পুরুলিয়া, 20 জুন: রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে স্ত্রীর দেহ, পাশেই ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার স্বামীর । স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে আত্মঘাতী হল স্বামী ৷ গতকাল রাতে ঘটনাটি ঘটে পুরুলিয়া মফস্বল থানার হুটমুড়া গ্রামে ।
জানা যায় 45 বছর বয়সী মৃত ব্যক্তির নাম পাতাল রাজোয়াড় এবং 35 বছর বয়সী মৃত মহিলার নাম শীতলা রাজোয়াড়।
আজ সকালে ঘটনার কথা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করেই আত্মঘাতী হয়েছেন স্বামী । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।