ঝালদা, 4 মে: তপন কান্দু খুনের ঘটনায় প্রত্যক্ষদর্শী সুভাষ গড়াইয়ের গোপন জবানবন্দি নেওয়া হল (Congress councillor's Murder case)৷ আজ তাঁকে পুরুলিয়া জেলা আদালতে নিয়ে যান সিবিআই আধিকারিকরা (statement of eyewitness Subhas Gorai recorded)৷
প্রায় এক মাস হতে চলল এই ঘটনার তদন্তভার সিবিআই-এর উপর দিয়েছে উচ্চ আদালত । প্রায় ফি দিনই ঝালদাতে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে কাউকে না কাউকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকছেন আধিকারিকরা । গতকালই ঝালদা এসডিপিও সুব্রত দেবকে ফের তলব করে সিবিআই । তার আগের দিন ঝালদা থানার এক আধিকারিক, যিনি নিরঞ্জন বৈষ্ণবের মৃত্যুর দিন প্রথম সেখানে উপস্থিত হয়েছিলেন, তাঁকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকেন সিবিআই আধিকারিকরা । এমনকি দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি অভিযান চালানোর জন্য সিবিআই-এর একটি দল মাঝেমধ্যে ঝাড়খণ্ডেও হানা দিচ্ছে বলে খবর ।
আরও পড়ুন: Jhalda Murder Case : তপন কান্দুর ছেলেকে খুনের হুমকির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে
কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় প্রত্যক্ষদর্শী তথা তাঁর বন্ধু সুভাষ গড়াই (Jhalda murder case) প্রথম খুনের ঘটনার লিখিত অভিযোগ করেছিলেন ৷ ঘটনার পরের দিন ঝালদা থানায় অভিযোগ জানান তিনি এবং তার পরের দিন অর্থাৎ 15 তারিখ নিহতের স্ত্রী পূর্ণিমা কান্দু জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন । পরবর্তীতে পূর্ণিমা কান্দুর গোপন জবানবন্দি নেওয়া হলেও সুভাষ গড়াই-এর কোনও গোপন জবানবন্দি এতদিন নেওয়া হয়নি । আজ সিবিআই-এর তদন্তকারীরা সুভাষ গড়াইকে নিয়ে যান পুরুলিয়া জেলা আদালতে । সেখানে গোপন জবানবন্দি দেন তপন কান্দু খুনের ঘটনায় প্রত্যক্ষদর্শী সুভাষ গড়াই ।
আরও পড়ুন: Tapan Kandu murder case : তপন কান্দু খুনে সাড়ে সাত ঘণ্টা জেরা আইসিকে