ETV Bharat / state

পাচারের সময় পিকআপ ভ্যান থেকে উদ্ধার বিদেশি মদ - Purulia

উদ্ধার হওয়া বিদেশি মদ বাইরের জেলায় পাচার হচ্ছিল বলে জানিয়েছে পাড়া থানার পুলিশ ।

Foreign liquor
বিদেশি মদ উদ্ধার
author img

By

Published : May 31, 2020, 1:35 PM IST

পুরুলিয়া, ৩১ মে : প্রচুর পরিমাণে বিদেশি মদ বাজেয়াপ্ত করল পুরুলিয়ার পাড়া থানার পুলিশ l একটি পিকআপ ভ্যান আটক করা হয়েছে l গাড়ির চালক ও খালাসি পলাতক ।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

পাড়া থানার পুলিশের কাছে খবর আসে, পিক আপ ভ‍্যানে বিদেশি মদ পাচার হচ্ছে l এরপর পাড়া থানা এলাকায় পুলিশি নজরদারি শুরু হয় l পিকেটিংয়ের সময় সন্দেহভাজন একটি পিকআপ ভ্যানকে আটক করে পুলিশ l ভ্যান থেকে প্রচুর পরিমাণে বিদেশী মদের বোতল উদ্ধার হয় । গাড়িটিকে আটক করে পুলিশ l গাড়ির চালক ও আরেক ব্যক্তি পালিয়ে যায় ।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া বিদেশি মদ বাইরের জেলায় পাচারের কাজ চলছিল l এই ঘটনায় আরও কেউ যুক্ত আছে কিনা তদন্ত করে দেখছে পুলিশ l

পুরুলিয়া, ৩১ মে : প্রচুর পরিমাণে বিদেশি মদ বাজেয়াপ্ত করল পুরুলিয়ার পাড়া থানার পুলিশ l একটি পিকআপ ভ্যান আটক করা হয়েছে l গাড়ির চালক ও খালাসি পলাতক ।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

পাড়া থানার পুলিশের কাছে খবর আসে, পিক আপ ভ‍্যানে বিদেশি মদ পাচার হচ্ছে l এরপর পাড়া থানা এলাকায় পুলিশি নজরদারি শুরু হয় l পিকেটিংয়ের সময় সন্দেহভাজন একটি পিকআপ ভ্যানকে আটক করে পুলিশ l ভ্যান থেকে প্রচুর পরিমাণে বিদেশী মদের বোতল উদ্ধার হয় । গাড়িটিকে আটক করে পুলিশ l গাড়ির চালক ও আরেক ব্যক্তি পালিয়ে যায় ।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া বিদেশি মদ বাইরের জেলায় পাচারের কাজ চলছিল l এই ঘটনায় আরও কেউ যুক্ত আছে কিনা তদন্ত করে দেখছে পুলিশ l

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.