ETV Bharat / state

রেশন দুর্নীতির অভিযোগ তোলায় বিজেপি কর্মীকে মারধর - বিধানসভা নির্বাচন 2021

গুরুতর আহত অবস্থায় প্রথমে এলাকার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় মেঘনাথ মাঝি-কে। সেখান থেকে পুরুলিয়ার সদর হাসপাতালে ভরতি করা হয় তাঁকে ।

বিজেপি কর্মীকে মারধর
বিজেপি কর্মীকে মারধর
author img

By

Published : Feb 8, 2021, 7:21 PM IST

পুরুলিয়া, 8 ফেব্রুয়ারি : পুরুলিয়ার বলরামপুরে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল রেশন ডিলার তথা তৃণমূল নেতার বিরুদ্ধে । গুরুতর আহত অবস্থায় বিজেপি কর্মী মেঘনাথ মাঝিকে ভরতি করা হয়েছে পুরুলিয়া সদর হাসপাতালে । অভিযুক্ত রেশন ডিলারের নাম শান্তনু কুণ্ডু ।

দীর্ঘদিন ধরে উপভোক্তাদের রেশন সামগ্রী দেওয়ার ক্ষেত্রে দুর্নীতি করছে বলরামপুরের রেশন ডিলার শান্তনু কুঁণ্ডু । এই অভিযোগ তুলতেই মেঘনাথ মাঝির উপর চড়াও হয় রেশন ডিলার তথা এলাকার তৃণমূল নেতা । প্রথমে শুরু হয় বচসা । পরে মারধরের অভিযোগও ওঠে শান্তনু-র বিরুদ্ধে । বাটখাড়া দিয়ে মুখে মারার পর, রড দিয়ে মাথার পিছনে আঘাতের অভিযোগ ওঠে । গুরুতর আহত অবস্থায় প্রথমে এলাকার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় মেঘনাথকে । সেখান থেকে পরে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয় । হাসপাতালে আহত বিজেপি কর্মীকে দেখতে যান বিজেপির একাধিক নেতাকর্মীরা । অভিযুক্তের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা না নেওয়া হলে, আন্দোলনের হুঁশিয়ারি দেয় জেলা বিজেপি নেতৃত্ব ।

বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল রেশন ডিলারের বিরুদ্ধে

বিজেপি জেলা সাধারণ সম্পাদক বিবেক রাঙ্গা এবিষয়ে বলেন, "দীর্ঘদিন ধরে রেশনে দুর্নীতি করছে বলরামপুর এলাকার তৃণমূল নেতা শান্তনু কুণ্ডু । বিজেপি কর্মী এই অভিযোগ তুলতেই তার উপর চড়াও হয় ওই রেশন ডিলার । আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই । আগামীদিনে ওই রেশন ডিলারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি ।"

আরও পড়ুন : রঘুনাথপুরে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার দুষ্কৃতী

অন্যদিকে জেলা তৃণমূল মুখপাত্র নবেন্দু মাহালি বলেন, "ডিলারের বিরুদ্ধে অভিযোগ থাকলে প্রশাসনকে জানানো উচিত । সেখানে গিয়ে ঝামেলা করা উচিত হয়নি । পাশাপাশি ডিলারেরও মারধর করা উচিত হয়নি । এটা কোনও রাজনৈতিক ঘটনা নয় । আসলে বিজেপি সব জিনিসেই রাজনৈতিক রং মেশাচ্ছে ।"

পুরুলিয়া, 8 ফেব্রুয়ারি : পুরুলিয়ার বলরামপুরে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল রেশন ডিলার তথা তৃণমূল নেতার বিরুদ্ধে । গুরুতর আহত অবস্থায় বিজেপি কর্মী মেঘনাথ মাঝিকে ভরতি করা হয়েছে পুরুলিয়া সদর হাসপাতালে । অভিযুক্ত রেশন ডিলারের নাম শান্তনু কুণ্ডু ।

দীর্ঘদিন ধরে উপভোক্তাদের রেশন সামগ্রী দেওয়ার ক্ষেত্রে দুর্নীতি করছে বলরামপুরের রেশন ডিলার শান্তনু কুঁণ্ডু । এই অভিযোগ তুলতেই মেঘনাথ মাঝির উপর চড়াও হয় রেশন ডিলার তথা এলাকার তৃণমূল নেতা । প্রথমে শুরু হয় বচসা । পরে মারধরের অভিযোগও ওঠে শান্তনু-র বিরুদ্ধে । বাটখাড়া দিয়ে মুখে মারার পর, রড দিয়ে মাথার পিছনে আঘাতের অভিযোগ ওঠে । গুরুতর আহত অবস্থায় প্রথমে এলাকার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় মেঘনাথকে । সেখান থেকে পরে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয় । হাসপাতালে আহত বিজেপি কর্মীকে দেখতে যান বিজেপির একাধিক নেতাকর্মীরা । অভিযুক্তের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা না নেওয়া হলে, আন্দোলনের হুঁশিয়ারি দেয় জেলা বিজেপি নেতৃত্ব ।

বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল রেশন ডিলারের বিরুদ্ধে

বিজেপি জেলা সাধারণ সম্পাদক বিবেক রাঙ্গা এবিষয়ে বলেন, "দীর্ঘদিন ধরে রেশনে দুর্নীতি করছে বলরামপুর এলাকার তৃণমূল নেতা শান্তনু কুণ্ডু । বিজেপি কর্মী এই অভিযোগ তুলতেই তার উপর চড়াও হয় ওই রেশন ডিলার । আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই । আগামীদিনে ওই রেশন ডিলারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি ।"

আরও পড়ুন : রঘুনাথপুরে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার দুষ্কৃতী

অন্যদিকে জেলা তৃণমূল মুখপাত্র নবেন্দু মাহালি বলেন, "ডিলারের বিরুদ্ধে অভিযোগ থাকলে প্রশাসনকে জানানো উচিত । সেখানে গিয়ে ঝামেলা করা উচিত হয়নি । পাশাপাশি ডিলারেরও মারধর করা উচিত হয়নি । এটা কোনও রাজনৈতিক ঘটনা নয় । আসলে বিজেপি সব জিনিসেই রাজনৈতিক রং মেশাচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.