ETV Bharat / state

purulia village : নাম ভূল, বানানও ভুল ! পুরুলিয়ার এই গ্রামের নাম 'ভূল' - bhul village of purulia

'ভূল' গ্রামের মানুষেরা হামেশাই অফিসে, আদালতে গ্রামের নাম বলতে গিয়ে বিপাকে পড়েন ! কোথাও কোথাও আবার হাসির খোরাক হতে হয় গ্রামের বাসিন্দাদের ৷ গ্রামের নাম নিয়ে হাসির রোল ওঠে ৷

bhul village
bhul village
author img

By

Published : Aug 2, 2021, 3:59 PM IST

Updated : Aug 3, 2021, 9:13 AM IST

পুরুলিয়া, 2 অগস্ট : ভুলের চক্করে ভুলভুলাইয়া ৷ এখানে সবটাই ভুল ৷ গ্রামের নামটাই নাকি 'ভূল' ৷ হ্যাঁ, ঠিকই শুনছেন ৷ এমনকী বানান লিখতে গিয়েও হোঁচট খেতে হবে আপনাকে ৷ কারণ সেখানেও বানানটা লিখতে গিয়ে ভুল করতে হবে ৷ কিছুটা নিরুপায় হয়েই ৷ কারণ গ্রামের নামের বানান হল 'ভূল' ৷

মাথাটা কি একটু চক্কর দিচ্ছে ? ভাবছেন তো এ আবার কী সৃষ্টিছাড়া গ্রাম ? যার নামটাই ভূল ৷ বেশিদূর যেতে হবে না ৷ অযোধ্যা, বড়ন্তি, টুসু, ভাদুর জেলা পুরুলিয়াতে রয়েছে এই গ্রাম ৷ পুরুলিয়ার জেলার ডিমডিহা অঞ্চলে রয়েছে একটি গ্রাম ৷ আর পাঁচটা গ্রামের থেকে একটু আলাদা ৷ কিন্তু শুধু নামে ৷ যে গ্রামের নামটাই হল 'ভূল' ৷ চার হাজার 200 মানুষের বাস এই ভূল গ্রামে ৷

অবাক হলেন তো ? ঠিক এভাবেই 'ভূল' গ্রামের মানুষেরা হামেশাই অফিসে, আদালতে গ্রামের নাম বলতে গিয়ে বিপাকে পড়েন ! কোথাও কোথাও আবার হাসির খোরাক হতে হয় গ্রামের বাসিন্দাদের ৷ গ্রামের নাম নিয়ে হাসির রোল ওঠে ৷ অনেকে আবার ভুল বুঝে তেড়ে আসেন ৷ কোথায় ভুল ? কি ভুল ? প্রশ্নের শেষ থাকে না ৷ শেষ পর্যন্ত বহু কাঠখড় পুড়িয়ে গ্রামের মানুষ বুঝিয়ে দেন, তাদের গ্রামের নামটাই হচ্ছে 'ভূল' ৷ আর তাতে কোনও ভুল নেই ৷

পুরুলিয়া 1 নম্বর ব্লকের ডিমডিহা অঞ্চলে অবস্থিত এই 'ভূল' গ্রাম ৷ এত নাম থাকতে 'ভূল' কেন ? গ্রামের বাসিন্দা শঙ্কর মেহতা বলছেন, "এই নামের পেছনে গল্প রয়েছে ৷ এই ভূ-ভাগে লক্ষীর অধিষ্ঠান ৷ ভূ মানে পৃথিবী আর 'ল' লক্ষ্মীর আদ্যাক্ষর ৷ তাই এমন নাম ৷" গ্রামে রয়েছে দুটি প্রাথমিক বিদ্যালয় ৷

পুরুলিয়ার এই গ্রামের নাম 'ভূল'

