ETV Bharat / state

নুরের মৃত্যুর জন্য বন্ধুরা দায়ি, পুলিশে অভিযোগ পরিবারের - purulia

নুরের মৃত্যু মেনে নিতে পারছে না তার পরিবারের লোকজন ৷ ঘটনার তদন্তের দাবিতে আজ নুরের বাবা সদর থানায় অভিযোগ দায়ের করেছেন ৷

নুরের মৃত্যুর জন্য বন্ধুরা দায়ি, পুলিশে অভিযোগ পরিবারের
author img

By

Published : Aug 19, 2019, 5:41 PM IST

Updated : Aug 19, 2019, 11:52 PM IST

পুরুলিয়া, 19 অগাস্ট : টিকটকে ভিডিয়ো তৈরির নেশা ফের প্রাণ কাড়ল এক কিশোরের । গতকাল টিকটকে ভিডিয়ো করতে গিয়ে ট্রেনের ধাক্কায় নুর আনসারি নামে এক কিশোরের মৃত্যু হয় ৷ আহত হয়েছে তার বন্ধু সাদাফ আলম ৷ ঘটনাটি পুরুলিয়ার । যদিও ভিডিয়ো করতে গিয়ে দুর্ঘটনায় নুরের মৃত্যু হয়েছে বলে মানছে না তার পরিবার ৷ তদন্তের দাবি তুলেছে তারা ৷ আজ সদর থানায় নুরের তিন বন্ধুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে তার বাবা মহম্মদ রফিক ৷

সত্যি কি ভিডিয়ো তৈরি করতে গিয়ে দুর্ঘটনায় নুরের মৃত্যু হয়েছে ? না কি এর পেছনে রয়েছে অন্য কোনও কারণ ৷ বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে আজ ETV ভারতের প্রতিনিধি ঘটনাস্থানে যান ৷

গতকাল শ্যামলী বাউরি নামে এক মহিলা চার কিশোরকে রেললাইনের ধারে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন ৷ কিশোরদের মধ্যে ছিল নুর ৷ শ্যামলী বারংবার কিশোরদের সতর্ক করা সত্ত্বেও তারা লাইনের উপর দাঁড়িয়ে মোবাইল ফোনে ভিডিয়ো রেকর্ড করছিল ৷ সেই সময় একটি ট্রেন দ্রুত গতিতে আসছিল ৷ ওই কিশোরদের শ্যামলী বারবার অনুরোধ করলেও তারা কথা শোনেনি ৷ কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি নুরকে ধাক্কা মারে ৷ সে ছিটকে যায় ৷ তাকে বাঁচাতে গিয়ে সাদাফ আলম নামে এক কিশোর আহত হয় ৷ এই ঘটনার পরই বাকি দুই কিশোর সেখান থেকে পালিয়ে যায় ৷ স্থানীয়রা নুর ও সাদাফকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করে ৷ সেখানে চিকিৎসকরা নুরকে মৃত বলে ঘোষণা করে ৷ সাদাফের চিকিৎসা চলছে ৷

নুরের বাবা মহম্মদ রফিক আনসারি বলেন, "গতকাল ছেলেকে ফোন করে বাড়ি ফিরতে বলি ৷ সে জানায় রেল স্টেশনের সামনে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে ৷ কিছুক্ষণ পরে জানতে পারি ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ হাসপাতালে গিয়ে দেখি নুর মারা গেছে ৷ কীভাবে মারা গেল তার সঠিক কারণ জানতে পারিনি ৷ এই ঘটনার জন্য তার তিন বন্ধু দায়ি ৷ তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করব ৷ " পরে নুরের বাবা থানায় অভিযোগ দায়ের করেছেন ৷

দেখুন ভিডিয়ো

দুর্ঘটনায় আহত সাদাফ আলম বলে, "গতকাল বিকেলে নুর আমার বাড়িতে এসে রেললাইনের উপর টিকটক ভিডিয়ো বানাবে বলে ৷ আমি প্রথমে বারণ করি ৷ সে আমার মোবাইল নিয়ে যেতে চেয়েছিল ৷ মোবাইল নিয়ে আমিও তার সঙ্গে যাই ৷ রেললাইনে ট্রেনটি আসার সময় আমি নুরের ভিডিয়ো করছিলাম ৷ হঠাৎ ট্রেনটি নুরকে ধাক্কা মারে ৷ সে আমার উপর এসে পড়ে ৷ সঙ্গে সঙ্গে আমি অজ্ঞান হয়ে যাই ৷ এমন ঘটবে ভাবতে পারিনি ৷ "

