ETV Bharat / state

সাড়ে তিন বছর ধরে জেলবন্দি পুরুলিয়ার শিক্ষক শুভজিৎ, মুক্তির আশায় পরিজনরা - Saumitra Khan

সাড়ে তিন বছর ধরে জেলবন্দি রয়েছেন পুরুলিয়ার প্রাথমিক শিক্ষক শুভজিৎ মাহাতো ৷ পুলিশের অভিযোগ, শুভজিৎ গাঁজা পাচারের সঙ্গে যুক্ত ছিলেন ৷ তবে পাল্টা অভিযোগ, পুলিশ তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে ৷ তাঁর মুক্তির আশায় দিন গুনছেন পরিজন-বন্ধুবান্ধবরা ৷

জেলবন্দি পুরুলিয়ায় শিক্ষক শুভজিৎ, মুক্তির আশায় পরিজনরা
জেলবন্দি পুরুলিয়ায় শিক্ষক শুভজিৎ, মুক্তির আশায় পরিজনরা
author img

By

Published : Jun 17, 2021, 12:29 PM IST

Updated : Jun 17, 2021, 8:33 PM IST

পুরুলিয়া, 17 জুন : গত সাড়ে তিন বছর ধরে জেলবন্দি শুভজিৎ মাহাতো ৷ 2017 সালে গাঁজা পাচাররের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷ তবে পাল্টা অভিযোগ ওঠে, পুলিশের বিরুদ্ধে ও শুভজিৎকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওঠে ৷ তাঁর দাদা মুকুল রায়ের (Mukul Roy) ঘনিষ্ঠ হওয়ার জন্যই ভাইকে ফাঁসানো হচ্ছে বলে ৷ তাই এটা রাজনৈতিক ষড়যন্ত্র ৷ সেই সময় শুভজিতের মুক্তির দাবিতে পথে নেমেছিলেন স্থানীয়রা ৷ উত্তাল হয়েছিল পুরুলিয়ার রাজনীতি ৷ তারপর মুকুল রায়-সহ বিজেপি নেতারা এটা শাসক তৃণমূলের চক্রান্ত বলে সরব হন ৷ গত সাড়ে তিন বছর ধরে পুরুলিয়া জেলা সংশোধনাগারে (Purulia District Correctional Home) রয়েছেন শুভজিৎ ৷

2017 সালের 29 নভেম্বর পেশায় শিক্ষক শুভজিৎ মাহাতোকে গাঁজা কেসে পুলিশ গ্রেফতার করেছিল ৷ সেই সময় আদালতকে পুলিশ জানায়, পুরুলিয়ার সৈনিক স্কুলের কাছে নাকা চেকিংয়ে গাঁজা-সহ ধরা পড়েছেন তিনি ৷ তবে পাল্টা অভিযোগ, পুলিশ মিথ্যা বলছে ৷ শুভজিৎকে ফাঁসানো হয়েছে ৷ গ্রেফতারির কিছুদিন আগেই জয়পুরে সার্কেলের বাঁধডির একটি প্রাথমিক স্কুলে সদ্য চাকরিতে যোগ দেন শুভজিৎ ৷ সেদিন ভোরে পুলিশ তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ৷ বলা হয়, তাঁর স্কুলে মিড-ডে মিলের চাল-ডাল চুরি গিয়েছে ৷ তাই তাঁকে পুলিশের সঙ্গে থানায় আসতে হবে ৷ থানায় নিয়ে এসেই তাঁকে গাঁজা পাচার কাণ্ডে যুক্ত থাকার কারণে গ্রেফতার করা হয় ৷ বলা হয়, তাঁর কাছ থেকে গাঁজা পাওয়া গিয়েছে ৷

শুভজিতের মুক্তির বিষয়ে অবশ্য আশাবাদী তাঁর বাবা সুবোধ মাহাতো ৷ তিনি জানান, মুকুল রায় সব সময়ই তাঁদের পাশে রয়েছেন ৷ নিয়মিত তাঁদের খোঁজখবরও নেন ৷ বলেন, "আমরা তো মুকুল রায়কেই জানি ৷ আমাদের ওঁর প্রতি ভরসা রয়েছে ৷ আশা করি দাদা কিছু একটা ব্যবস্থা করবেন ৷ ছেলে শীঘ্রই বাড়ি ফিরবে ৷" বন্ধু দীপক মাহাতো বলেন, "আমরা যেকোনও মূল্যে শুভজিতের মুক্তি চাই ৷"

