পুরুলিয়া, 31 মে : সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে বলরামপুর বিএলআরও অফিস নিয়ে ক্ষোভ প্রকাশ করেন । দালাল চক্রের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছেন বলে অভিযোগ করেন তিনি । তারপরই গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে ৷ মঙ্গলবার তাদের আদালতে তোলা হবে বলেও জানা গিয়েছে ৷
মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরই জেলা জুড়ে দালাল চক্রের বিরুদ্ধে ধরপাকড়ে নেমেছে পুলিশ-প্রশাসন । ইতিমধ্যেই সাধারণ মানুষকে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে হুড়া ও বলরামপুর থানা এলাকা থেকে মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে (5 broker arrested from Purulia) । সোমবার রাতে হুড়া থানা এলাকার রাজকুমার মাহাতো ও বিষ্ণুপদ সেন নামে দু'জন অভিযুক্তকে গ্রেফতার করা হয় ।
আরও পড়ুন : এখন থেকে বিশ্ববিদ্যালয়ের আচার্য মুখ্যমন্ত্রী, সিদ্ধান্ত মন্ত্রিসভায়
মঙ্গলবার ধৃত পাঁচজনকেই পুরুলিয়া জেলা আদালতে তোলা হয় । তাদের বিরুদ্ধে আইপিসি আ্যক্ট অনুযায়ী 420 ও 467 ধারায় মামলা রুজু করেছে পুলিশ । দুই থানার পুলিশই অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছেন আদালতে ৷