ETV Bharat / state

গান গেয়ে কোরোনা সচেতনতায় বার্তা ছয় বছরের দেবাঙ্কিতার - debankita spread corona awareness by singing

লকডাউনের নির্দেশিকা মানছেন না অনেকেই ৷ এর ফলে কোরোনা পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে ৷ তাই গান গেয়ে মানুষকে সচেতন করার উদ্যোগ নিল ছয় বছরের দেবাঙ্কিতা বন্দ্যোপাধ্যায় ৷

Gobordanga
দেবাঙ্কিতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Apr 10, 2020, 10:16 PM IST

গোবরডাঙা , 10 এপ্রিল : বয়স মাত্র ছয় । কিন্তু তাতে কী ! কোরোনা মোকাবিলায় দিন সাতেক আগেই জমানো খেলনা কেনার টাকা পুরোটাই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দিয়েছে । আর এবার লকডাউন নিয়ে সচেতন করার লক্ষ্যে রাস্তায় নামল উত্তর 24 পরগণার গোবরডাঙার দেবাঙ্কিতা বন্দ্যোপাধ্যায় ।

দেবাঙ্কিতা গান গায় । অতীতে বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে অর্জিত টাকা বিভিন্ন সমাজসেবামূলক কাজে দান করেছে । এবার কোরোনা মোকাবিলায় দিন কয়েক আগেই 10 হাজার টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়েছে । কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন চলছে । খবরে দেবাঙ্কিতা দেখেছে, লকডাউন মানছেন না অনেকেই । বজায় রাখছেন না সামাজিক দূরত্বও। তাই লকডাউন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এবার রাস্তায় নামল সে । বাবা-মায়ের সঙ্গে সকাল থেকে কখনও বসিরহাট, কখনও বাদুড়িয়া আবার কখনও বা বনগাঁ, হাবরা, গাইঘাটার বিভিন্ন বাজারে কোরোনা ভাইরাস নিয়ে গান গেয়ে সাধারণ মানুষকে সচেতন করতে দেখা গেল তাকে ।

গান গাওয়ার পাশাপাশি শ্রোতাদের কাছে হাত পেতে ভিক্ষাও চাইতেও দেখা গেল । পরে সেই ভিক্ষার পুরো টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার জন্য সেই এলাকার থানার IC , OC অথবা BDO-র হাতে তুলে দিচ্ছে ৷ উদ্দেশ্য একটাই, সচেনতনতামূলক গান গেয়ে মানুষকে বুঝিয়ে কোরোনা ভাইরাসের হাত থেকে পৃথিবীকে রক্ষা করা । পাশাপাশি গরিব মানুষকে সাহায্যের লক্ষ্যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা তুলে দেওয়া ।

গোবরডাঙা , 10 এপ্রিল : বয়স মাত্র ছয় । কিন্তু তাতে কী ! কোরোনা মোকাবিলায় দিন সাতেক আগেই জমানো খেলনা কেনার টাকা পুরোটাই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দিয়েছে । আর এবার লকডাউন নিয়ে সচেতন করার লক্ষ্যে রাস্তায় নামল উত্তর 24 পরগণার গোবরডাঙার দেবাঙ্কিতা বন্দ্যোপাধ্যায় ।

দেবাঙ্কিতা গান গায় । অতীতে বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে অর্জিত টাকা বিভিন্ন সমাজসেবামূলক কাজে দান করেছে । এবার কোরোনা মোকাবিলায় দিন কয়েক আগেই 10 হাজার টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়েছে । কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন চলছে । খবরে দেবাঙ্কিতা দেখেছে, লকডাউন মানছেন না অনেকেই । বজায় রাখছেন না সামাজিক দূরত্বও। তাই লকডাউন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এবার রাস্তায় নামল সে । বাবা-মায়ের সঙ্গে সকাল থেকে কখনও বসিরহাট, কখনও বাদুড়িয়া আবার কখনও বা বনগাঁ, হাবরা, গাইঘাটার বিভিন্ন বাজারে কোরোনা ভাইরাস নিয়ে গান গেয়ে সাধারণ মানুষকে সচেতন করতে দেখা গেল তাকে ।

গান গাওয়ার পাশাপাশি শ্রোতাদের কাছে হাত পেতে ভিক্ষাও চাইতেও দেখা গেল । পরে সেই ভিক্ষার পুরো টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার জন্য সেই এলাকার থানার IC , OC অথবা BDO-র হাতে তুলে দিচ্ছে ৷ উদ্দেশ্য একটাই, সচেনতনতামূলক গান গেয়ে মানুষকে বুঝিয়ে কোরোনা ভাইরাসের হাত থেকে পৃথিবীকে রক্ষা করা । পাশাপাশি গরিব মানুষকে সাহায্যের লক্ষ্যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা তুলে দেওয়া ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.