সাড়ে তিন বছর ধরে জেলবন্দি পুরুলিয়ার শিক্ষক শুভজিৎ, মুক্তির আশায় পরিজনরা

শুভজিৎ গ্রেফতার হওয়ার পরই মুকুল রায়-সহ বিজেপি নেতা-কর্মীরাও দাবি করেন, মিথ্যা মামলায় শুভজিৎকে ফাঁসানো হয়েছে ৷ শুভজিতের দাদা সুরজিৎ মাহাতো মুকুল রায়ের ছায়াসঙ্গী ছিলেন তৃণমূলে থাকার সময় থেকেই ৷ তারপর মুকুল বিজেপিতে যেতেই না যেতেই শুভজিৎকে গ্রেফতার করে পুলিশ ৷ শুভজিতের গ্রেফতারি নিয়ে পুরুলিয়ায় জনসভায় প্রকাশ্যে মুকুল রায়কে রাজ্য সরকার এবং পুলিশের বিরুদ্ধে তোপ দাগতে শোনা গিয়েছে ৷ গত বিধানসভা নির্বাচনের আগেও অনেকবার শুভজিৎদের বাড়িতেও গিয়েছেন বিজেপি নেতারা ৷ পাশে থাকার আশ্বাস দিয়েছেন তাঁরা ৷ সেই তালিকায় মুকুল রায়ের পাশাপাশি রয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), সৌমিত্র খাঁ (Saumitra Khan)-রাও ৷ তবে এখন রাজ্য রাজনীতিতে অনেকটা পরিবর্তন ঘটে গিয়েছে ৷ মুকুল রায় ফের তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছেন ৷ এবার কি শুভজিৎ মুক্তি পাবেন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধবদের পাশাপাশি পুরুলিয়াবাসীর মনে ৷

পুরুলিয়া জেলার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, "আমাদের বহু কার্যকর্তাকে তৃণমূল এভাবে মিথ্যা মামলায় ফাঁসিয়ে রেখেছে ৷ তবু এটুকু বলতে পারি যে আইনের ওপর আমাদের আস্থা আছে ৷" অন্যদিকে পুরুলিয়া জেলার তৃণমূল মুখপাত্র নবেন্দু মাহালির প্রতিক্রিয়া, "এটি বিচারাধীন রয়েছে ৷ তাই এ-বিষয়ে কোনও মন্তব্য করা যায় না ৷"

পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব, প্রতিবেশী সবাই অপেক্ষা করছেন কবে বাড়ি ফিরবেন শুভজিৎ ৷ এখন দেখার কবে মুক্তি পান এই শিক্ষক ৷

আরও পড়ুন : বাংলায় আদিবাসীরা ভোট পরবর্তী হিংসার শিকার, দাবি জাতীয় তফসিলি উপজাতি কমিশনের

পুরুলিয়া, 17 জুন : গত সাড়ে তিন বছর ধরে জেলবন্দি শুভজিৎ মাহাতো ৷ 2017 সালে গাঁজা পাচাররের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷ তবে পাল্টা অভিযোগ ওঠে, পুলিশের বিরুদ্ধে ও শুভজিৎকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওঠে ৷ তাঁর দাদা মুকুল রায়ের (Mukul Roy) ঘনিষ্ঠ হওয়ার জন্যই ভাইকে ফাঁসানো হচ্ছে বলে ৷ তাই এটা রাজনৈতিক ষড়যন্ত্র ৷ সেই সময় শুভজিতের মুক্তির দাবিতে পথে নেমেছিলেন স্থানীয়রা ৷ উত্তাল হয়েছিল পুরুলিয়ার রাজনীতি ৷ তারপর মুকুল রায়-সহ বিজেপি নেতারা এটা শাসক তৃণমূলের চক্রান্ত বলে সরব হন ৷ গত সাড়ে তিন বছর ধরে পুরুলিয়া জেলা সংশোধনাগারে (Purulia District Correctional Home) রয়েছেন শুভজিৎ ৷

