ETV Bharat / state

নিরঞ্জনের পর জলাশয়গুলির বেহাল দশা, ক্ষুব্ধ পুরুলিয়াবাসী

প্রতিমা নিরঞ্জনের কারণে পুরুলিয়া শহরের অধিকাংশ জলাশয়ের বেহাল দশা ৷ এমনিতেই সারাবছর জলসংকটের জেরে সমস্যায় পড়েন সাধারণ মানুষ ৷ তার উপর নিরঞ্জনের কারণে শহরের বেশীরভাগ জলাশয়ের জল দূষিত হয়ে গেছে ৷ শহরবাসীর অভিযোগ, পুরুলিয়া পৌরসভার পক্ষ থেকে জলাশয়গুলি পরিষ্কারের এখনও পর্যন্ত কোনও উদ্যোগ নেওয়া হয়নি ৷ BJP-র তরফে জলাশয় রক্ষায় আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ৷

জলদূষণ
author img

By

Published : Oct 17, 2019, 2:58 PM IST

Updated : Oct 17, 2019, 5:17 PM IST

পুরুলিয়া, 17 অক্টোবর : শহরের জলাশয় রক্ষায় এবার আন্দোলনে নামতে চলেছে BJP ৷ অভিযোগ পুরুলিয়া পৌরসভার তরফে এলাকার জলাশয়গুলিকে দূষণমুক্ত করতে কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না ৷ এর জেরে ক্ষোভ বাড়ছে এলাকার লোকজনের মধ্যে ৷

সম্প্রতি দুর্গাপুজোর পর এলাকার জলাশয়গুলির অবস্থা আরও শোচনীয় হয়ে পড়েছে ৷ পুকুরে প্রতিমা নিরঞ্জনের কারণে প্রতিমার কাঠামো, প্লাস্টিক সামগ্রী, ফুল ইত্যাদির জেরে দূষিত হয়েছে পুকুরের জল ৷

এমনিতেই এই জেলায় জলসংকট একটি বড় সমস্যা ৷ সেখানে যে ক'টি জলাশয় রয়েছে সেগুলির জলও বিসর্জনের কারণে দূষিত হয়েছে ৷ প্রায় 9 দিন পেরিয়ে গেছে ৷ কিন্তু এখনও পুকুর সংস্কারের কাজে হাত লাগায়নি পৌরসভা ৷

after durga puja immersion most of the ponds are polluted in Purulia
বেহাল দশা শহরের অধিকাংশ পুকুরঘাটের

এ বিষয়ে শহরের এক বাসিন্দা সুরেশ ডোম বলেন, "আমরা এই পুকুরে স্নান করি ৷ পুকুরের জল দৈনন্দিন কাজে ব্যবহার করি ৷ পুজোর ফেলে দেওয়া সামগ্রী পায়ে লাগছে ৷ এতে আমাদের খারাপ হচ্ছে ৷ পুজো তো শেষ ৷ তাই বলতে চাই পৌরসভার তরফে এবার এটা দেখা উচিত ৷ জলটা খুব নোংড়া হয়ে গেছে ৷ "

পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান শামিম দাদ খান জানান, উৎসবের হ্যাংওভার এখনও কাটেনি কর্মীদের মধ্যে ৷ শহরের উল্লেখযোগ্য জলাশয়গুলির মধ্যে সাহেব বাঁধ, নতুন বাঁধ, পোকা বাঁধ সহ অন্যান্য জলাশয়গুলিরও দ্রুত সংস্কারের কাজ করা হবে বলে জানান তিনি ৷

ভিডিয়োয় শুনুন...

এ বিষয়ে পুরুলিয়া শহর BJP সভাপতি সত্যজিৎ অধিকারী পুরুলিয়া পৌরসভার বিরুদ্ধে অভিযোগ জানান ৷ বলেন, "পুরুলিয়াকে দূষণমুক্ত করার কোনও উদ্যোগই নেই ৷ জলাশয়গুলির অবস্থা একেবারে শোচনীয় ৷ যদি দ্রুত পুকুরঘাটগুলি পরিষ্কার না হয় তাহলে এবার আন্দোলনের পথে এগোব ৷ "

পুরুলিয়া, 17 অক্টোবর : শহরের জলাশয় রক্ষায় এবার আন্দোলনে নামতে চলেছে BJP ৷ অভিযোগ পুরুলিয়া পৌরসভার তরফে এলাকার জলাশয়গুলিকে দূষণমুক্ত করতে কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না ৷ এর জেরে ক্ষোভ বাড়ছে এলাকার লোকজনের মধ্যে ৷

সম্প্রতি দুর্গাপুজোর পর এলাকার জলাশয়গুলির অবস্থা আরও শোচনীয় হয়ে পড়েছে ৷ পুকুরে প্রতিমা নিরঞ্জনের কারণে প্রতিমার কাঠামো, প্লাস্টিক সামগ্রী, ফুল ইত্যাদির জেরে দূষিত হয়েছে পুকুরের জল ৷

এমনিতেই এই জেলায় জলসংকট একটি বড় সমস্যা ৷ সেখানে যে ক'টি জলাশয় রয়েছে সেগুলির জলও বিসর্জনের কারণে দূষিত হয়েছে ৷ প্রায় 9 দিন পেরিয়ে গেছে ৷ কিন্তু এখনও পুকুর সংস্কারের কাজে হাত লাগায়নি পৌরসভা ৷

after durga puja immersion most of the ponds are polluted in Purulia
বেহাল দশা শহরের অধিকাংশ পুকুরঘাটের

