ETV Bharat / state

HC on Jhalda Municipality: 21 নভেম্বরই ঝালদা পৌরসভায় আস্থাভোট, নির্দেশ

ঝালদা পৌরসভার চেয়ারম্যান সুরেশ আগরওয়ালের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধীরা ৷ সেই প্রস্তাবের ভিত্তিতে 21 নভেম্বর হবে আস্থা ভোট (Cal HC orders on Jhalda Municipality) ৷

ETV Bharat
calcutta high court
author img

By

Published : Nov 7, 2022, 10:09 PM IST

কলকাতা, 7 নভেম্বর: নিয়ম মেনে নির্ধারিত দিনেই ঝালদা পৌরসভায় আস্থা ভোট হবে । ফলে আজ, সোমবার হচ্ছে না এই পৌরসভার আস্থা ভোট । এদিনের ভোটে স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ (HC on Jhalda Municipality) । আদালতের এদিনের নির্দেশের ফলে ঝালদা পৌরসভায় আস্থা ভোট হবে আগামী 21 নভেম্বর (voting on Jhalda Municipality no confidence motion) ।

উল্লেখ্য, গত 13 অক্টোবর ঝালদা পৌরসভার চেয়ারম্যান সুরেশ আগরওয়ালের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিরোধীরা । নিয়ম অনুযায়ী অনাস্থা আনার 15 দিনের মধ্যে পদক্ষেপ করতে হয় পৌরপ্রধানকে । কিন্তু তা না হওয়ায় ঝালদা পৌরসভার ভাইস চেয়ারম্যান সুদীপ কর্মকারের কাছে আবেদন করে বিরোধীরা ৷ তিনি 21 তারিখ আস্থা ভোটের কথা জানান (Jhalda Municipality no confidence motion) ৷

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তে খুশি বিচারপতি গঙ্গোপাধ্যায়

দ্রুত আস্থা ভোট চেয়ে 4 নভেম্বর নোটিশ জারি করেছিলেন ঝালদা পৌরসভার 3 বিরোধী কাউন্সিলর ৷ এর বিরুদ্ধে হাইকোর্টে যান পৌরসভার ভাইস চেয়ারম্যান ৷ তাঁর আবেদনের প্রেক্ষিতেই এদিন এই নির্দেশ দেয় হাইকোর্ট ৷

কলকাতা, 7 নভেম্বর: নিয়ম মেনে নির্ধারিত দিনেই ঝালদা পৌরসভায় আস্থা ভোট হবে । ফলে আজ, সোমবার হচ্ছে না এই পৌরসভার আস্থা ভোট । এদিনের ভোটে স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ (HC on Jhalda Municipality) । আদালতের এদিনের নির্দেশের ফলে ঝালদা পৌরসভায় আস্থা ভোট হবে আগামী 21 নভেম্বর (voting on Jhalda Municipality no confidence motion) ।

উল্লেখ্য, গত 13 অক্টোবর ঝালদা পৌরসভার চেয়ারম্যান সুরেশ আগরওয়ালের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিরোধীরা । নিয়ম অনুযায়ী অনাস্থা আনার 15 দিনের মধ্যে পদক্ষেপ করতে হয় পৌরপ্রধানকে । কিন্তু তা না হওয়ায় ঝালদা পৌরসভার ভাইস চেয়ারম্যান সুদীপ কর্মকারের কাছে আবেদন করে বিরোধীরা ৷ তিনি 21 তারিখ আস্থা ভোটের কথা জানান (Jhalda Municipality no confidence motion) ৷

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তে খুশি বিচারপতি গঙ্গোপাধ্যায়

দ্রুত আস্থা ভোট চেয়ে 4 নভেম্বর নোটিশ জারি করেছিলেন ঝালদা পৌরসভার 3 বিরোধী কাউন্সিলর ৷ এর বিরুদ্ধে হাইকোর্টে যান পৌরসভার ভাইস চেয়ারম্যান ৷ তাঁর আবেদনের প্রেক্ষিতেই এদিন এই নির্দেশ দেয় হাইকোর্ট ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.