই গ্রামবাসীদের নতুন ডাল দেওয়ার ব্যবস্থা করেন CDPO

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মহিলারা বলেন, "আমাদের কাছে যে ডাল এসেছে তাই দেওয়া হয়েছে ৷ ব্লক প্রশাসনকেও এবিষয়ে জানানো হয়েছে ৷ তারা ব্যবস্থা নিয়েছে ৷ " জেলাশাসক রাহুল মজুমদার বলেন, "অভিযোগ পেয়েছি ৷ সেইমতো ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ নতুন ডাল দেওয়া হবে উপভোক্তাদের ৷ "

পুরুলিয়া, 21 এপ্রিল : পোকা ধরা নিম্নমানের ডাল দেওয়া হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে ৷ এই অভিযোগ তুলেছিলেন কাশিপুর থানার পাড়াশোল গ্রামের বাসিন্দারা ৷ আর সেই অভিযোগ পেয়ে পদক্ষেপ করল প্রশাসন ৷

আজ পুরুলিয়া জেলা ব্লক প্রশাসনের তরফে প্রত্যেক উপভোক্তার বাড়ি গিয়ে সেই ডাল খতিয়ে দেখা হয় ৷ ঘটনার সত্যতা প্রমাণিত হতেই স্থানীয় CDPO নতুন ডাল দেওয়ার ব্যবস্থা করেন ৷

গতকাল কাশিপুর থানার পাড়াশোল গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে ডাল দেওয়া হয় ৷ অভিযোগ, সেই ডাল পোকা ধরে নষ্ট হয়ে গেছে ৷ এরপরই ওই কেন্দ্রের কর্মীদের বিরুদ্ধে পুরোনো ডাল দেওয়ার অভিযোগ তোলা হয় ৷ অভিযোগ পেয়ে আজ ব্লক প্রশাসনের তরফে গ্রামের প্রত্যেক উপভোক্তার গিয়ে অভিযোগ খতিয়ে দেখা হয় ৷ দেখা যায়, ডালে পোকা ধরা ৷ এরপরই গ্রামবাসীদের নতুন ডাল দেওয়ার ব্যবস্থা করেন CDPO

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মহিলারা বলেন, "আমাদের কাছে যে ডাল এসেছে তাই দেওয়া হয়েছে ৷ ব্লক প্রশাসনকেও এবিষয়ে জানানো হয়েছে ৷ তারা ব্যবস্থা নিয়েছে ৷ " জেলাশাসক রাহুল মজুমদার বলেন, "অভিযোগ পেয়েছি ৷ সেইমতো ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ নতুন ডাল দেওয়া হবে উপভোক্তাদের ৷ "

For All Latest Updates

TAGGED:

Purulia
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.