এ বিষয়ে শহরের এক বাসিন্দা সুরেশ ডোম বলেন, "আমরা এই পুকুরে স্নান করি ৷ পুকুরের জল দৈনন্দিন কাজে ব্যবহার করি ৷ পুজোর ফেলে দেওয়া সামগ্রী পায়ে লাগছে ৷ এতে আমাদের খারাপ হচ্ছে ৷ পুজো তো শেষ ৷ তাই বলতে চাই পৌরসভার তরফে এবার এটা দেখা উচিত ৷ জলটা খুব নোংড়া হয়ে গেছে ৷ "

পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান শামিম দাদ খান জানান, উৎসবের হ্যাংওভার এখনও কাটেনি কর্মীদের মধ্যে ৷ শহরের উল্লেখযোগ্য জলাশয়গুলির মধ্যে সাহেব বাঁধ, নতুন বাঁধ, পোকা বাঁধ সহ অন্যান্য জলাশয়গুলিরও দ্রুত সংস্কারের কাজ করা হবে বলে জানান তিনি ৷

ভিডিয়োয় শুনুন...

এ বিষয়ে পুরুলিয়া শহর BJP সভাপতি সত্যজিৎ অধিকারী পুরুলিয়া পৌরসভার বিরুদ্ধে অভিযোগ জানান ৷ বলেন, "পুরুলিয়াকে দূষণমুক্ত করার কোনও উদ্যোগই নেই ৷ জলাশয়গুলির অবস্থা একেবারে শোচনীয় ৷ যদি দ্রুত পুকুরঘাটগুলি পরিষ্কার না হয় তাহলে এবার আন্দোলনের পথে এগোব ৷ "

Intro:পুরুলিয়া : জলাশয় রক্ষা করতে এবার আন্দোলনের পথে নামতে চলেছে বিজেপি l পুরুলিয়া পুরসভা এলাকার বেঁচে থাকা কয়েকটি উল্লেখযোগ্য জলাশয় এখন দূষণের জ্বরে ধুঁকছে l সম্প্রতি বাংলার বড়ো উৎসব দুর্গা পুজোর বিসর্জনের পর শহরের জলাশয়গুলির পুকুরগুলোর অবস্থা শৌচনীয় হয়ে পড়েছে l প্রতিমার কাঠামো, প্লাস্টিকের সামগ্রী, ফুল প্রভুতি জলকে দূষিত করছে l সারা দেশ যখন জলসঙ্কটে ভুগছে তখন পুরুলিয়ার জলাশয়গুলো দূষণমুক্ত করতে তেমন উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ l কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও বিসর্জনের পর পুকুর সংস্কার করে উঠতে পারেনি পুরুলিয়া পুরুলিয়া পুরসভা l তাই ক্ষোভ বাড়ছে শহরবাসীর l জলসংকট এই জেলার ক্রনিক সমস্যা l তা প্রশাসন থেকে সাধারণ মানুষ বুঝলেও একদিকে যেমন সচেতনতার অভাব রয়েছে আর অন্যদিকে প্রশাসনিক উদাসীনতার কারণে দূষিত হয়ে চলেছে পুরুলিয়ার উল্লেখযোগ্য জলাশয়গুলো l আর প্রশাসনের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে বাজিমাত করতে চাইছে পুরুলিয়া জেলা বিজেপি lBody:এ বিষয়ে পুরুলিয়া শহর বিজেপি সভাপতি সত্যজিৎ অধিকারী পুরুলিয়া পুরসভার দিকে সরাসরি অভিযোগ জানিয়ে বলেন, "কাউন্সিলার থেকে চেয়ারম্যান সবাই এখন নিজের আখের গোছাতে ব্যস্ত l পুরুলিয়াকে দূষণমুক্ত করার কোনো উদ্যোগই নেই l মানুষের নিয়ে একটু বিবেচনা করা দরকার পুরুলিয়া পুরসভাকে l জলাশয়গুলির অবস্থা একেবারে শৌচনীয় l যদি দ্রুত পুকুরঘাটগুলি পরিষ্কার না হয় তাহলে এবার আন্দোলনের পথে এগোব l"

পুরুলিয়া শহরের বাসিন্দা সুরেশ ডোম জানান, "শহরের নতুন বাঁধ, সাহেব বাঁধগুলি দুর্গাপুজোর বিসর্জনের পর আবর্জনায় পরিপূর্ন l তাই এগুলি দ্রুত সাফাই দরকার পুরসভার l"Conclusion:তবে পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান শামীম দাদ খান জানান, উৎসবের হ্যাংওভার এখনও কাটেনি কর্মীদের মধ্যে l তবে দ্রুত জলাশয়গুলো সংস্কার করার প্রয়োজন রয়েছে, তা তিনি মেনে নিয়েছেন l শহরের উল্লেখযোগ্য জলাশয়গুলির মধ্যে সাহেববাঁধ, নতুন বাঁধ, পোকাবাঁধ সহ অন্যান্য জলাশয়গুলিরও দ্রুত সংস্কারের কাজ হবে বলে জানান তিনি l

তবে বিসর্জনের পর দ্রুত সংস্কার না হওয়ায় দিনে দিনে নষ্ট হচ্ছে পুকুরের জল l আর এতেই ক্ষোভ বাড়ছে শহরবাসীর l
Last Updated : Oct 17, 2019, 5:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.