আদ্রা(পুরুলিয়া), 24 নভেম্বর : কুয়ো থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ । নাম গম্ভীর মান্ডি(55) । শুক্রবার থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে খবর । আদ্রা থানার গগনাবাদ অঞ্চলের খৈরনি জিতুডি গ্রামের ঘটনা ।
খৈরনি জিতুডি গ্রামের বাসিন্দা গম্ভীর মান্ডি । পেশায় রেল কর্মচারী । শুক্রবার থেকে তিনি নিখোঁজ ছিলেন । গতকাল গ্রামেরই একটি কুয়োয় দেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা । খবর দেওয়া হয় পুলিশে । তারা এসে মৃতদেহটিকে উদ্ধার করে ।
মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে । মৃত্য়ুর কারণ এখনও জানা যায়নি । ঘটনার তদন্ত শুরু করেছে আদ্রা থানার পুলিশ ।