ETV Bharat / state

Sexual Harassment: চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন, গ্রেফতার প্রধান শিক্ষক - Sexual Harassment

চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ ৷ গ্রেফতার প্রধান শিক্ষক ৷ অভিযুক্তের 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ (Teacher Arrest For Sexual Harassment) ৷

Sexual Harassment
ETV Bharat
author img

By

Published : Nov 8, 2022, 9:03 PM IST

পুরুলিয়া, 8 নভেম্বর: নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ (Teacher Arrest For Sexual Harassment) ৷ পুরুলিয়ার বলরামপুর থানা এলাকার ঘটনা ৷ অভিযুক্ত প্রধান শিক্ষক প্রবীর দত্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতের 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে পুরুলিয়া জেলা আদালত ৷

নির্যাতিতার পরিবারের অভিযোগ, সোমবার দুপুরে মিড ডে মিল খাওয়ার পর যখন ওই ছাত্রী ব্যাগের মধ্যে যখন থালা রাখতে যায় তখন ওই শিক্ষক যৌননিগ্রহ করে। বাড়ি ফিরে সমস্ত ঘটনাটি পরিবারের সদস্যদের খুলে বলে সে। এরপরেই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেনে পরিবারের লোকজন ৷

আরও পড়ুন: শিক্ষকের লালসার শিকার ছাত্র, গ্রেফতার অভিযুক্ত

ইতিমধ্যেই অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে। নির্যাতিতার গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে ৷ ঘটনার জেরে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, পরিবারের পরই শিক্ষকের স্থান ৷ তাঁদের উপর ভরসা করেই স্কুলে ছাত্র-ছাত্রীরাদের পাঠানো হয় ৷ আর তাঁরা যদি এই ধরনের কাজ করেন, তাহলে কোন ভরসায় আমরা ছোট ছোট ছেলেমেয়েদের বিদ্যালয়ে পাঠাব ৷

পুরুলিয়া, 8 নভেম্বর: নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ (Teacher Arrest For Sexual Harassment) ৷ পুরুলিয়ার বলরামপুর থানা এলাকার ঘটনা ৷ অভিযুক্ত প্রধান শিক্ষক প্রবীর দত্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতের 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে পুরুলিয়া জেলা আদালত ৷

নির্যাতিতার পরিবারের অভিযোগ, সোমবার দুপুরে মিড ডে মিল খাওয়ার পর যখন ওই ছাত্রী ব্যাগের মধ্যে যখন থালা রাখতে যায় তখন ওই শিক্ষক যৌননিগ্রহ করে। বাড়ি ফিরে সমস্ত ঘটনাটি পরিবারের সদস্যদের খুলে বলে সে। এরপরেই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেনে পরিবারের লোকজন ৷

আরও পড়ুন: শিক্ষকের লালসার শিকার ছাত্র, গ্রেফতার অভিযুক্ত

ইতিমধ্যেই অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে। নির্যাতিতার গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে ৷ ঘটনার জেরে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, পরিবারের পরই শিক্ষকের স্থান ৷ তাঁদের উপর ভরসা করেই স্কুলে ছাত্র-ছাত্রীরাদের পাঠানো হয় ৷ আর তাঁরা যদি এই ধরনের কাজ করেন, তাহলে কোন ভরসায় আমরা ছোট ছোট ছেলেমেয়েদের বিদ্যালয়ে পাঠাব ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.