ETV Bharat / state

Nabanna transfer Purulia DM : মুখ্যমন্ত্রীর সফরের পরই বদলি পুরুলিয়ার জেলাশাসক - মুখ্যমন্ত্রীর সফরের পরই বদলি পুরুলিয়ার জেলাশাসক

বদলি হয়ে গেলেন পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার ৷ নবান্নের নির্দেশ, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সিইও পদে স্থানান্তরিত করা হল তাঁকে (Purulia DM Rahul Majumder) ।

Purulia DM
মুখ্যমন্ত্রীর সফরের পরই বদলি পুরুলিয়ার জেলাশাসক
author img

By

Published : Jun 2, 2022, 8:51 PM IST

Updated : Jun 2, 2022, 9:41 PM IST

পুরুলিয়া, 2 জুন : মুখ্যমন্ত্রীর পুরুলিয়া সফরের পরেই বদলি হয়ে গেলেন পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার (Nabanna transfer Purulia DM Rahul Majumder) । তাঁকে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সিইও পদে স্থানান্তরিত করা হল । তাঁর বদলে পুরুলিয়ার জেলাশাসক পদে আসছেন হাওড়ার অতিরিক্ত জেলাশাসক রজত নন্দ । এদিন একই সঙ্গে বদলি করা হয়েছে রাজ্যের আরও 24 জন অফিসারকে ।

প্রসঙ্গত, গত বছর মে মাসে পুরুলিয়ার জেলাশাসক পদে বসেন রাহুল মজুমদার । তারপর থেকেই জেলার দায়িত্ব সামলেছেন । গত 30 মে পুরুলিয়া সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া জেলাশাসকের কাজের গতি নিয়ে প্রশ্ন তোলেন । জেলাশাসক রাহুলকে কড়া ভাষায় ভর্ৎসনা করেছিলেন মুখ্যমন্ত্রী ।

Nabanna transfer Purulia DM
জেলাশাসক বদলের চিঠি

বৈঠকে জানা যায় সরকারি কর্মচারীদের পকেটেই রাজস্বের একাংশ চলে যাচ্ছে । অভিযোগ শুনে রাগে অগ্নিশর্মা হয়ে উঠেছিলেন মুখ্যমন্ত্রী । জেলাশাসকের উদ্দেশে তিনি বলেন, ‘‘ডিএম শুনতে পাচ্ছো ? এগুলো কিন্তু তৃণমূল করেনি ।’ একই সঙ্গে মমতা বলেন, ‘‘আমার পার্টির লোক হলে আমি টেনে 4টে থাপ্পড় মারতাম । তাঁদের আমি সব সময় শাসন করি ।’’

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর পরামর্শ বলে কথা, সাধের পকোড়া খাওয়া ছেড়েছেন সুরেশবাবু

এছাড়াও জেলার বেশ কিছু উন্নয়নমূলক কাজ 'আন্ডার প্রসেস' চলছে বলে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী । তারপরেই বদলি হলেন পুরুলিয়ার জেলাশাসক ।

পুরুলিয়া, 2 জুন : মুখ্যমন্ত্রীর পুরুলিয়া সফরের পরেই বদলি হয়ে গেলেন পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার (Nabanna transfer Purulia DM Rahul Majumder) । তাঁকে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সিইও পদে স্থানান্তরিত করা হল । তাঁর বদলে পুরুলিয়ার জেলাশাসক পদে আসছেন হাওড়ার অতিরিক্ত জেলাশাসক রজত নন্দ । এদিন একই সঙ্গে বদলি করা হয়েছে রাজ্যের আরও 24 জন অফিসারকে ।

প্রসঙ্গত, গত বছর মে মাসে পুরুলিয়ার জেলাশাসক পদে বসেন রাহুল মজুমদার । তারপর থেকেই জেলার দায়িত্ব সামলেছেন । গত 30 মে পুরুলিয়া সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া জেলাশাসকের কাজের গতি নিয়ে প্রশ্ন তোলেন । জেলাশাসক রাহুলকে কড়া ভাষায় ভর্ৎসনা করেছিলেন মুখ্যমন্ত্রী ।

Nabanna transfer Purulia DM
জেলাশাসক বদলের চিঠি

বৈঠকে জানা যায় সরকারি কর্মচারীদের পকেটেই রাজস্বের একাংশ চলে যাচ্ছে । অভিযোগ শুনে রাগে অগ্নিশর্মা হয়ে উঠেছিলেন মুখ্যমন্ত্রী । জেলাশাসকের উদ্দেশে তিনি বলেন, ‘‘ডিএম শুনতে পাচ্ছো ? এগুলো কিন্তু তৃণমূল করেনি ।’ একই সঙ্গে মমতা বলেন, ‘‘আমার পার্টির লোক হলে আমি টেনে 4টে থাপ্পড় মারতাম । তাঁদের আমি সব সময় শাসন করি ।’’

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর পরামর্শ বলে কথা, সাধের পকোড়া খাওয়া ছেড়েছেন সুরেশবাবু

এছাড়াও জেলার বেশ কিছু উন্নয়নমূলক কাজ 'আন্ডার প্রসেস' চলছে বলে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী । তারপরেই বদলি হলেন পুরুলিয়ার জেলাশাসক ।

Last Updated : Jun 2, 2022, 9:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.