ETV Bharat / state

Tapan Kandu Murder: তপন কান্দু খুনে চার্জশিট পেশ সিবিআই-এর - পুরুলিয়া জেলা আদালত

পুরুলিয়ার (Purulia) ঝালদার (Jhalda) কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু (Tapan Kandu) খুনের ঘটনায় চার্জশিট পেশ করল সিবিআই (CBI) ৷ 30 পৃষ্ঠার এই চার্জশিটে পাঁচ ধৃতের বিরুদ্ধেই অভিযোগ আনা হয়েছে ৷

cbi files chargesheet on Tapan Kandu murder case
Tapan Kandu Murder: তপন কান্দু খুনে চার্জশিট পেশ সিবিআই-এর
author img

By

Published : Jun 13, 2022, 4:33 PM IST

পুরুলিয়া, 13 জুন: পুরুলিয়ার (Purulia) ঝালদার (Jhalda) কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু (Tapan Kandu) খুনের মামলায় পুরুলিয়া জেলা আদালতে (District Judges Court) চার্জশিট পেশ করল সিবিআই (CBI) ৷ সোমবার সিবিআই-এর আইনজীবী জেলা আদালতে এই চার্জশিট দাখিল করেন ৷ সূত্রের খবর, 30 পৃষ্ঠার এই চার্জশিটে মূলত গ্রেফতার হওয়া পাঁচজনকেই ঘটনার জন্য দায়ী করা হয়েছে ৷ পাশাপাশি, আদালতের কাছে তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য আবেদনও করা হয়েছে ৷ যদিও এই খুনের ঘটনায় এখনও পর্যন্ত অভিযুক্ত দুই ভাড়াটে খুনিই অধরা রয়েছে ৷

সিবিআই সূত্রে খবর, এই ঘটনায় আগামী দিনে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ ওয়াকিবহাল মহলের অনুমান, এখনও পর্যন্ত এই ঘটনায় গ্রেফতার হওয়া পাঁচজনের জামিন আটকাতেই 90 দিনের মাথায় চার্জশিট পেশ করল সিবিআই ৷

আরও পড়ুন: Jhalda Murder Case : তপন কান্দুর ছেলেকে খুনের হুমকির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

উল্লেখ্য, গত 13 মার্চ দুষ্কৃতীদের ছোড়া গুলিতে খুন হন ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু ৷ ঘটনার তদন্তে নামে জেলা পুলিশের 'বিশেষ তদন্তকারী দল' (SIT) । খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয় ৷ কিন্তু, তপন কান্দুর পরিবার রাজ্য পুলিশের উপর ভরসা রাখতে পারেনি ৷ পরিবারের সদস্যরা ঘটনার সিবিআই তদন্তের দাবিতে সরব হন ৷

চার্জশিটে পাঁচ ধৃতকেই কাঠগড়ায় তুলেছে সিবিআই ৷

তপন কান্দুর পরিবারের আবেদনের ভিত্তিতেই গত 4 এপ্রিল এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ এরপর গত 6 এপ্রিল তপন কান্দু খুনের ঘটনার প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ সেদিনই ঝালদায় এসে সিট-এর কাছ থেকে তদন্তভার হাতে নেয় সিবিআই ৷ এরপর সিট-এর হাতে গ্রেফতার হওয়া চার অভিযুক্তকেও নিজেদের হেফাজতে নিয়ে জেরা করেন সিবিআই আধিকারিকরা ৷ এই চার অভিযুক্ত হলেন দীপক কান্দু, নরেন কান্দু, আশিক খান ও কলেবর সিং ৷ তাঁদের জেরা করে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয় ৷ এই পঞ্চম অভিযুক্তের নাম সত্যবান প্রামাণিক ।

সিবিআই সূত্রে খবর, বর্তমানে এই পাঁচ অভিযুক্তই বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন ৷ সোমবার সিবিআই যে চার্জশিট জমা দিয়েছে, তাতে এই পাঁচজনকেই মূলত কাঠগড়ায় তোলা হয়েছে ৷

পুরুলিয়া, 13 জুন: পুরুলিয়ার (Purulia) ঝালদার (Jhalda) কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু (Tapan Kandu) খুনের মামলায় পুরুলিয়া জেলা আদালতে (District Judges Court) চার্জশিট পেশ করল সিবিআই (CBI) ৷ সোমবার সিবিআই-এর আইনজীবী জেলা আদালতে এই চার্জশিট দাখিল করেন ৷ সূত্রের খবর, 30 পৃষ্ঠার এই চার্জশিটে মূলত গ্রেফতার হওয়া পাঁচজনকেই ঘটনার জন্য দায়ী করা হয়েছে ৷ পাশাপাশি, আদালতের কাছে তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য আবেদনও করা হয়েছে ৷ যদিও এই খুনের ঘটনায় এখনও পর্যন্ত অভিযুক্ত দুই ভাড়াটে খুনিই অধরা রয়েছে ৷

সিবিআই সূত্রে খবর, এই ঘটনায় আগামী দিনে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ ওয়াকিবহাল মহলের অনুমান, এখনও পর্যন্ত এই ঘটনায় গ্রেফতার হওয়া পাঁচজনের জামিন আটকাতেই 90 দিনের মাথায় চার্জশিট পেশ করল সিবিআই ৷

আরও পড়ুন: Jhalda Murder Case : তপন কান্দুর ছেলেকে খুনের হুমকির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

উল্লেখ্য, গত 13 মার্চ দুষ্কৃতীদের ছোড়া গুলিতে খুন হন ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু ৷ ঘটনার তদন্তে নামে জেলা পুলিশের 'বিশেষ তদন্তকারী দল' (SIT) । খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয় ৷ কিন্তু, তপন কান্দুর পরিবার রাজ্য পুলিশের উপর ভরসা রাখতে পারেনি ৷ পরিবারের সদস্যরা ঘটনার সিবিআই তদন্তের দাবিতে সরব হন ৷

চার্জশিটে পাঁচ ধৃতকেই কাঠগড়ায় তুলেছে সিবিআই ৷

তপন কান্দুর পরিবারের আবেদনের ভিত্তিতেই গত 4 এপ্রিল এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ এরপর গত 6 এপ্রিল তপন কান্দু খুনের ঘটনার প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ সেদিনই ঝালদায় এসে সিট-এর কাছ থেকে তদন্তভার হাতে নেয় সিবিআই ৷ এরপর সিট-এর হাতে গ্রেফতার হওয়া চার অভিযুক্তকেও নিজেদের হেফাজতে নিয়ে জেরা করেন সিবিআই আধিকারিকরা ৷ এই চার অভিযুক্ত হলেন দীপক কান্দু, নরেন কান্দু, আশিক খান ও কলেবর সিং ৷ তাঁদের জেরা করে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয় ৷ এই পঞ্চম অভিযুক্তের নাম সত্যবান প্রামাণিক ।

সিবিআই সূত্রে খবর, বর্তমানে এই পাঁচ অভিযুক্তই বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন ৷ সোমবার সিবিআই যে চার্জশিট জমা দিয়েছে, তাতে এই পাঁচজনকেই মূলত কাঠগড়ায় তোলা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.