ETV Bharat / state

Jhalda Murder Case : তপন কান্দু খুনে ফের সিটের তদন্তকারী অফিসারকে জেরা সিবিআইয়ের - Jhalda Murder Case

কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে ফের সিটের তদন্তকারী অফিসারকে জেরা করল সিবিআই ৷ এর আগেও 30 এপ্রিল তাঁকে জেরা করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা (CBI interrogate the investigating officer of SIT) ৷

Jhalda Murder Case News
সিটের তদন্তকারী অফিসারকে জেরা সিবিআইয়ের
author img

By

Published : May 21, 2022, 10:26 PM IST

ঝালদা, 21 মে : ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় সিটের তদন্তকারী অফিসার অরুণাভ দাসকে ফের জিজ্ঞাসাবাদ করল সিবিআই । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে ঘণ্টাখানেক ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় । এই নিয়ে দ্বিতীয়বার তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকল সিবিআই । এর আগে 30 এপ্রিল তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল (CBI interrogate the investigating officer of SIT) ।

গত 13 মার্চ পুরুলিয়ার ঝালদা শহরের অদূরে গোকুলনগরে গ্রাম সংলগ্ন এলাকায় খুন হন তপন কান্দু (Jhalda Congress Councilor Murder Case) ৷ তিনি সাম্প্রতিক ঝালদা পৌরসভার ভোটে (Jhalda Municipality Election 2022) জিতে কাউন্সিলর হয়েছিলেন ৷ তাঁর খুনের খবর ছড়িয়ে পড়তেই হইচই পড়ে রাজ্য রাজনীতিতে ৷

আরও পড়ুন : তপন কান্দুর ছেলেকে খুনের হুমকির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

কাঠগড়ায় তোলা হয় শাসকদল তৃণমূল কংগ্রেসকে ৷ তাঁকে তৃণমূলে যোগদানের জন্য চাপ দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ তোলা হয় ৷ পরিবারের তরফে দাবি করা হয়, ঝালদা থানার পুলিশও এই নিয়ে তাঁর উপর চাপ সৃষ্টি করছিল ৷ ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে যান মৃতের স্ত্রী পূর্ণিমা কান্দু । হাইকোর্ট 4 এপ্রিল সিবিআই তদন্তের নির্দেশ দেয় । একইসঙ্গে 45 দিনের মধ্যে তদন্তের রিপোর্ট জমা করারও নির্দেশ দেওয়া হয় । যদিও 45 দিন পার হয়ে গেলেও এখনও পর্যন্ত রিপোর্ট জমা করতে পারেননি তদন্তকারী সংস্থার আধিকারিকরা ।

ঝালদা, 21 মে : ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় সিটের তদন্তকারী অফিসার অরুণাভ দাসকে ফের জিজ্ঞাসাবাদ করল সিবিআই । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে ঘণ্টাখানেক ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় । এই নিয়ে দ্বিতীয়বার তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকল সিবিআই । এর আগে 30 এপ্রিল তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল (CBI interrogate the investigating officer of SIT) ।

গত 13 মার্চ পুরুলিয়ার ঝালদা শহরের অদূরে গোকুলনগরে গ্রাম সংলগ্ন এলাকায় খুন হন তপন কান্দু (Jhalda Congress Councilor Murder Case) ৷ তিনি সাম্প্রতিক ঝালদা পৌরসভার ভোটে (Jhalda Municipality Election 2022) জিতে কাউন্সিলর হয়েছিলেন ৷ তাঁর খুনের খবর ছড়িয়ে পড়তেই হইচই পড়ে রাজ্য রাজনীতিতে ৷

আরও পড়ুন : তপন কান্দুর ছেলেকে খুনের হুমকির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

কাঠগড়ায় তোলা হয় শাসকদল তৃণমূল কংগ্রেসকে ৷ তাঁকে তৃণমূলে যোগদানের জন্য চাপ দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ তোলা হয় ৷ পরিবারের তরফে দাবি করা হয়, ঝালদা থানার পুলিশও এই নিয়ে তাঁর উপর চাপ সৃষ্টি করছিল ৷ ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে যান মৃতের স্ত্রী পূর্ণিমা কান্দু । হাইকোর্ট 4 এপ্রিল সিবিআই তদন্তের নির্দেশ দেয় । একইসঙ্গে 45 দিনের মধ্যে তদন্তের রিপোর্ট জমা করারও নির্দেশ দেওয়া হয় । যদিও 45 দিন পার হয়ে গেলেও এখনও পর্যন্ত রিপোর্ট জমা করতে পারেননি তদন্তকারী সংস্থার আধিকারিকরা ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.