পুরুলিয়া, 19 অগাস্ট : টিকটকে ভিডিয়ো তৈরির নেশা ফের প্রাণ কাড়ল এক কিশোরের । গতকাল টিকটকে ভিডিয়ো করতে গিয়ে ট্রেনের ধাক্কায় নুর আনসারি নামে এক কিশোরের মৃত্যু হয় ৷ আহত হয়েছে তার বন্ধু সাদাফ আলম ৷ ঘটনাটি পুরুলিয়ার । যদিও ভিডিয়ো করতে গিয়ে দুর্ঘটনায় নুরের মৃত্যু হয়েছে বলে মানছে না তার পরিবার ৷ তদন্তের দাবি তুলেছে তারা ৷ আজ সদর থানায় নুরের তিন বন্ধুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে তার বাবা মহম্মদ রফিক ৷

সত্যি কি ভিডিয়ো তৈরি করতে গিয়ে দুর্ঘটনায় নুরের মৃত্যু হয়েছে ? না কি এর পেছনে রয়েছে অন্য কোনও কারণ ৷ বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে আজ ETV ভারতের প্রতিনিধি ঘটনাস্থানে যান ৷

গতকাল শ্যামলী বাউরি নামে এক মহিলা চার কিশোরকে রেললাইনের ধারে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন ৷ কিশোরদের মধ্যে ছিল নুর ৷ শ্যামলী বারংবার কিশোরদের সতর্ক করা সত্ত্বেও তারা লাইনের উপর দাঁড়িয়ে মোবাইল ফোনে ভিডিয়ো রেকর্ড করছিল ৷ সেই সময় একটি ট্রেন দ্রুত গতিতে আসছিল ৷ ওই কিশোরদের শ্যামলী বারবার অনুরোধ করলেও তারা কথা শোনেনি ৷ কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি নুরকে ধাক্কা মারে ৷ সে ছিটকে যায় ৷ তাকে বাঁচাতে গিয়ে সাদাফ আলম নামে এক কিশোর আহত হয় ৷ এই ঘটনার পরই বাকি দুই কিশোর সেখান থেকে পালিয়ে যায় ৷ স্থানীয়রা নুর ও সাদাফকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করে ৷ সেখানে চিকিৎসকরা নুরকে মৃত বলে ঘোষণা করে ৷ সাদাফের চিকিৎসা চলছে ৷

নুরের বাবা মহম্মদ রফিক আনসারি বলেন, "গতকাল ছেলেকে ফোন করে বাড়ি ফিরতে বলি ৷ সে জানায় রেল স্টেশনের সামনে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে ৷ কিছুক্ষণ পরে জানতে পারি ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ হাসপাতালে গিয়ে দেখি নুর মারা গেছে ৷ কীভাবে মারা গেল তার সঠিক কারণ জানতে পারিনি ৷ এই ঘটনার জন্য তার তিন বন্ধু দায়ি ৷ তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করব ৷ " পরে নুরের বাবা থানায় অভিযোগ দায়ের করেছেন ৷

দেখুন ভিডিয়ো

দুর্ঘটনায় আহত সাদাফ আলম বলে, "গতকাল বিকেলে নুর আমার বাড়িতে এসে রেললাইনের উপর টিকটক ভিডিয়ো বানাবে বলে ৷ আমি প্রথমে বারণ করি ৷ সে আমার মোবাইল নিয়ে যেতে চেয়েছিল ৷ মোবাইল নিয়ে আমিও তার সঙ্গে যাই ৷ রেললাইনে ট্রেনটি আসার সময় আমি নুরের ভিডিয়ো করছিলাম ৷ হঠাৎ ট্রেনটি নুরকে ধাক্কা মারে ৷ সে আমার উপর এসে পড়ে ৷ সঙ্গে সঙ্গে আমি অজ্ঞান হয়ে যাই ৷ এমন ঘটবে ভাবতে পারিনি ৷ "

