কাশিপুর (পুরুলিয়া), 28 সেপ্টেম্বর : ট্রাক্টরের ধাক্কায় শিশুমৃত্যুর ঘটনায় উত্তেজনা পুরুলিয়ার কাশিপুরের নপাড়া গ্রামে ৷ বাঁশ দিয়ে ঘিরে কাশিপুর-হুড়া রাজ্য সড়ক অবরোধ করল স্থানীয়রা ৷ ভাঙচুর চালানো হয় ঘাতক ট্রাক্টরটিতে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাশিপুর থানার বিশাল পুলিশ বাহিনী ৷ পুলিশ সূত্রে খবর, শিশুটি হঠাৎই রাস্তার উপরে চলে আসে ৷ সেই সময়ে ট্রাক্টরটি সেখান দিয়ে যাচ্ছিল ৷ অভিযোগ, শিশুটি রাস্তার মাঝখানে চলে আসায় চালক ব্রেক মারলেও ট্রাক্টরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং শিশুটিকে ধাক্কা মারে ৷
কিন্তু, স্থানীয়দের অভিযোগ রাজ্য সড়কের উপর দিয়ে দ্রুত গতিতে গাড়ি চলাচল করে ৷ আর তার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে ৷ পুলিশ সূত্রে খবর, এ দিন সকালে কাশিপুর রাজবাড়ির কাছে বছর দু’য়ের শিশুটি রাস্তার উপরে চলে এসেছিল ৷ সেই সময় ট্রাক্টরটি সেখান চলে এলে শিশুটিকে চাপা দিয়ে দেয় ৷ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে ৷ তারা বাঁশ দিয়ে ব্যারিকেড করে রাস্তা অবরোধ করে দেয় ৷ স্থানীয়দের দাবি, মৃত শিশুর পরিবারকে আর্থিক সাহায্য করতে হবে ৷ সেই সঙ্গে রাজ্য সড়কের উপর যানবাহনের গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে ৷
আরও পড়ুন : Road Accident: কৃষ্ণনগরে পথ দুর্ঘটনায় তিন বছরের শিশুর মৃত্যু, প্রতিবাদে রাস্তা অবরোধ
ঘটনার খবর পেয়ে, কাশিপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায় ৷ থানার ওসি ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন ৷ তাদের বিক্ষোভ তুলে নেওয়ার আর্জি জানান ৷ কিন্তু, স্থানীয়রা পুলিশের কথা মানতে চায়নি বলে জানা গিয়েছে ৷ পরে পুলিশ মৃত শিশুর দেহ উদ্ধার করে ৷ পাশাপাশি ওই শিশুর পরিবারের সঙ্গেও দেখা করে ৷
আরও পড়ুন : Raiganj Shoot Out : রায়গঞ্জে প্রকাশ্য রাস্তায় এলোপাথাড়ি গুলি, মৃত এক মহিলা