ETV Bharat / state

মেলেনি দুর্গা প্রতিমা গড়ার বরাত , আর্থিক সংকটে পুরুলিয়ার মৃৎশিল্পীরা

author img

By

Published : Jun 29, 2020, 5:09 PM IST

দুর্গা মূর্তির বরাতের উপর নির্ভর করে সারাবছর চলে পুরুলিয়ার মৃৎশিল্পীদের । রথের দিন থেকে শুরু হয়ে যায় মূর্তি গড়ার কাজ । কিন্তু কোরোনা আবহে বরাত না মেলায় তাও বন্ধ রয়েছে ।

Purulia
মৃৎ শিল্পী

পুরুলিয়া , 29 জুন : দুর্গাপুজোর বাকি আর চার মাস । কিন্তু, এখনও পর্যন্ত মূর্তি গড়ার বরাত মেলেনি । অন্যান্য বছর এই সময় থেকে প্রতিমা গড়ার কাজ শুরু হয়ে যায় । কিন্তু, এবার বরাত না মেলায় তাও শুরু করতে পারেননি শিল্পীরা । এই পরিস্থিতিতে ধুঁকছে পুরুলিয়ার মৃৎশিল্প । শুধুমাত্র দুর্গাপুজো নয় , পুরুলিয়ার ঐতিহ্যবাহী উৎসব ভাদু । সেই মূর্তি গড়া ও বিশ্বকর্মা মূর্তি গড়ার বরাতও আসেনি । ফলে, সমস্যায় পড়েছেন পুরুলিয়ার মৃৎ শিল্পীরা ।

দেশজুড়ে লকডাউনে বিপর্যস্ত শিল্পব্যবস্থা । ছোটো থেকে বড় সব শিল্পেই এর প্রভাব পড়েছে । সবথেকে বেশি প্রভাব পড়েছে হস্তশিল্পে । এই হস্তশিল্পের মধ্যে অন্যতম মৃৎশিল্প । পুরুলিয়ার একটা বড় অংশের মানুষ এই শিল্পের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে । কিন্তু, টানা তিন মাসের বেশি লকডাউন । তার উপর সংক্রমণের ভয় । এই দুই কারণে মূর্তি বিক্রি বন্ধ । মেলেনি বরাত । তবে শুধুমাত্র এই তিন মাস নয় । তার আরও আগের থেকে ব্যবসায় মন্দা দেখা দিয়েছে । শিল্পীরা জানাচ্ছেন , দীর্ঘ প্রায় পাঁচ মাস ধরে কোনও মূর্তি গড়ার বরাত মেলেনি । অন্যান্য বছর রথের দিন থেকে দুর্গা প্রতিমা গড়ার কাজ শুরু করে দেন শিল্পীরা । মূর্তি গড়ার ডাক পড়ে ভিন জেলা থেকেও । কিন্তু এই বছর কোরোনা পরিস্থিতি বাধা হয়ে দাঁড়িয়েছে । ফলে, রোজগার সম্পূর্ণ বন্ধ । পেশাকে বাঁচিয়ে কীভাবে তাঁরা সংসার চালাবেন জানেন না । পরিস্থিতি স্বাভাবিক না হলে আত্মহত্যা করা ছাড়া আর কোনও পথ থাকবে না বলে জানাচ্ছেন তাঁরা ।

পুরুলিয়ার খ্যাতনামা মৃৎশিল্পী রবি সূত্রধর । তিনি নামোপাড়ার বাসিন্দা । বলছেন , "দীর্ঘ প্রায় পাঁচ মাস ধরে বেকার অবস্থায় রয়েছি । একটাও মূর্তি গড়ার বরাত আসেনি । অন্যান্য বছর রথের দিন থেকে দুর্গা প্রতিমা গড়ার বরাত আসে । ডাক পড়ে ভিন জেলা থেকেও । কিন্তু এবছর কোরোনা পরিস্থিতির কারণে দুর্গাপুজো নিয়েই সংশয় রয়েছে । তাই মূর্তি গড়ার বরাত এখনও আসেনি । রোজগার বলতে কিছু নেই । সংসার কীভাবে চালাব ভেবে পাচ্ছি না । ছোটো ছোটো মূর্তি বিক্রি কমে গেছে । ফলে, আর্থিক অবস্থা খুবই খারাপ । সারা জীবন মূর্তি গড়ার কাজ করে আসছি । অন্য পেশায় যাওয়ারও সামর্থ্য নেই । এই অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক না হলে আত্মহত্যা করা ছাড়া কোনও পথ থাকবে না ।"

