ETV Bharat / state

চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা, বাদ গেল সাফাই কর্মীর পা

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে দুর্ঘটনার কবলে সাফাই কর্মী । বাদ গেল পা । তাঁর আর একটি পাও বাদ যেতে পারে বলে হাসাপাতাল সূত্রে খবর ।

train accident
জখম সাফাই কর্মী
author img

By

Published : Dec 24, 2019, 10:53 AM IST

পুরুলিয়া, 24 ডিসেম্বর : চলন্ত ট্রেনে উঠতে গিয়েছিলেন । আর তাতেই বিপত্তি । ট্রেনের চাকায় পা কাটা গেল রেলের সাফাই কর্মীর । নাম মহম্মদ জামির । ঘটনাটি পুরুলিয়া স্টেশনের ।

পুরুলিয়ার আদ্রার বাসিন্দা মহম্মদ জামির । রেলের ডি গ্রুপের সাফাই কর্মী । গত রাতে বরাভূম-আসানসোল প্যাসেঞ্জার ট্রেনে চলন্ত অবস্থায় উঠতে গিয়েছিলেন তিনি । তখনই ট্রেনের চাকার তলায় চলে যান তিনি ।

এই ঘটনায় কাটা পড়ে জামিরের একটি পা । RPF ও GRP থানার পুলিশ জামিরকে উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে পাঠায় । অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গত রাতেই তাঁকে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় । হাসপাতাল সূত্রে খবর, জামিরের অন্য পায়ের অবস্থা আশঙ্কাজনক । তাই সেটিও কেটে বাদ দিতে হবে ।

পুরুলিয়া, 24 ডিসেম্বর : চলন্ত ট্রেনে উঠতে গিয়েছিলেন । আর তাতেই বিপত্তি । ট্রেনের চাকায় পা কাটা গেল রেলের সাফাই কর্মীর । নাম মহম্মদ জামির । ঘটনাটি পুরুলিয়া স্টেশনের ।

পুরুলিয়ার আদ্রার বাসিন্দা মহম্মদ জামির । রেলের ডি গ্রুপের সাফাই কর্মী । গত রাতে বরাভূম-আসানসোল প্যাসেঞ্জার ট্রেনে চলন্ত অবস্থায় উঠতে গিয়েছিলেন তিনি । তখনই ট্রেনের চাকার তলায় চলে যান তিনি ।

এই ঘটনায় কাটা পড়ে জামিরের একটি পা । RPF ও GRP থানার পুলিশ জামিরকে উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে পাঠায় । অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গত রাতেই তাঁকে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় । হাসপাতাল সূত্রে খবর, জামিরের অন্য পায়ের অবস্থা আশঙ্কাজনক । তাই সেটিও কেটে বাদ দিতে হবে ।

Intro:পুরুলিয়া : চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে হয়ে পা কাটা গেল এক রেলের ডি-গ্রুপের সাফাই কর্মীর l গতকাল রাতে ঘটনাটি ঘটে দক্ষিণ-পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনের পুরুলিয়া রেল স্টেশনে l বরাভূম-আসানসোল প্যাসেঞ্জার ট্রেনে উঠতে গিয়েই ঘটে এই দুর্ঘটনাটি l গুরুতর যখম ওই ব্যক্তির নাম মহম্মদ জামির l তার বাড়ি জেলার আদ্রা রেল শহরে l ঘটনার পরই তড়িঘড়ি আরপিএফ ও জিআরপি থানার পুলিশ তাকে উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসার পাঠায় l তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে বাঁকুড়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে স্থানান্তরিত করা হয় l হাসপাতাল সূত্রে খবর, তার অপর পাটির অবস্থা খারাপ হওয়ায় সেই পাটিও কেটে বাদ দিতে হবে l Body:পুরুলিয়া Conclusion:পুরুলিয়া
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.