পুরুলিয়া, 11 অক্টোবর : কোরোনা পরিস্থিতিতে কেমন আছে অযোধ্যা পাহাড়বাসী । সেখানে গিয়ে স্থানীয় বাসিন্দাদের বর্তমান হাল হকিকতের খোঁজ নিলেন পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার l পাশাপাশি জেলা প্রশাসনের নির্দেশমতো সেখানকার পর্যটনের সঙ্গে জড়িত এবং হোটেল বা অন্যান্য ব্যবসার সঙ্গে জড়িত মানুষদের কোরোনা পরীক্ষার জন্য লালারসের নমুনা সংগ্রহ করে চিকিৎসকদের একটি বিশেষ দল l শুধু তাই নয়, কোরোনা পরিস্থিতিতে বাঘমুন্ডি এলাকায় 100 দিনের কাজ ও মাটির সৃষ্টি প্রকল্পের কাজ সরেজমিনে খতিয়ে দেখেন তিনি l একইসঙ্গে রেশন সামগ্রী ঠিকমতো পাচ্ছেন কি না গ্রামবাসীদের সঙ্গে সরাসরি আলোচনা করেন তিনি l জেলাশাসকের উপস্থিতিতেই এদিন স্কুল পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় সবুজ সাথী প্রকল্পের সাইকেল l কোরোনা পরিস্থিতিতে সচেতন করা হয় তাঁদের l পরে অযোধ্যা পাহাড়ে প্রশাসনিক আধিকারিকদের সাথে আলোচনা করে পাহাড়কে আরও ভালোভাবে সাজিয়ে তোলার পরিকল্পনা করেন জেলাশাসক রাহুল মজুমদার ।
এ বিষয়ে জেলাশাসক রাহুল মজুমদার জানান, "বর্তমান কোরোনা পরিস্থিতিতে পুরুলিয়া পর্যটন শিল্পে ভাটা পড়েছে l পর্যটকদের আনাগোনাও কমেছে l এমত অবস্থায় পর্যটনের সঙ্গে জড়িত অযোধ্যা পাহাড়বাসী কেমন আছেন ? তাঁরা 100 দিনের কাজ বা মাটির সৃষ্টি প্রকল্পের কাজ পাচ্ছেন কি না, রেশন সামগ্রী ঠিকঠাক পাচ্ছেন এই বিষয়গুলি এদিন খতিয়ে দেখা হল l পাশাপাশি পর্যটনের সঙ্গে জড়িত সেখানকার ব্যবসায়ী, কর্মচারী এবং স্থানীয় মানুষের কোরোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয় l একইসঙ্গে পাহাড়কে আরও সাজিয়ে তোলার পরিকল্পনা করা হয় l পরে বাঘমুন্ডি রাঙা স্কুলের নবম শ্রেণির ছাত্র-ছাত্রীদের হাতে সবুজ সাথী প্রকল্পের সাইকেল তুলে দেওয়া হয় l এর পাশাপাশি তাঁদের কোরোনা নিয়ে সচেতন করা হয় ।"