অন্য এক মৃৎশিল্পী শিশির সূত্রধর বলেন , "কোরোনা পরিস্থিতির কারণে পুজো কমিটিগুলি দুর্গাপুজো করা নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেনি । ফলে, এখনও পর্যন্ত দুর্গা প্রতিমা গড়ার বরাত আসেনি । এদিকে হাতে সময়ও খুব কম । অন্যান্য প্রতিমা গড়লেও সারা বছরের আয় দুর্গা প্রতিমা গড়েই হয়ে থাকে । ডাকের সাজ বা থিম ঠাকুর তৈরি করে সারা বছর পেট চলে । কিন্তু, এবছর কোরোনা পরিস্থিতির কারণে একেবারেই কর্মহীন হয়ে পড়েছি । বাড়িতে ছোটো ছোটো মূর্তি গড়ার কাজ করে থাকি । কিন্তু, বাজারের অবস্থা মন্দা থাকায় সেগুলি বিক্রি হচ্ছে না । সরকারি সাহায্য বলতে শুধু রেশনের চাল । ধার করে চলছে সংসার । পরিস্থিতি কবে বদলায় এখন সেদিকে তাকিয়ে রয়েছি আমরা ।"

বর্তমানে এই কোরোনা পরিস্থিতির কারণে সবকিছু স্তব্ধ হয়ে গেছে । ব্যবসায় বাধা হয়ে দাঁড়িয়েছে কোরোনা । আর্থিক সংকটে ভুগছেন সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ । বাদ যাননি মৃৎশিল্পীরাও । নিজেদের পেশা ধরে রাখাটা এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে শিল্পীদের কাছে । সময় যত গড়াচ্ছে শিল্পীদের কপালে চিন্তার ভাঁজ ততই বাড়ছে । মূর্তি গড়ার বরাত যদি পান , তাহলে কীভাবে সময়ের মধ্যে তা করে উঠতে পারবেন ভেবে পাচ্ছেন না তাঁরা । তাই পরিস্থিতি বদলানোর দিকে তাকিয়ে রয়েছেন শিল্পীরা ।

পুরুলিয়া , 29 জুন : দুর্গাপুজোর বাকি আর চার মাস । কিন্তু, এখনও পর্যন্ত মূর্তি গড়ার বরাত মেলেনি । অন্যান্য বছর এই সময় থেকে প্রতিমা গড়ার কাজ শুরু হয়ে যায় । কিন্তু, এবার বরাত না মেলায় তাও শুরু করতে পারেননি শিল্পীরা । এই পরিস্থিতিতে ধুঁকছে পুরুলিয়ার মৃৎশিল্প । শুধুমাত্র দুর্গাপুজো নয় , পুরুলিয়ার ঐতিহ্যবাহী উৎসব ভাদু । সেই মূর্তি গড়া ও বিশ্বকর্মা মূর্তি গড়ার বরাতও আসেনি । ফলে, সমস্যায় পড়েছেন পুরুলিয়ার মৃৎ শিল্পীরা ।

