ETV Bharat / state

Rajdhani Express: ডিজেলভর্তি ট্রাক্টরের সঙ্গে সংঘাত এড়াল রাজধানী, ঘটনায় সাসপেন্ড গেটম্যান - ডিজেলভর্তি ট্রাক্টরের সঙ্গে সংঘাত এড়াল রাজধানী

বারবার সুরক্ষা নিয়ে প্রশ্নের মুখে রেল ৷ রাজধানী এক্সপ্রেস ট্রাক্টরের সঙ্গে সংঘাত এড়ালেও ডিআরএম ও দায়িত্বে থাকা গেটম্যানকে সাসপেন্ড করল রেল ৷

Etv Bharat
ট্রাক্টরের সঙ্গে ঘষটে গেল রাজধানী এক্সপ্রেস
author img

By

Published : Jun 7, 2023, 11:01 AM IST

Updated : Jun 7, 2023, 11:11 AM IST

ডিজেলভর্তি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ এড়াল রাজধানী এক্সপ্রেস, দেখুন ভিডিয়ো

পুরুলিয়া, 7 জুন: ওড়িশার বালাসোরে রেল দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই বরাত জোরে রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস ৷ মঙ্গলবার সন্ধ্যায় পুরুলিয়া জেলার সাঁওতালডি এলাকায় বড়সড় রেল দুর্ঘটনা থেকে রক্ষা পেল রাজধানী এক্সপ্রেসের যাত্রীরা । তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই । আদ্রার ডিআরএম মণীশ কুমার জানিয়েছেন, ঘটনার জেরে দায়িত্বে থাকা গেট ম্যানকে সাসপেন্ড করা হয়েছে ।

মঙ্গলবার বিকেল নাগাদ ভুবনেশ্বর থেকে নিউ দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনটি দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ভোজুডি শাখায় পার হচ্ছিল । সেই সময় সাঁওতালডি থানা এলাকার সিনেমা হল সংলগ্ন রেলগেটে একটি ডিজেল বহনকারী ট্রাক্টর খারাপ হয়ে যায় এবং ট্রাক্টরটি সেখানে আটকে পড়ে । স্থানীয়রা ট্রাক্টরটিকে ঠেলে সরানোর চেষ্টা করেও ব্যর্থ হন । সেই সময় রাজধানী এক্সপ্রেস আসছিল ৷ দূর থেকে দেখে চালক এমারজেন্সি ব্রেক কষলেও লেবেল ক্রসিং পার হতে গিয়ে এসি কামরা সঙ্গে ট্রাক্টরের পিছনের অংশ ঘষা খেয়ে যায় । তবে এই ঘটনার ট্রেন অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে পড়ে ৷ যার জেরে ট্রেনের ভিতরে থাকা যাত্রীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয় ৷ আতঙ্কে অনেক যাত্রী ট্রেন থেকে নেমেও পড়েন । রেলসূত্রে খবর, তেমন বড় কিছু ক্ষতি হয়নি ।

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ার পর থেকেই প্রায় প্রতিদিন রেলের কিছু না কিছু হয়েই চলেছে ৷ শুক্রবার সন্ধ্যায় ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয় শালিমার-চেন্নাই আপ করমণ্ডল এক্সপ্রেস ও যশবন্তপুর-হাওড়া ডাউন হামসফর এক্সপ্রেস-সহ একটি মালগাড়ি ৷ যার জেরে মৃত্যু হয় 288 জন যাত্রীর ৷ আহত হয়েছেন প্রায় হাজারেরও বেশি ৷ যে বিভীষিকা কোনওদিন ভোলার নয় ৷ তারমধ্যে সোমবার ওড়িশায় একটি মালগাড়ি ফের লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে, মঙ্গলবার ফের ওড়িশায় একটি ট্রেনে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটে ৷ আর তারপর এদিনই পুরুলিয়ায় রাজধানী এক্সপ্রেসের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার ঘটনা ৷ রেলের সময় যে খুব একটা ভালো যাচ্ছে না তা বলাই যায় ৷

আরও পড়ুন : অভিশপ্ত রেললাইনে স্বাভাবিকের পথে ট্রেন চলাচল, আজ যাবে শালিমার-চেন্নাই করমণ্ডল

ডিজেলভর্তি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ এড়াল রাজধানী এক্সপ্রেস, দেখুন ভিডিয়ো

পুরুলিয়া, 7 জুন: ওড়িশার বালাসোরে রেল দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই বরাত জোরে রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস ৷ মঙ্গলবার সন্ধ্যায় পুরুলিয়া জেলার সাঁওতালডি এলাকায় বড়সড় রেল দুর্ঘটনা থেকে রক্ষা পেল রাজধানী এক্সপ্রেসের যাত্রীরা । তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই । আদ্রার ডিআরএম মণীশ কুমার জানিয়েছেন, ঘটনার জেরে দায়িত্বে থাকা গেট ম্যানকে সাসপেন্ড করা হয়েছে ।

মঙ্গলবার বিকেল নাগাদ ভুবনেশ্বর থেকে নিউ দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনটি দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ভোজুডি শাখায় পার হচ্ছিল । সেই সময় সাঁওতালডি থানা এলাকার সিনেমা হল সংলগ্ন রেলগেটে একটি ডিজেল বহনকারী ট্রাক্টর খারাপ হয়ে যায় এবং ট্রাক্টরটি সেখানে আটকে পড়ে । স্থানীয়রা ট্রাক্টরটিকে ঠেলে সরানোর চেষ্টা করেও ব্যর্থ হন । সেই সময় রাজধানী এক্সপ্রেস আসছিল ৷ দূর থেকে দেখে চালক এমারজেন্সি ব্রেক কষলেও লেবেল ক্রসিং পার হতে গিয়ে এসি কামরা সঙ্গে ট্রাক্টরের পিছনের অংশ ঘষা খেয়ে যায় । তবে এই ঘটনার ট্রেন অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে পড়ে ৷ যার জেরে ট্রেনের ভিতরে থাকা যাত্রীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয় ৷ আতঙ্কে অনেক যাত্রী ট্রেন থেকে নেমেও পড়েন । রেলসূত্রে খবর, তেমন বড় কিছু ক্ষতি হয়নি ।

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ার পর থেকেই প্রায় প্রতিদিন রেলের কিছু না কিছু হয়েই চলেছে ৷ শুক্রবার সন্ধ্যায় ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয় শালিমার-চেন্নাই আপ করমণ্ডল এক্সপ্রেস ও যশবন্তপুর-হাওড়া ডাউন হামসফর এক্সপ্রেস-সহ একটি মালগাড়ি ৷ যার জেরে মৃত্যু হয় 288 জন যাত্রীর ৷ আহত হয়েছেন প্রায় হাজারেরও বেশি ৷ যে বিভীষিকা কোনওদিন ভোলার নয় ৷ তারমধ্যে সোমবার ওড়িশায় একটি মালগাড়ি ফের লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে, মঙ্গলবার ফের ওড়িশায় একটি ট্রেনে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটে ৷ আর তারপর এদিনই পুরুলিয়ায় রাজধানী এক্সপ্রেসের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার ঘটনা ৷ রেলের সময় যে খুব একটা ভালো যাচ্ছে না তা বলাই যায় ৷

আরও পড়ুন : অভিশপ্ত রেললাইনে স্বাভাবিকের পথে ট্রেন চলাচল, আজ যাবে শালিমার-চেন্নাই করমণ্ডল

Last Updated : Jun 7, 2023, 11:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.