ETV Bharat / state

Electrified Death of Student : চাষের জমিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত একাদশ শ্রেণির পরীক্ষার্থী - purulia news

সবজির জমিতে জল দেওয়ার জন্য হুকিং করে ইলেকট্রিক তার বিছানো থাকে রাস্তায় ৷ সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল একাদশ শ্রেণির এক পরীক্ষার্থীর (Electrified Death of Student) ৷

Electrocution Death
বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত একাদশ শ্রেণির পরীক্ষার্থী
author img

By

Published : Apr 22, 2022, 3:35 PM IST

পুরুলিয়া, 22 এপ্রিল : চাষের জমির সামনে দিয়ে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল একাদশ শ্রেণির পরীক্ষার্থীর । ঘটনার জেরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পুরুলিয়ার বাঘমুন্ডি থানার অধীনে সুইসা ফাঁড়ির অন্তর্গত ঝাড়খণ্ড লাগুয়া বুড়াংবুরু গ্রামে । মৃত ছাত্রের নাম অশ্বিনী কুইরী (17) ৷

বৃহস্পতিবার দুপুরে স্থানীয় একটি শসা ক্ষেতের সামনে ছেলেকে পড়ে থাকতে দেখেন বাবা-মা ৷ পরিবারের লোকজন দেহটি উদ্ধার করে বাঘমুন্ডি পাথরডি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন (Electrified Death of class 11 Examinee in Purulia ) ।

স্থানীয়রা জানান, গ্রাম থেকে প্রায় তিন কিলোমিটার দূরে নদীর পাড় পর্যন্ত ইলেকট্রিক তার বিছানো রয়েছে । বুড়াংবুরু পশ্চিমবঙ্গের মধ্য পড়ে । বেঙ্গল থেকে এলটি লাইনের বিদ্যুৎ হুকিং করে ঝাড়খণ্ড বর্ডারের তিরুলডি থানার অন্তর্গত সাপারুং পর্যন্ত ইলেকট্রিক তারের কানেকশন নিয়ে যাওয়া হয়েছে সবজি চাষের জন্য ৷ সবজির জমিতে জল দেওয়ার জন্য ওই তারের মাধ্যমে ইলেকট্রিক পাম্প চালানো হয় ৷ গ্রামের একাংশ মানুষ এই কাজ করেছে ৷ ওই তার কোনও খানে ছিঁড়ে যাওয়ার জন্য বা বন্য হাতি তাড়ানোর জন্য বিদ্যুৎ সংযোগ থাকার ফলে ওই কিশোরের মৃত্যু হয় বলে তাঁদের অনুমান ।
খবর পেয়ে পাথরডি স্বাস্থ্যকেন্দ্রে যান বাঘমুন্ডি থানার পুলিশ । শুক্রবার দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে পাঠানো হয় ।

আরও পড়ুন : Death In Purulia : পুরুলিয়ায় জলে ডুবে তিন জনের মৃত্যু

পুরুলিয়া, 22 এপ্রিল : চাষের জমির সামনে দিয়ে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল একাদশ শ্রেণির পরীক্ষার্থীর । ঘটনার জেরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পুরুলিয়ার বাঘমুন্ডি থানার অধীনে সুইসা ফাঁড়ির অন্তর্গত ঝাড়খণ্ড লাগুয়া বুড়াংবুরু গ্রামে । মৃত ছাত্রের নাম অশ্বিনী কুইরী (17) ৷

বৃহস্পতিবার দুপুরে স্থানীয় একটি শসা ক্ষেতের সামনে ছেলেকে পড়ে থাকতে দেখেন বাবা-মা ৷ পরিবারের লোকজন দেহটি উদ্ধার করে বাঘমুন্ডি পাথরডি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন (Electrified Death of class 11 Examinee in Purulia ) ।

স্থানীয়রা জানান, গ্রাম থেকে প্রায় তিন কিলোমিটার দূরে নদীর পাড় পর্যন্ত ইলেকট্রিক তার বিছানো রয়েছে । বুড়াংবুরু পশ্চিমবঙ্গের মধ্য পড়ে । বেঙ্গল থেকে এলটি লাইনের বিদ্যুৎ হুকিং করে ঝাড়খণ্ড বর্ডারের তিরুলডি থানার অন্তর্গত সাপারুং পর্যন্ত ইলেকট্রিক তারের কানেকশন নিয়ে যাওয়া হয়েছে সবজি চাষের জন্য ৷ সবজির জমিতে জল দেওয়ার জন্য ওই তারের মাধ্যমে ইলেকট্রিক পাম্প চালানো হয় ৷ গ্রামের একাংশ মানুষ এই কাজ করেছে ৷ ওই তার কোনও খানে ছিঁড়ে যাওয়ার জন্য বা বন্য হাতি তাড়ানোর জন্য বিদ্যুৎ সংযোগ থাকার ফলে ওই কিশোরের মৃত্যু হয় বলে তাঁদের অনুমান ।
খবর পেয়ে পাথরডি স্বাস্থ্যকেন্দ্রে যান বাঘমুন্ডি থানার পুলিশ । শুক্রবার দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে পাঠানো হয় ।

আরও পড়ুন : Death In Purulia : পুরুলিয়ায় জলে ডুবে তিন জনের মৃত্যু

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.