পুরুলিয়া, 11 ফেব্রুয়ারি : পুরুলিয়ায় নদীয়াড়া গ্রামে আগুন । গতকাল রাত 8টা নাগাদ এই আগুন লাগে । পুড়ে ছাই হয়ে যায় একটি বাড়ি । যদিও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ।
পুলিশের প্রাথমিক অনুমান , শর্ট সার্কিট থেকেই আগুন লাগে । তারপর ধীরে ধীরে সেই আগুন ছড়িয়ে পড়ে পরপর বাড়িগুলিতে । সঙ্গে সঙ্গে দমকলে খবর দেয় গ্রামবাসীরা । দমকলের একটি ইঞ্জিন এসে প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । যদিও একটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায় । বাড়ির সমস্ত আসবাবপত্র, সাইকেল, ধানের গাদা কিছুক্ষণের মধ্যে পুড়ে যায় । পরে মফস্বল থানার পুলিশ থানার ঘটনাস্থানে পৌঁছায় ।
গ্রামবাসীদের অভিযোগ , দমকল ইঞ্জিন দেরিতে পৌঁছায় । তারা যদি একটু আগে পৌঁছাত , তাহলে আগুন এতটা ছড়িয়ে পড়ত না ।