পুরুলিয়া, 27 এপ্রিল : পুরুলিয়ার গাজন মানেই ঐতিহ্যবাহী ছৌ নৃত্য l এখন ছৌ নাচের ভরা মরশুম । চৈত্র সংক্রান্তি থেকে শুরু হয়ে জৈষ্ঠ্যের শেষ অবধি চলে মরশুম l আর এই সময়ই কোরোনার জেরে নাচের আসর বন্ধ থাকায় বিপাকে পড়েছে ছৌ নাচের দলগুলি l মুখোশের রং হয়েছে ফিকে, ধামসা-মাদলে জমেছে ধুলো l ভরা মরশুমে শুয়ে বসেই দিন কাটাচ্ছেন শিল্পীরা l রোজগার বন্ধ হয়ে যাওয়ায় পরিবারে দেখা দিয়েছে অভাব অনটন l হতাশ দলগুলি এখন তাকিয়ে আছে, কখন লকডাউন উঠবে সেদিকে l
পুরুলিয়া 1 নম্বর ব্লকের বালিগাড়া গ্রামের ছৌ শিল্পী অজয় সহিস, বিষ্ণু মাহাতরা বলেন, " অন্যান্য বছর এই সময়টিতে প্রতিদিন ছৌ নাচের আসর বসে l ডাক পড়ে ভিন জেলা এবং ভিন রাজ্যতেও l কিন্তু লকডাউনের জেরে দীর্ঘ এক মাস ধরে বন্ধ হয়ে রয়েছে ছৌ নাচ l দু'মাস আগের বুকিং বাতিল হয়ে যাচ্ছে l ফেরত দিতে হচ্ছে টাকা l এর ফলে রোজগারও বন্ধ l কোনও রকমে কাটছে দিন l ভরা মরশুমেও শুয়ে বসে কাটছে সময় l রেশনের চাল আর মাসিক 1 হাজার টাকা ভাতার উপরই ভরসা এখন l"
এই পরিস্থিতিতে শিল্পীরা ভাবছেন, এবার কি বিপত্তি কাটবে ? আবার কি পুরুলিয়ার আকাশ বাতাস মুখর হবে ধামসা মাদলের বোলে, ছৌ নাচের পদচারণায় ! ছৌ একটি এমন শিল্প যা বিশ্বের দরবারে পুরুলিয়া তথা গোটা বাংলাকে পরিচিত করে l সেই ছৌ-এর আজ বিপন্ন দশা l হতাশ শিল্পীরা তাকিয়ে এখন লকডাউন ওঠার দিকে l