ETV Bharat / state

পুরুলিয়ায় কোরোনায় প্রথম মৃত্যু

পুরুলিয়ায় কোরোনায় আক্রান্তের সংখ্যা 166 । এই প্রথম সেখানে কোরোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হল । মৃত ব্যক্তি পুরুলিয়া শহরের বাসিন্দা ছিলেন ।

ছবি
ছবি
author img

By

Published : Jul 26, 2020, 10:16 AM IST

পুরুলিয়া, 26 জুলাই : পুরুলিয়ায় কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির ৷ তিনি পুরুলিয়া শহরের বাসিন্দা ৷

কয়েকদিন আগে হৃদরোগে আক্রান্ত হওয়ায় পুরুলিয়া সদর হাসপাতালে ভরতি করা হয় তাঁকে ৷ সেখানে চিকিৎসা চলাকালীন ওই ব্যক্তির সোয়াবের নমুনা সংগ্রহ করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় ৷ গতকাল সকালে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয় ৷ এরপর রাতে তাঁর কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে ৷

ওই ব্যক্তির সংস্পর্শে আসা চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়ার পাশাপাশি প্রত্যেকের সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়েছে ৷ এটিই পুরুলিয়ায় প্রথম কোরোনায় মৃত্যু বলে জানিয়েছেন জেলা প্রশাসনিক আধিকারিকরা ৷

বর্তমানে পুরুলিয়ায় কোরোনায় আক্রান্তের সংখ্যা 166 ৷ আক্রান্তদের মধ্যে 114 জন সুস্থ হয়ে উঠেছে ৷ 52 জন চিকিৎসাধীন ৷

পুরুলিয়া, 26 জুলাই : পুরুলিয়ায় কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির ৷ তিনি পুরুলিয়া শহরের বাসিন্দা ৷

কয়েকদিন আগে হৃদরোগে আক্রান্ত হওয়ায় পুরুলিয়া সদর হাসপাতালে ভরতি করা হয় তাঁকে ৷ সেখানে চিকিৎসা চলাকালীন ওই ব্যক্তির সোয়াবের নমুনা সংগ্রহ করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় ৷ গতকাল সকালে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয় ৷ এরপর রাতে তাঁর কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে ৷

ওই ব্যক্তির সংস্পর্শে আসা চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়ার পাশাপাশি প্রত্যেকের সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়েছে ৷ এটিই পুরুলিয়ায় প্রথম কোরোনায় মৃত্যু বলে জানিয়েছেন জেলা প্রশাসনিক আধিকারিকরা ৷

বর্তমানে পুরুলিয়ায় কোরোনায় আক্রান্তের সংখ্যা 166 ৷ আক্রান্তদের মধ্যে 114 জন সুস্থ হয়ে উঠেছে ৷ 52 জন চিকিৎসাধীন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.