ETV Bharat / state

Jhalda Municipality By-Election : রাত পোহালেই ঝালদায় উপনির্বাচন, তপনের শূন্যস্থান পূরণে মরিয়া মিঠুন - Jhalda Municipality By Electio

কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের পর আগামিকাল ফের উপনির্বাচন ঝালদা 2 নম্বর ওয়ার্ডে । নির্বাচনী প্রচার সেরে ফেলেছেন সবক'টি রাজনৈতিক দলের নেতা-কর্মীরা (Congress eyes to win Jhalda Municipality By Election) ।

Jhalda Municipality By-Election News
Jhalda Municipality By-Election News
author img

By

Published : Jun 25, 2022, 10:31 PM IST

পুরুলিয়া, 25 জুন : রাত পোহালেই ঝালদায় উপনির্বাচন । ঝালদা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে আগামিকাল ফের উপনির্বাচন হবে ওই আসনটিতে । এই নির্বাচনই এখন আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে ঝালদা শহর-তথা জেলাবাসীর কাছে (Congress eyes to win Jhalda Municipality By Election)।

ইতিমধ্যেই নির্বাচনী প্রচার সেরে ফেলেছেন সবক'টি রাজনৈতিক দলের নেতা-কর্মীরা । এই আসনে এবার কংগ্রেসের বাজি মিঠুন কান্দু । দলের জেতা আসন, তার উপর প্রকাশ্যে তপন কান্দু খুনে উত্তাল হয়ে উঠেছিলেন ঝালদার মানুষ । ফলে এবারও তপন কান্দুর ভাইপো মিঠুন লড়াইয়ে বাড়তি অক্সিজেন পাবেন বলে মনে করছেন অনেকে ।

এবিষয়ে মিঠুন বলেন, ‘‘আমি তো নির্বাচনে দাঁড়াইনি ৷ এই ওয়ার্ডের মানুষ আমাকে দাঁড় করিয়েছেন । তাই ওনারা যে আমাকে জয়ী করবেন, আমি নিশ্চিত ।’’ নির্বাচনে জিতে কাকুর অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে চান মিঠুন । তাঁর জয়ের ব্যাপারে আশাবাদী নিহত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দুও । তিনি বলেন, ‘‘এই ওয়ার্ডের মানুষ মিঠুনকে চেয়েছেন ৷ আমিও চেয়েছি মিঠুন প্রার্থী হোক । আশা করি, এই ওয়ার্ডের মানুষ আমার স্বামীকে যেভাবে জয়ী করেছিলেন, সেভাবে মিঠুনকেও জয়ী করিয়ে আমার স্বামীকে শ্রদ্ধাঞ্জলি দেবেন ।’’

অন্যদিকে জয়ের ব্যাপারে আশাবাদী তৃণমূল কংগ্রেস প্রার্থী জগন্নাথ রজকও । তিনি বলেন, ‘‘প্রচারে ব্যাপক সাড়া পেয়েছি । অবধারিত জিতব । মুখ্যমন্ত্রীর উন্নয়নের কাজকে এগিয়ে নিয়ে যাব ।’’ বিজেপি প্রার্থী পরেশ চন্দ্র দাসেরও দাবি তিনিই জিতবেন ৷ গেরুয়াশিবিরের প্রার্থী বলেন, ‘‘আমিই একমাত্র যোগ্য প্রার্থী । মানুষ যদি একটু ভাবনা-চিন্তা করে সচেতনভাবে ভোট দেন, তাহলে আমিই জিতব ।’’ যদিও তাঁকে প্রার্থী করলেও দল কোনওরকম সহযোগিতা করেনি বলেও উষ্মাপ্রকাশ করেছেন তিনি ।

আরও পড়ুন : তৃণমূলের উপপ্রধান ও পঞ্চায়েত সদস্যার অন্তরঙ্গ ছবি ভাইরাল

পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো বলেন, ‘‘আমরা জয়ের ব্যাপারে 100 ভাগ আশাবাদী । তপন কান্দু যে রাজনৈতিক কারণে খুন হয়েছেন, তা পরিষ্কার ৷ কারণ ধৃত দীপক, সত্যবান তৃণমূল কংগ্রেস কর্মী । তপন যে রাজনৈতিক কারণে খুন হয়েছেন, সিবিআই চার্জশিটেও সেকথা লেখা রয়েছে ৷’’

প্রসঙ্গত, ভোটের দায়িত্বে থাকছেন না ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষ । অসুস্থতাজনিত কারণে তিনি ছুটিতে রয়েছেন বলে জানা গিয়েছে । তপন কান্দু খুনের ঘটনায় বিতর্কে জড়িয়েছিলেন আইসি সঞ্জীব ঘোষ । একাধিক ভাইরাল অডিয়োতে শোনা গিয়েছিল তপন কান্দুর ভাইপো মিঠুনের সঙ্গে তাঁকে কথা বলতে । (যদিও ওই অডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত) ৷ এমনকী আইসি-র দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন নিহতের স্ত্রী পূর্ণিমা কান্দুও । তাই কি এবার বিতর্ক এড়াতেই আইসিকে ছুটিতে পাঠাল প্রশাসন ? উঠছে প্রশ্ন ।

