ETV Bharat / state

Jhalda Municipality Controversy: পৌরপ্রধান নির্বাচনে ঝালদায় ব্যালট পেপার চুরির অভিযোগ তৃণমূল কাউন্সিলরদের বিরুদ্ধে - ঝালদা পৌরসভা

কলকাতা হাইকোর্টের নির্দেশে সোমবার ঝালদা পৌরসভার পৌরপ্রধান নির্বাচন হয় ৷ এই নির্বাচনকে ঘিরে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ ও পালটা অভিযোগ করেছে তৃণমূল ও কংগ্রেস (Jhalda Municipality Chairman Election controversy) ৷

ETV Bharat
ঝালদার পৌরপ্রধান নির্বাচনে বিতর্ক
author img

By

Published : Jan 16, 2023, 10:42 PM IST

পুরুলিয়া, 16 জানুয়ারি: সোমবার ঝালদার পৌরপ্রধান নির্বাচনে ব্যালট পেপার চুরির অভিযোগ উঠল চারজন তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে । এদিন নির্বাচন প্রক্রিয়া শেষ হতেই তৃণমূল কংগ্রেসের ওই চারজন কাউন্সিলরের বিরুদ্ধে ঝালদা থানায়, ঝালদা মহকুমা পুলিশ আধিকারিক এবং পুলিশ সুপারের কাছে ই-মেল মারফৎ অভিযোগ দায়ের করেন কংগ্রেস কাউন্সিলর বিপ্লব কয়াল ।

কংগ্রেস কাউন্সিলরের অভিযোগ, এদিন ঝালদা পৌরসভার পৌরপ্রধান নির্বাচন প্রক্রিয়া (Jhalda Municipality Chairman Election) শেষ হতেই ব্যালট পেপার হাতে নিয়ে বাইরে বেরিয়ে আসেন চার জন তৃণমূল কাউন্সিলর । যদিও ঝালদা পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান সুরেশ আগরওয়াল এদিনের নির্বাচনের সময় ব্যালট পেপার হাতেই নেননি । বাকি চারজন তৃণমূল কাউন্সিলর যাঁরা ইস্যু হওয়া ব্যালট পেপার হাতে নিয়েছিলেন তাঁরা ব্যালট পেপার জমা না দিয়ে তা সঙ্গে নিয়েই বাইরে বেরিয়ে আসেন । ওই চারজন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে (allegation against TMC councillors in Jhalda) ৷

আরও পড়ুন: ঝালদা পৌরসভা কংগ্রেসেরই দখলে, চেয়ারম্যান শীলা চট্টোপাধ্যায়

তৃণমূল কাউন্সিলারদের বিরুদ্ধে ব্যালট পেপার জমা না দিয়ে তা সঙ্গে নিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার অভিযোগ তুলেছেন ঝালদা পৌরসভার নবনির্বাচিত পৌরপ্রধান শীলা চট্টোপাধ্যাও । উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশে সোমবার পুরুলিয়ার ঝালদা পৌরসভায় সম্পন্ন হয় পৌরপ্রধান নির্বাচন । ঝালদা পৌরসভা দখল করে কংগ্রেস । এদিনের পৌরপ্রধান নির্বাচনে ঝালদা পৌরসভায় 7-0 ভোটের ব্যবধানে জয়লাভ করল কংগ্রেস । এদিন পৌরপ্রধান পদে 3 নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায়কে সমর্থন জানান কংগ্রেস কাউন্সিলররা ৷

অন্যদিকে, এদিনের ভোট প্রক্রিয়ায় অংশ নেননি তৃণমূল কাউন্সিলররা ৷ তৃণমূলের বিদায়ী পৌরপ্রধান সুরেশ অগরওয়ালের অভিযোগ, নিয়ম মেনে এদিন ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়নি ৷ বিষয়টি জেলাশাসককে জানিয়েছে তৃণমূল ৷ কলকাতা হাইকোর্টেও বিষয়টি জানানো হবে ৷ তবে কংগ্রেস এদিনের পৌরপ্রধান নির্বাচনে খুশি ৷ তাদের দাবি, এতদিন পর এই পদ পূরণ হওয়ায় এবার বোর্ড গঠনের পর নাগরিক পরিষেবা পাবেন বাসিন্দারা ৷

পুরুলিয়া, 16 জানুয়ারি: সোমবার ঝালদার পৌরপ্রধান নির্বাচনে ব্যালট পেপার চুরির অভিযোগ উঠল চারজন তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে । এদিন নির্বাচন প্রক্রিয়া শেষ হতেই তৃণমূল কংগ্রেসের ওই চারজন কাউন্সিলরের বিরুদ্ধে ঝালদা থানায়, ঝালদা মহকুমা পুলিশ আধিকারিক এবং পুলিশ সুপারের কাছে ই-মেল মারফৎ অভিযোগ দায়ের করেন কংগ্রেস কাউন্সিলর বিপ্লব কয়াল ।

কংগ্রেস কাউন্সিলরের অভিযোগ, এদিন ঝালদা পৌরসভার পৌরপ্রধান নির্বাচন প্রক্রিয়া (Jhalda Municipality Chairman Election) শেষ হতেই ব্যালট পেপার হাতে নিয়ে বাইরে বেরিয়ে আসেন চার জন তৃণমূল কাউন্সিলর । যদিও ঝালদা পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান সুরেশ আগরওয়াল এদিনের নির্বাচনের সময় ব্যালট পেপার হাতেই নেননি । বাকি চারজন তৃণমূল কাউন্সিলর যাঁরা ইস্যু হওয়া ব্যালট পেপার হাতে নিয়েছিলেন তাঁরা ব্যালট পেপার জমা না দিয়ে তা সঙ্গে নিয়েই বাইরে বেরিয়ে আসেন । ওই চারজন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে (allegation against TMC councillors in Jhalda) ৷

আরও পড়ুন: ঝালদা পৌরসভা কংগ্রেসেরই দখলে, চেয়ারম্যান শীলা চট্টোপাধ্যায়

তৃণমূল কাউন্সিলারদের বিরুদ্ধে ব্যালট পেপার জমা না দিয়ে তা সঙ্গে নিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার অভিযোগ তুলেছেন ঝালদা পৌরসভার নবনির্বাচিত পৌরপ্রধান শীলা চট্টোপাধ্যাও । উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশে সোমবার পুরুলিয়ার ঝালদা পৌরসভায় সম্পন্ন হয় পৌরপ্রধান নির্বাচন । ঝালদা পৌরসভা দখল করে কংগ্রেস । এদিনের পৌরপ্রধান নির্বাচনে ঝালদা পৌরসভায় 7-0 ভোটের ব্যবধানে জয়লাভ করল কংগ্রেস । এদিন পৌরপ্রধান পদে 3 নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায়কে সমর্থন জানান কংগ্রেস কাউন্সিলররা ৷

অন্যদিকে, এদিনের ভোট প্রক্রিয়ায় অংশ নেননি তৃণমূল কাউন্সিলররা ৷ তৃণমূলের বিদায়ী পৌরপ্রধান সুরেশ অগরওয়ালের অভিযোগ, নিয়ম মেনে এদিন ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়নি ৷ বিষয়টি জেলাশাসককে জানিয়েছে তৃণমূল ৷ কলকাতা হাইকোর্টেও বিষয়টি জানানো হবে ৷ তবে কংগ্রেস এদিনের পৌরপ্রধান নির্বাচনে খুশি ৷ তাদের দাবি, এতদিন পর এই পদ পূরণ হওয়ায় এবার বোর্ড গঠনের পর নাগরিক পরিষেবা পাবেন বাসিন্দারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.