দেশজুড়ে লকডাউনে বিপর্যস্ত শিল্পব্যবস্থা । ছোটো থেকে বড় সব শিল্পেই এর প্রভাব পড়েছে । সবথেকে বেশি প্রভাব পড়েছে হস্তশিল্পে । এই হস্তশিল্পের মধ্যে অন্যতম মৃৎশিল্প । পুরুলিয়ার একটা বড় অংশের মানুষ এই শিল্পের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে । কিন্তু, টানা তিন মাসের বেশি লকডাউন । তার উপর সংক্রমণের ভয় । এই দুই কারণে মূর্তি বিক্রি বন্ধ । মেলেনি বরাত । তবে শুধুমাত্র এই তিন মাস নয় । তার আরও আগের থেকে ব্যবসায় মন্দা দেখা দিয়েছে । শিল্পীরা জানাচ্ছেন , দীর্ঘ প্রায় পাঁচ মাস ধরে কোনও মূর্তি গড়ার বরাত মেলেনি । অন্যান্য বছর রথের দিন থেকে দুর্গা প্রতিমা গড়ার কাজ শুরু করে দেন শিল্পীরা । মূর্তি গড়ার ডাক পড়ে ভিন জেলা থেকেও । কিন্তু এই বছর কোরোনা পরিস্থিতি বাধা হয়ে দাঁড়িয়েছে । ফলে, রোজগার সম্পূর্ণ বন্ধ । পেশাকে বাঁচিয়ে কীভাবে তাঁরা সংসার চালাবেন জানেন না । পরিস্থিতি স্বাভাবিক না হলে আত্মহত্যা করা ছাড়া আর কোনও পথ থাকবে না বলে জানাচ্ছেন তাঁরা ।

পুরুলিয়ার খ্যাতনামা মৃৎশিল্পী রবি সূত্রধর । তিনি নামোপাড়ার বাসিন্দা । বলছেন , "দীর্ঘ প্রায় পাঁচ মাস ধরে বেকার অবস্থায় রয়েছি । একটাও মূর্তি গড়ার বরাত আসেনি । অন্যান্য বছর রথের দিন থেকে দুর্গা প্রতিমা গড়ার বরাত আসে । ডাক পড়ে ভিন জেলা থেকেও । কিন্তু এবছর কোরোনা পরিস্থিতির কারণে দুর্গাপুজো নিয়েই সংশয় রয়েছে । তাই মূর্তি গড়ার বরাত এখনও আসেনি । রোজগার বলতে কিছু নেই । সংসার কীভাবে চালাব ভেবে পাচ্ছি না । ছোটো ছোটো মূর্তি বিক্রি কমে গেছে । ফলে, আর্থিক অবস্থা খুবই খারাপ । সারা জীবন মূর্তি গড়ার কাজ করে আসছি । অন্য পেশায় যাওয়ারও সামর্থ্য নেই । এই অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক না হলে আত্মহত্যা করা ছাড়া কোনও পথ থাকবে না ।"

অন্য এক মৃৎশিল্পী শিশির সূত্রধর বলেন , "কোরোনা পরিস্থিতির কারণে পুজো কমিটিগুলি দুর্গাপুজো করা নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেনি । ফলে, এখনও পর্যন্ত দুর্গা প্রতিমা গড়ার বরাত আসেনি । এদিকে হাতে সময়ও খুব কম । অন্যান্য প্রতিমা গড়লেও সারা বছরের আয় দুর্গা প্রতিমা গড়েই হয়ে থাকে । ডাকের সাজ বা থিম ঠাকুর তৈরি করে সারা বছর পেট চলে । কিন্তু, এবছর কোরোনা পরিস্থিতির কারণে একেবারেই কর্মহীন হয়ে পড়েছি । বাড়িতে ছোটো ছোটো মূর্তি গড়ার কাজ করে থাকি । কিন্তু, বাজারের অবস্থা মন্দা থাকায় সেগুলি বিক্রি হচ্ছে না । সরকারি সাহায্য বলতে শুধু রেশনের চাল । ধার করে চলছে সংসার । পরিস্থিতি কবে বদলায় এখন সেদিকে তাকিয়ে রয়েছি আমরা ।"

বর্তমানে এই কোরোনা পরিস্থিতির কারণে সবকিছু স্তব্ধ হয়ে গেছে । ব্যবসায় বাধা হয়ে দাঁড়িয়েছে কোরোনা । আর্থিক সংকটে ভুগছেন সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ । বাদ যাননি মৃৎশিল্পীরাও । নিজেদের পেশা ধরে রাখাটা এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে শিল্পীদের কাছে । সময় যত গড়াচ্ছে শিল্পীদের কপালে চিন্তার ভাঁজ ততই বাড়ছে । মূর্তি গড়ার বরাত যদি পান , তাহলে কীভাবে সময়ের মধ্যে তা করে উঠতে পারবেন ভেবে পাচ্ছেন না তাঁরা । তাই পরিস্থিতি বদলানোর দিকে তাকিয়ে রয়েছেন শিল্পীরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.