ETV Bharat / state

কোরোনা : পুরুলিয়া থেকে 670 জনের নমুনা পাঠানো হল পরীক্ষায় - purulia coronavirus news

জেলা প্রশাসন সূত্রে খবর, বর্তমানে এখনও পর্যন্ত আইসোলেশন ওয়ার্ডে ভরতি রয়েছেন নয়জন l  জেলার 39 টি কোয়ারানটিন সেন্টারে পর্যবেক্ষণে রয়েছেন 210জন l  গতকাল পর্যন্ত 25,408 জনের হোম কোয়ারানটিন পূর্ণ হয়েছে l  বর্তমানে হোম কোয়ারানটিনে রয়েছেন 16,204 জন l  জেলার মানুষও আজ অনেকটাই সচেতন l

purulia
purulia
author img

By

Published : May 16, 2020, 9:04 AM IST

পুরুলিয়া, 16 মে : পুরুলিয়া থেকে 670 টি সোয়াব নমুনা কোরোনা পরীক্ষার জন্য পাঠানো হল । মেদিনীপুরে মেডিকেল কলেজ ও হাসপাতালে নমুনাগুলি পাঠানো হয়েছে l এখনও পর্যন্ত জেলা থেকে মোট 3460 জনের সোয়াব নমুনা পাঠানো হয়েছে । তবে 2940 জনের রিপোর্ট জেলা স্বাস্থ্য বিভাগের কাছে এখনও আসেনি l বাকি 520 জনের রিপোর্ট নেগেটিভ l

গ্রিন জ়োন পুরুলিয়াকে কোরোনামুক্ত রাখতে জেলা পুলিশ ও প্রশাসনের তরফে একাধিক পদক্ষেপ করা হয়েছে l সচেতন করা হচ্ছে সাধারণ মানুষকে l পুরুলিয়া শহর, রঘুনাথপুর, ঝালদা, মানবাজারসহ সদর শহরগুলিকে নিয়মিত স্যানিটাইজ় করা হচ্ছে l হাট, বাজার এলাকায় সামাজিক দূরত্ব বজায় রাখতে পুলিশি নজরদারি চলছেl লকডাউনের মধ্যে অকারণে রাস্তায় বেরোলেই গ্রেপ্তার করছে পুলিশ l প্রতিটি গুরুত্বপূর্ণ রাস্তায় বসানো হয়েছে পুলিশ পিকেটিং । এছাড়াও সীমান্ত এলাকাগুলিতে 24 ঘণ্টা নজরদারি চালাচ্ছে জেলা পুলিশ l

জেলা প্রশাসন সূত্রে খবর, বর্তমানে এখনও পর্যন্ত আইসোলেশন ওয়ার্ডে ভরতি রয়েছেন নয়জন l জেলার 39 টি কোয়ারানটিন সেন্টারে পর্যবেক্ষণে রয়েছেন 210 জন l গতকাল পর্যন্ত 25,408 জনের হোম কোয়ারানটিন পূর্ণ হয়েছে l বর্তমানে হোম কোয়ারানটিনে রয়েছেন 16,204 জন l জেলার মানুষও আজ অনেকটাই সচেতন l জেলা পুলিশ সূত্রে খবর, অকারণে রাস্তায় বের হওয়ার অভিযোগে এখনও পর্যন্ত 414 জনকে গ্রেপ্তার করা হয়েছে l নথিভুক্ত করা হয়েছে 104 টি কেস l আটক করা হয়েছে 146 টি বাইক, 10 টি টোটো, পাঁচটি চারচাকার গাড়ি এবং একটি সাইকেল l

পুরুলিয়া, 16 মে : পুরুলিয়া থেকে 670 টি সোয়াব নমুনা কোরোনা পরীক্ষার জন্য পাঠানো হল । মেদিনীপুরে মেডিকেল কলেজ ও হাসপাতালে নমুনাগুলি পাঠানো হয়েছে l এখনও পর্যন্ত জেলা থেকে মোট 3460 জনের সোয়াব নমুনা পাঠানো হয়েছে । তবে 2940 জনের রিপোর্ট জেলা স্বাস্থ্য বিভাগের কাছে এখনও আসেনি l বাকি 520 জনের রিপোর্ট নেগেটিভ l

গ্রিন জ়োন পুরুলিয়াকে কোরোনামুক্ত রাখতে জেলা পুলিশ ও প্রশাসনের তরফে একাধিক পদক্ষেপ করা হয়েছে l সচেতন করা হচ্ছে সাধারণ মানুষকে l পুরুলিয়া শহর, রঘুনাথপুর, ঝালদা, মানবাজারসহ সদর শহরগুলিকে নিয়মিত স্যানিটাইজ় করা হচ্ছে l হাট, বাজার এলাকায় সামাজিক দূরত্ব বজায় রাখতে পুলিশি নজরদারি চলছেl লকডাউনের মধ্যে অকারণে রাস্তায় বেরোলেই গ্রেপ্তার করছে পুলিশ l প্রতিটি গুরুত্বপূর্ণ রাস্তায় বসানো হয়েছে পুলিশ পিকেটিং । এছাড়াও সীমান্ত এলাকাগুলিতে 24 ঘণ্টা নজরদারি চালাচ্ছে জেলা পুলিশ l

জেলা প্রশাসন সূত্রে খবর, বর্তমানে এখনও পর্যন্ত আইসোলেশন ওয়ার্ডে ভরতি রয়েছেন নয়জন l জেলার 39 টি কোয়ারানটিন সেন্টারে পর্যবেক্ষণে রয়েছেন 210 জন l গতকাল পর্যন্ত 25,408 জনের হোম কোয়ারানটিন পূর্ণ হয়েছে l বর্তমানে হোম কোয়ারানটিনে রয়েছেন 16,204 জন l জেলার মানুষও আজ অনেকটাই সচেতন l জেলা পুলিশ সূত্রে খবর, অকারণে রাস্তায় বের হওয়ার অভিযোগে এখনও পর্যন্ত 414 জনকে গ্রেপ্তার করা হয়েছে l নথিভুক্ত করা হয়েছে 104 টি কেস l আটক করা হয়েছে 146 টি বাইক, 10 টি টোটো, পাঁচটি চারচাকার গাড়ি এবং একটি সাইকেল l

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.