Intro:পুরুলিয়া : ভারতবর্ষের জনপ্রিয় এপ্সএ টিকটক l যে টিকটক ভিডিও বানাতে মাতোয়ারা আট থেকে আশি সকল মানুষ l এই টিকটক ভিডিও যে কারও প্রাণ কেড়ে নিতে পারে তা ভাবা ছিল না কারুরই l গতকালের পুরুলিয়ার ঘটনায় তারই চাক্ষুস প্রমাণ l সেই জনপ্রিয় টিকটক ভিডিও বানাতে গিয়ে প্রাণ দিতে প্রাণ খোয়াতে হল মাত্র 17 বছর বয়সী নূর আনসারীকে l সে নিজেও বুঝতে পারেনি এই জীবনে শেষবার মোবাইলের ক্যামেরামুখী হবে সে l ঘটনায় আহত হয়েছেন তারই এক প্রিয় বন্ধু সাদাফ আলম l ঘটনার কথা মানতে নারাজ মৃতের পরিবার l এইভাবে দুর্ঘটনার কথা মেনে নিতে পারছেন না নূরের পরিবার l প্রকৃত তদন্তের দাবিতে আজ সদর থানায় অভিযোগ দায়ের মৃতের বাবার l ঘটনায় শোকাহত পরিবার সহ গোটা এলাকা l এই ঘটনার আসল রহস্য কি? কিভাবে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা l তাঁর আসল উদ্ঘাটনে ইটিভি ভারতের প্রতিনিধি ক্যামেরা নিয়ে হাজির ঘটনাস্থলে এবং মৃতের পরিবারে lBody:এদিনের সেই মর্মান্তিক ঘটনার একমাত্র সাক্ষী শ্যামলী বাউরী জানান, "প্রতিদিনের মতো এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম l এখানে এসে দেখি চার যুবক রেল লাইনের উপর দাঁড়িয়ে মোবাইল ছবি তুলছে l তাঁদের বার বার সেখান থেকে সরে যেতে অনুরোধ করি l কিন্তু ওরা কথা শোনেনি l সেই সময়ই ওদিক থেকে দ্রুত গতিতে একটি ট্রেন আসতে দেখা যায় l আবার তাঁদের সতর্ক করলেও তারা আমার কথায় কানই দেননি l মুহূর্তের মধ্যে ট্রেনটি এসে ধাক্কা মারে এক এক যুবককে ছিটকে পড়ে সেই যুবক l তাকে বাঁচাতে গিয়ে আহত হয় আরও একজন l ঘটনার পরই জোরে জোরে চিৎকার করতে থাকি l প্রতিবেশীরা সেখানে ছুটে এসে তাঁদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় l বাকি দুজন যুবক পালিয়ে যায় l এর আগেও বহুবার ওদের এখানে ভিডিও তুলতে দেখেছি l"

মৃতের বাবার মোহম্মদ রফিক আনসারী জানান, "ঘটনার আগে বিকেল বেলায় ছেলেকে ফোন করে জিজ্ঞেস করি কোথায় আছিস? ছেলে জানায় সে রেল স্টেশনে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে l তাকে বাড়িতেও আসতে বলি l কিন্তু কিছুক্ষন পরই খবর আসে ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে l তা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে l হাসপাতালে গিয়ে দেখি ছেলের মারা গিয়েছে l কিন্তু ঘটনার আসল কারণ কি তা এখনও জানতে পারিনি l এই ঘটনার জন্য দায়ী তার তিন বন্ধু l সদর থানায় ওই তিন বন্ধুর নাম অভিযোগ দায়ের করা হবে l"Conclusion:আবার নূর আনসারীর যে বন্ধু মোবাইল এ টিকটক ভিডিও তুলছিল আহত সেই সাদাফ আলম জানায়, "বিকেল বেলায় সে আমার বাড়িতে এসে বলে চল টিকটক ভিডিও বানাবো রেল লাইনের উপর l আমি তাকে বারণও করি l যেহেতু আমার দামি মোবাইল তাই সে আমার মোবাইল নিয়ে যেতে চেয়েছিল l আমিও বললাম সঙ্গে যাবো l সেখানে গিয়ে ট্রেন আসকালীন ওর টিকটক ভিডিও আমিই তুলছিলাম l পিছন দিক থেকে হঠাৎ একটি ট্রেন এসে তাকে ধাক্কা মারে l সে আমার উপর আছড়ে পড়ে l আমি অজ্ঞান হয়ে যায় l কিছুক্ষন পরই দেখি লোকজন আমাকে এবং নূরকে তুলে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করে l ভাবতেও পারিনি এরকম ঘটনা ঘটতে পারে l"
Last Updated : Aug 19, 2019, 11:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.