ঝালদা, 9 এপ্রিল : আজ ফের ওই ক্লোজ হওয়া পাঁচজন পুলিশ কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হবে । কিছুক্ষণ আগেই তারা ঝালদায় বন বিভাগের বাংলোয় সিবিআইয়ের ক্যাম্প অফিসে এসে পৌঁছেছেন । ডাকা হয়েছে ঝালদা এসডিপিও সুব্রত দেবকে । তিনিও এসেছেন এবং তাঁকে জেরা করছে সিবিআই (CBI interrogates closed police personnels in Jhalda Councillor Tapan Kandu Murder) ।
এছাড়া, একই সঙ্গে তপন কান্দু খুনের প্রত্যক্ষদর্শী প্রদীপ চৌরাসিয়াকেও জেরা করছে সিবিআই । রয়েছেন তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু । মনে করা হচ্ছে, তপন কান্দু খুনে ধৃত ব্যক্তিদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে সিবিআই ৷ ভাইরাল হওয়া একাধিক অডিয়ো ক্লিপ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হতে পারে ৷
আরও পড়ুন : Tapan Kandu Murder: তপন কান্দু খুনের দিনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করল সিবিআই
গতকালও এই পাঁচ পুলিশ কর্মীকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই । এমনকি তাঁদের সঙ্গে নিয়ে ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনাস্থল পরিদর্শন করেন সিবিআই আধিকারিকরা । পরে তপন কান্দুর বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেন তাঁরা ।
প্রসঙ্গত উল্লেখ্য, গত 13 মার্চ ঝালদা শহর লাগোয়া গোকুলনগর গ্রামের কাছে আততায়ীদের ছোড়া গুলিতে খুন হন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু । সেদিন পুলিশের একটি গাড়ি ঘটনাস্থল থেকে প্রায় 1 কিমির মধ্যেই ছিল । অথচ ঘটনার পর ওই গাড়িতে থাকা পুলিশ কর্মীরা গা ছাড়া মনোভাব দেখিয়েছিলেন বলে অভিযোগ করে মৃতের পরিবার । সেই অভিযোগের পরই জেলা পুলিশের পক্ষ থেকে এই পাঁচ পুলিশ কর্মীকে ক্লোজ করা হয় ।
তপন কান্দু খুনের তদন্ত শুরুর সঙ্গে সঙ্গে সিবিআই আধিকারিকরা বৃহস্পতিবার সন্ধেয় নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর বাড়ি গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন । পরিদর্শন করেন ঘটনাস্থলও । তারপরই শুক্রবার ঘটনার দিন যাঁরা প্রত্যক্ষদর্শী ছিলেন, তাঁদেরকেও জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা । ডাকা হয়েছিল অভিযুক্ত আইসি সঞ্জীব ঘোষকেও ।
আরও পড়ুন : Jhalda Congres Councillor Murder : তপন কান্দু খুনে সিবিআইয়ের জেরা শুরু