ETV Bharat / state

পুরুলিয়ায় 172 জনের রিপোর্ট নেগেটিভ এল, সচেতন পুলিশ প্রশাসন - is anyone affected with corona in purulia

কোরোনা সংক্রমণ সন্দেহে পুরুলিয়ায় বেশ কয়েকজনের নমুনা মেদিনীপুরের হাসপাতালে পাঠানো হয়েছিল । তাঁদের মধ্যে 172জনের রিপোর্ট নেগেটিভ এসেছে । এখনও 41জনের রিপোর্ট আসেনি ।

p
পুরুলিয়া
author img

By

Published : May 5, 2020, 3:37 PM IST

পুরুলিয়া, 5 মে : পুরুলিয়ায় কোরোনা সংক্রমণ সন্দেহে 213 জনের সোয়াব টেস্টের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । তাঁদের মধ্যে 172 জনের রিপোর্ট নেগেটিভ এসেছে । 41 জনের রিপোর্ট এখনও পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগের কাছে এসে পৌঁছায়নি । আজ আবার 12 জনের নমুনা পাঠানো হয়েছে মেদিনীপুরে । বর্তমানে জেলায় আইসোলেশন সেন্টারে ভরতি রয়েছেন 11 জন । আজ পর্যন্ত জেলায় 2227জনের হোম কোয়ারানটিন সম্পূর্ণ হয়েছে । বর্তমানে হোম কোয়ারানটিনে রয়েছেন 3658জন । এছাড়াও জেলার 39টি কোয়ারানটিন সেন্টারে পর্যবেক্ষণে রয়েছেন 227জন ।

কোরোনা মোকাবিলায় জারি হওয়া লকডাউনের তৃতীয় দফাতেও কোরোনামুক্ত রয়েছে পুরুলিয়া । বর্তমানে গ্রিন জ়োনের আওতায় রয়েছে জেলা । সাধারণ মানুষকে সচেতন রাখতে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে একাধিক উদ্যোগ । জেলার মানুষ আজ অনেকটাই সচেতন । বিশেষ কাজে রাস্তায় বেরোলে মাস্ক পরে বা নাক-মুখ ঢেকে বেরোচ্ছেন । নিত্য প্রয়োজনীয় সামগ্রী হোক বা পেট্রোল-ডিজ়েল, কিংবা রেশন সামগ্রী প্রতিটি জায়গায় সামাজিক দূরত্ব মানছেন মানুষ । জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও সচেতন করা হচ্ছে সাধারণ মানুষকে । অকারণে রাস্তায় বেরোলেই গ্রেপ্তারও করছে পুলিশ । বহিরাগতদের প্রবেশ ঠেকাতে 24 ঘণ্টাই সীমান্ত এলাকাগুলিতে চলছে নাকা চেকিং । ড্রোন ক্যামেরার মাধ্যমেও নজরদারি চালাচ্ছে পুলিশ ।

জেলাশাসক রাহুল মজুমদার জানান, "পুরুলিয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে । এখনও পর্যন্ত জেলায় কোরোনা আক্রান্তের সন্ধান মেলেনি । আগে থেকেই জেলায় 120টি আইসোলেশন বেড প্রস্তুত রয়েছে । যার মধ্যে বর্তমানে 11জন ভরতি রয়েছেন । এছাড়াও 39টি কোয়ারানটিন সেন্টারে 3136টি বেড রয়েছে । যার মধ্যে পর্যবেক্ষণে রয়েছেন 227জন । বহিরাগতদের বিনা অনুমতিতে জেলায় প্রবেশ নিষিদ্ধ । জেলা থেকেও বিনা অনুমতিতে বাইরে বেরোনো নিষিদ্ধ । এছাড়াও মাস্ক না পরে বা নাক-মুখ না ঢেকে রাস্তায় বেরোলে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে । তাছাড়া মাস্ক না পরলে রেশন সামগ্রী, পেট্রোল বা অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসও দেওয়া নিষিদ্ধ করা হয়েছে ।"

পুরুলিয়া, 5 মে : পুরুলিয়ায় কোরোনা সংক্রমণ সন্দেহে 213 জনের সোয়াব টেস্টের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । তাঁদের মধ্যে 172 জনের রিপোর্ট নেগেটিভ এসেছে । 41 জনের রিপোর্ট এখনও পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগের কাছে এসে পৌঁছায়নি । আজ আবার 12 জনের নমুনা পাঠানো হয়েছে মেদিনীপুরে । বর্তমানে জেলায় আইসোলেশন সেন্টারে ভরতি রয়েছেন 11 জন । আজ পর্যন্ত জেলায় 2227জনের হোম কোয়ারানটিন সম্পূর্ণ হয়েছে । বর্তমানে হোম কোয়ারানটিনে রয়েছেন 3658জন । এছাড়াও জেলার 39টি কোয়ারানটিন সেন্টারে পর্যবেক্ষণে রয়েছেন 227জন ।

কোরোনা মোকাবিলায় জারি হওয়া লকডাউনের তৃতীয় দফাতেও কোরোনামুক্ত রয়েছে পুরুলিয়া । বর্তমানে গ্রিন জ়োনের আওতায় রয়েছে জেলা । সাধারণ মানুষকে সচেতন রাখতে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে একাধিক উদ্যোগ । জেলার মানুষ আজ অনেকটাই সচেতন । বিশেষ কাজে রাস্তায় বেরোলে মাস্ক পরে বা নাক-মুখ ঢেকে বেরোচ্ছেন । নিত্য প্রয়োজনীয় সামগ্রী হোক বা পেট্রোল-ডিজ়েল, কিংবা রেশন সামগ্রী প্রতিটি জায়গায় সামাজিক দূরত্ব মানছেন মানুষ । জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও সচেতন করা হচ্ছে সাধারণ মানুষকে । অকারণে রাস্তায় বেরোলেই গ্রেপ্তারও করছে পুলিশ । বহিরাগতদের প্রবেশ ঠেকাতে 24 ঘণ্টাই সীমান্ত এলাকাগুলিতে চলছে নাকা চেকিং । ড্রোন ক্যামেরার মাধ্যমেও নজরদারি চালাচ্ছে পুলিশ ।

জেলাশাসক রাহুল মজুমদার জানান, "পুরুলিয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে । এখনও পর্যন্ত জেলায় কোরোনা আক্রান্তের সন্ধান মেলেনি । আগে থেকেই জেলায় 120টি আইসোলেশন বেড প্রস্তুত রয়েছে । যার মধ্যে বর্তমানে 11জন ভরতি রয়েছেন । এছাড়াও 39টি কোয়ারানটিন সেন্টারে 3136টি বেড রয়েছে । যার মধ্যে পর্যবেক্ষণে রয়েছেন 227জন । বহিরাগতদের বিনা অনুমতিতে জেলায় প্রবেশ নিষিদ্ধ । জেলা থেকেও বিনা অনুমতিতে বাইরে বেরোনো নিষিদ্ধ । এছাড়াও মাস্ক না পরে বা নাক-মুখ না ঢেকে রাস্তায় বেরোলে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে । তাছাড়া মাস্ক না পরলে রেশন সামগ্রী, পেট্রোল বা অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসও দেওয়া নিষিদ্ধ করা হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.