2017 সালের 29 নভেম্বর পেশায় শিক্ষক শুভজিৎ মাহাতোকে গাঁজা কেসে পুলিশ গ্রেফতার করেছিল ৷ সেই সময় আদালতকে পুলিশ জানায়, পুরুলিয়ার সৈনিক স্কুলের কাছে নাকা চেকিংয়ে গাঁজা-সহ ধরা পড়েছেন তিনি ৷ তবে পাল্টা অভিযোগ, পুলিশ মিথ্যা বলছে ৷ শুভজিৎকে ফাঁসানো হয়েছে ৷ গ্রেফতারির কিছুদিন আগেই জয়পুরে সার্কেলের বাঁধডির একটি প্রাথমিক স্কুলে সদ্য চাকরিতে যোগ দেন শুভজিৎ ৷ সেদিন ভোরে পুলিশ তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ৷ বলা হয়, তাঁর স্কুলে মিড-ডে মিলের চাল-ডাল চুরি গিয়েছে ৷ তাই তাঁকে পুলিশের সঙ্গে থানায় আসতে হবে ৷ থানায় নিয়ে এসেই তাঁকে গাঁজা পাচার কাণ্ডে যুক্ত থাকার কারণে গ্রেফতার করা হয় ৷ বলা হয়, তাঁর কাছ থেকে গাঁজা পাওয়া গিয়েছে ৷

শুভজিতের মুক্তির বিষয়ে অবশ্য আশাবাদী তাঁর বাবা সুবোধ মাহাতো ৷ তিনি জানান, মুকুল রায় সব সময়ই তাঁদের পাশে রয়েছেন ৷ নিয়মিত তাঁদের খোঁজখবরও নেন ৷ বলেন, "আমরা তো মুকুল রায়কেই জানি ৷ আমাদের ওঁর প্রতি ভরসা রয়েছে ৷ আশা করি দাদা কিছু একটা ব্যবস্থা করবেন ৷ ছেলে শীঘ্রই বাড়ি ফিরবে ৷" বন্ধু দীপক মাহাতো বলেন, "আমরা যেকোনও মূল্যে শুভজিতের মুক্তি চাই ৷"

সাড়ে তিন বছর ধরে জেলবন্দি পুরুলিয়ার শিক্ষক শুভজিৎ, মুক্তির আশায় পরিজনরা

শুভজিৎ গ্রেফতার হওয়ার পরই মুকুল রায়-সহ বিজেপি নেতা-কর্মীরাও দাবি করেন, মিথ্যা মামলায় শুভজিৎকে ফাঁসানো হয়েছে ৷ শুভজিতের দাদা সুরজিৎ মাহাতো মুকুল রায়ের ছায়াসঙ্গী ছিলেন তৃণমূলে থাকার সময় থেকেই ৷ তারপর মুকুল বিজেপিতে যেতেই না যেতেই শুভজিৎকে গ্রেফতার করে পুলিশ ৷ শুভজিতের গ্রেফতারি নিয়ে পুরুলিয়ায় জনসভায় প্রকাশ্যে মুকুল রায়কে রাজ্য সরকার এবং পুলিশের বিরুদ্ধে তোপ দাগতে শোনা গিয়েছে ৷ গত বিধানসভা নির্বাচনের আগেও অনেকবার শুভজিৎদের বাড়িতেও গিয়েছেন বিজেপি নেতারা ৷ পাশে থাকার আশ্বাস দিয়েছেন তাঁরা ৷ সেই তালিকায় মুকুল রায়ের পাশাপাশি রয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), সৌমিত্র খাঁ (Saumitra Khan)-রাও ৷ তবে এখন রাজ্য রাজনীতিতে অনেকটা পরিবর্তন ঘটে গিয়েছে ৷ মুকুল রায় ফের তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছেন ৷ এবার কি শুভজিৎ মুক্তি পাবেন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধবদের পাশাপাশি পুরুলিয়াবাসীর মনে ৷

পুরুলিয়া জেলার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, "আমাদের বহু কার্যকর্তাকে তৃণমূল এভাবে মিথ্যা মামলায় ফাঁসিয়ে রেখেছে ৷ তবু এটুকু বলতে পারি যে আইনের ওপর আমাদের আস্থা আছে ৷" অন্যদিকে পুরুলিয়া জেলার তৃণমূল মুখপাত্র নবেন্দু মাহালির প্রতিক্রিয়া, "এটি বিচারাধীন রয়েছে ৷ তাই এ-বিষয়ে কোনও মন্তব্য করা যায় না ৷"

পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব, প্রতিবেশী সবাই অপেক্ষা করছেন কবে বাড়ি ফিরবেন শুভজিৎ ৷ এখন দেখার কবে মুক্তি পান এই শিক্ষক ৷

আরও পড়ুন : বাংলায় আদিবাসীরা ভোট পরবর্তী হিংসার শিকার, দাবি জাতীয় তফসিলি উপজাতি কমিশনের

Last Updated : Jun 17, 2021, 8:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.