পুরুলিয়া, 25 জুন : রাত পোহালেই ঝালদায় উপনির্বাচন । ঝালদা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে আগামিকাল ফের উপনির্বাচন হবে ওই আসনটিতে । এই নির্বাচনই এখন আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে ঝালদা শহর-তথা জেলাবাসীর কাছে (Congress eyes to win Jhalda Municipality By Election)।

ইতিমধ্যেই নির্বাচনী প্রচার সেরে ফেলেছেন সবক'টি রাজনৈতিক দলের নেতা-কর্মীরা । এই আসনে এবার কংগ্রেসের বাজি মিঠুন কান্দু । দলের জেতা আসন, তার উপর প্রকাশ্যে তপন কান্দু খুনে উত্তাল হয়ে উঠেছিলেন ঝালদার মানুষ । ফলে এবারও তপন কান্দুর ভাইপো মিঠুন লড়াইয়ে বাড়তি অক্সিজেন পাবেন বলে মনে করছেন অনেকে ।

এবিষয়ে মিঠুন বলেন, ‘‘আমি তো নির্বাচনে দাঁড়াইনি ৷ এই ওয়ার্ডের মানুষ আমাকে দাঁড় করিয়েছেন । তাই ওনারা যে আমাকে জয়ী করবেন, আমি নিশ্চিত ।’’ নির্বাচনে জিতে কাকুর অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে চান মিঠুন । তাঁর জয়ের ব্যাপারে আশাবাদী নিহত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দুও । তিনি বলেন, ‘‘এই ওয়ার্ডের মানুষ মিঠুনকে চেয়েছেন ৷ আমিও চেয়েছি মিঠুন প্রার্থী হোক । আশা করি, এই ওয়ার্ডের মানুষ আমার স্বামীকে যেভাবে জয়ী করেছিলেন, সেভাবে মিঠুনকেও জয়ী করিয়ে আমার স্বামীকে শ্রদ্ধাঞ্জলি দেবেন ।’’

অন্যদিকে জয়ের ব্যাপারে আশাবাদী তৃণমূল কংগ্রেস প্রার্থী জগন্নাথ রজকও । তিনি বলেন, ‘‘প্রচারে ব্যাপক সাড়া পেয়েছি । অবধারিত জিতব । মুখ্যমন্ত্রীর উন্নয়নের কাজকে এগিয়ে নিয়ে যাব ।’’ বিজেপি প্রার্থী পরেশ চন্দ্র দাসেরও দাবি তিনিই জিতবেন ৷ গেরুয়াশিবিরের প্রার্থী বলেন, ‘‘আমিই একমাত্র যোগ্য প্রার্থী । মানুষ যদি একটু ভাবনা-চিন্তা করে সচেতনভাবে ভোট দেন, তাহলে আমিই জিতব ।’’ যদিও তাঁকে প্রার্থী করলেও দল কোনওরকম সহযোগিতা করেনি বলেও উষ্মাপ্রকাশ করেছেন তিনি ।

আরও পড়ুন : তৃণমূলের উপপ্রধান ও পঞ্চায়েত সদস্যার অন্তরঙ্গ ছবি ভাইরাল

পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো বলেন, ‘‘আমরা জয়ের ব্যাপারে 100 ভাগ আশাবাদী । তপন কান্দু যে রাজনৈতিক কারণে খুন হয়েছেন, তা পরিষ্কার ৷ কারণ ধৃত দীপক, সত্যবান তৃণমূল কংগ্রেস কর্মী । তপন যে রাজনৈতিক কারণে খুন হয়েছেন, সিবিআই চার্জশিটেও সেকথা লেখা রয়েছে ৷’’

প্রসঙ্গত, ভোটের দায়িত্বে থাকছেন না ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষ । অসুস্থতাজনিত কারণে তিনি ছুটিতে রয়েছেন বলে জানা গিয়েছে । তপন কান্দু খুনের ঘটনায় বিতর্কে জড়িয়েছিলেন আইসি সঞ্জীব ঘোষ । একাধিক ভাইরাল অডিয়োতে শোনা গিয়েছিল তপন কান্দুর ভাইপো মিঠুনের সঙ্গে তাঁকে কথা বলতে । (যদিও ওই অডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত) ৷ এমনকী আইসি-র দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন নিহতের স্ত্রী পূর্ণিমা কান্দুও । তাই কি এবার বিতর্ক এড়াতেই আইসিকে ছুটিতে পাঠাল প্রশাসন ? উঠছে প্রশ্ন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.