সবজি বিক্রি ঘিরে উত্তপ্ত হরিহরপুর, মোতায়েন পুলিশ বাহিনী - Hariharpur
আজ হরিহরপুর এলাকায় সবজি বাজারে সবজির দাম বেশিতে বিক্রির অভিযোগ ওঠে ৷ এই নিয়ে দুই ব্যক্তির মধ্যে বচসা শুরু হয় ৷ এরপর ধীরে ধীরে ওই দুই পক্ষের কয়েকজন ঘটনাস্থানে আসায় ঝামেলা আরও বাড়তে থাকে ৷ মারপিটও হয় l পরে তিনটি থানার পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷
পুরুলিয়া , 21 এপ্রিল : সবজি বেশি দামে বিক্রি নিয়ে দুই গোষ্ঠীর ঝামলাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল পাড়া থানার হরিহরপুর এলাকা ৷ আজ বিকেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাজির হয় তিন থানা এলাকার পুলিশ বাহিনী ৷ ঘটনাস্থলে পৌঁছান SDPO , CI সহ সাঁওতালডি থানার IC ৷ র্যাফ নামানো হয় ৷ দুই পক্ষের কয়েকজনকে গ্রেপ্তার করা হয় ৷
জানা যায় , আজ হরিহরপুর এলাকায় সবজি বাজারে সবজির দাম বেশিতে বিক্রির অভিযোগ ওঠে ৷ এই নিয়ে দুই ব্যক্তির মধ্যে বচসা শুরু হয় ৷ এরপর ধীরে ধীরে ওই দুই পক্ষের কয়েকজন ঘটনাস্থানে আসায় ঝামেলা আরও বাড়তে থাকে ৷ মারপিটও হয় l খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পাড়া থানার পুলিশ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় পুলিশকে ৷ এরপরই পাড়া থানা , রঘুনামপুর থানা , আদ্রা থানার পুলিশ বাহিনী হাজির হয় l ঘটনাস্থানে আসে SDPO, CI সহ সাঁওতালডি থানার IC ৷ মোতায়েন করা হয় র্যাফ ৷ কয়েকজনকে গ্রেপ্তার করা হয় l এরপরই পরিস্থিতি স্বাভাবিক হয় l এলাকায় বসানো হয় পুলিশ পিকেটিং ৷
জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে , পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে ৷ মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী ৷