আরও পড়ুন : বাস নয়, বাসা

গ্রামের নাম নিয়ে এতটাই বিড়ম্বনায় পড়তে হয় যে গ্রামবাসীরা বহুবার নাম বদলানোর আর্জি জানিয়েছেন ৷ বর্তমান প্রজন্ম তো গ্রামের নাম নিয়ে আরও বিড়ম্বনায় ৷ তাই সম্ভব হলে গ্রামের নাম পরিবর্তন করা গেলে ভাল হত ৷ এক বাক্যে স্বীকার করেছেন সকলে ৷

পুরুলিয়া, 2 অগস্ট : ভুলের চক্করে ভুলভুলাইয়া ৷ এখানে সবটাই ভুল ৷ গ্রামের নামটাই নাকি 'ভূল' ৷ হ্যাঁ, ঠিকই শুনছেন ৷ এমনকী বানান লিখতে গিয়েও হোঁচট খেতে হবে আপনাকে ৷ কারণ সেখানেও বানানটা লিখতে গিয়ে ভুল করতে হবে ৷ কিছুটা নিরুপায় হয়েই ৷ কারণ গ্রামের নামের বানান হল 'ভূল' ৷

মাথাটা কি একটু চক্কর দিচ্ছে ? ভাবছেন তো এ আবার কী সৃষ্টিছাড়া গ্রাম ? যার নামটাই ভূল ৷ বেশিদূর যেতে হবে না ৷ অযোধ্যা, বড়ন্তি, টুসু, ভাদুর জেলা পুরুলিয়াতে রয়েছে এই গ্রাম ৷ পুরুলিয়ার জেলার ডিমডিহা অঞ্চলে রয়েছে একটি গ্রাম ৷ আর পাঁচটা গ্রামের থেকে একটু আলাদা ৷ কিন্তু শুধু নামে ৷ যে গ্রামের নামটাই হল 'ভূল' ৷ চার হাজার 200 মানুষের বাস এই ভূল গ্রামে ৷

অবাক হলেন তো ? ঠিক এভাবেই 'ভূল' গ্রামের মানুষেরা হামেশাই অফিসে, আদালতে গ্রামের নাম বলতে গিয়ে বিপাকে পড়েন ! কোথাও কোথাও আবার হাসির খোরাক হতে হয় গ্রামের বাসিন্দাদের ৷ গ্রামের নাম নিয়ে হাসির রোল ওঠে ৷ অনেকে আবার ভুল বুঝে তেড়ে আসেন ৷ কোথায় ভুল ? কি ভুল ? প্রশ্নের শেষ থাকে না ৷ শেষ পর্যন্ত বহু কাঠখড় পুড়িয়ে গ্রামের মানুষ বুঝিয়ে দেন, তাদের গ্রামের নামটাই হচ্ছে 'ভূল' ৷ আর তাতে কোনও ভুল নেই ৷

পুরুলিয়া 1 নম্বর ব্লকের ডিমডিহা অঞ্চলে অবস্থিত এই 'ভূল' গ্রাম ৷ এত নাম থাকতে 'ভূল' কেন ? গ্রামের বাসিন্দা শঙ্কর মেহতা বলছেন, "এই নামের পেছনে গল্প রয়েছে ৷ এই ভূ-ভাগে লক্ষীর অধিষ্ঠান ৷ ভূ মানে পৃথিবী আর 'ল' লক্ষ্মীর আদ্যাক্ষর ৷ তাই এমন নাম ৷" গ্রামে রয়েছে দুটি প্রাথমিক বিদ্যালয় ৷

পুরুলিয়ার এই গ্রামের নাম 'ভূল'

আরও পড়ুন : বাস নয়, বাসা

গ্রামের নাম নিয়ে এতটাই বিড়ম্বনায় পড়তে হয় যে গ্রামবাসীরা বহুবার নাম বদলানোর আর্জি জানিয়েছেন ৷ বর্তমান প্রজন্ম তো গ্রামের নাম নিয়ে আরও বিড়ম্বনায় ৷ তাই সম্ভব হলে গ্রামের নাম পরিবর্তন করা গেলে ভাল হত ৷ এক বাক্যে স্বীকার করেছেন সকলে ৷

Last Updated : Aug 3, 2021, 9:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.