ETV Bharat / state

কোরোনা আক্রান্তের খোঁজ মিলতেই পুরুলিয়ার গ্রাম জীবাণুমুক্ত করল প্রশাসন

মহারাষ্ট্র থেকে আসা রঘুনাথপুর ব্লকের শাঁকা গ্রাম পঞ্চায়েত এলাকার এক পরিযায়ী শ্রমিকের কোরোনা সংক্রমণ ধরা পড়ে বুধবার l এরপরই দ্রুত তাঁকে দুর্গাপুরের সনকা হাসপাতালে ভরতি করা হয় l ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফে গোটা গ্রামটিকে কনটেনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করা হয়েছে l

পুরুলিয়া
author img

By

Published : May 28, 2020, 8:58 PM IST

পুরুলিয়া, 28 মে : বুধবার এক কোরোনা রোগীর সন্ধান মেলে রঘুনাথপুর ব্লকের শাঁকা গ্রাম পঞ্চায়েত এলাকার একটি গ্রামে l তাঁকে দুর্গাপুরের কোরোনা চিকিৎসাকেন্দ্রে পাঠানোর পাশাপাশি গ্রামটিকে ব্যরিকেডে দিয়ে ঘিরে ফেলা হয় । মোতায়েন করা হয়েছে পুলিশকর্মী l আজ দমকল বিভাগের সহযোগিতায় গোটা গ্রাম স্যানিটাইজ় করল জেলা প্রশাসন । একইসঙ্গে গ্রামবাসীদের অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে প্রচার চালাচ্ছে পুলিশ l

মহারাষ্ট্র থেকে আসা রঘুনাথপুর ব্লকের শাঁকা গ্রাম পঞ্চায়েত এলাকার এক পরিযায়ী শ্রমিকের কোরোনা সংক্রমণ ধরা পড়ে বুধবার l এরপরই দ্রুত তাঁকে দুর্গাপুরের সনকা হাসপাতালে ভরতি করা হয় l ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফে গোটা গ্রামটিকে কনটেনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করা হয়েছে l পাশাপাশি ওই গ্রামের সবকটি প্রবেশ পথ ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে পুলিশ l মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ কর্মী l আপাতত বিশেষ অনুমতি ছাড়া বাইরের কোনও ব্যক্তি ওই গ্রামে প্রবেশ করতে পারবে না । অন্য়দিকে গ্রামের কেউ বাইরে বেরোতে পারবেন না l এই নির্দেশিকার পাশপাশি আজ জেলা প্রশাসন ওই গ্রামটিকে স্যানিটাইজ় করে। দমকল বিভাগের সহযোগতায় জীবাণুমুক্ত করা হয় গ্রাম । একইসঙ্গে গ্রামবাসীদের সামাজিক দূরত্ব মেনে চলা, মাস্ক পরার পরামর্শ দিয়ে প্রচার চালাচ্ছে পুলিশ l

পুরুলিয়া শহর, রঘুনাথপুর, বলরামপুর, ঝালদা শহর সহ অন্যান্য থানা এলাকায় চালানো হচ্ছে পুলিশি টহলদারি l একইসঙ্গে ড্রোন ক্যামেরার মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে l

পুরুলিয়া, 28 মে : বুধবার এক কোরোনা রোগীর সন্ধান মেলে রঘুনাথপুর ব্লকের শাঁকা গ্রাম পঞ্চায়েত এলাকার একটি গ্রামে l তাঁকে দুর্গাপুরের কোরোনা চিকিৎসাকেন্দ্রে পাঠানোর পাশাপাশি গ্রামটিকে ব্যরিকেডে দিয়ে ঘিরে ফেলা হয় । মোতায়েন করা হয়েছে পুলিশকর্মী l আজ দমকল বিভাগের সহযোগিতায় গোটা গ্রাম স্যানিটাইজ় করল জেলা প্রশাসন । একইসঙ্গে গ্রামবাসীদের অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে প্রচার চালাচ্ছে পুলিশ l

মহারাষ্ট্র থেকে আসা রঘুনাথপুর ব্লকের শাঁকা গ্রাম পঞ্চায়েত এলাকার এক পরিযায়ী শ্রমিকের কোরোনা সংক্রমণ ধরা পড়ে বুধবার l এরপরই দ্রুত তাঁকে দুর্গাপুরের সনকা হাসপাতালে ভরতি করা হয় l ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফে গোটা গ্রামটিকে কনটেনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করা হয়েছে l পাশাপাশি ওই গ্রামের সবকটি প্রবেশ পথ ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে পুলিশ l মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ কর্মী l আপাতত বিশেষ অনুমতি ছাড়া বাইরের কোনও ব্যক্তি ওই গ্রামে প্রবেশ করতে পারবে না । অন্য়দিকে গ্রামের কেউ বাইরে বেরোতে পারবেন না l এই নির্দেশিকার পাশপাশি আজ জেলা প্রশাসন ওই গ্রামটিকে স্যানিটাইজ় করে। দমকল বিভাগের সহযোগতায় জীবাণুমুক্ত করা হয় গ্রাম । একইসঙ্গে গ্রামবাসীদের সামাজিক দূরত্ব মেনে চলা, মাস্ক পরার পরামর্শ দিয়ে প্রচার চালাচ্ছে পুলিশ l

পুরুলিয়া শহর, রঘুনাথপুর, বলরামপুর, ঝালদা শহর সহ অন্যান্য থানা এলাকায় চালানো হচ্ছে পুলিশি টহলদারি l একইসঙ্গে ড্রোন ক্যামেরার মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে l

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.